####
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে সচেতন নাগরিক কমিটি(সনাক) খুলনার উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা এবং আলচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে 'দুর্নীতির মাত্রা কমলে উন্নয়নের মাত্রা বাড়বে' বিষয়ের উপর বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। সনাক-খুলনার সহসভাপতি এ্যাড. অশোক কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন সনাক-খুলনা সদস্য রীনা পারভীন, সনাক সদস্য আসিফুর রহমান কাজল, ইয়েস সদস্য সিলমী সাদিয়া, ইয়েস দলনেতা ফারহানা ইয়াসমিন আয়েশা এবং সনাক খুলনা এর শিক্ষানবিশ ও সাবেক ইয়েস সহদলনেতা জয়দ্রত শীল।
আলোচনা সভায় বিষয় ভিত্তিক ম‚ল আলোচনা উপস্থাপন করেন সনাক সদস্য অধ্যাপক আনোয়ারুল কাদির। তিনি দুর্নীতির ধরণ ও তার মাত্রার সাথে উন্নয়নের বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি কাঠামোগত উন্নয়নের সাথে সাথে আমাদের পারিবারিক, সামজিক, মানসিক দুর্নীতির ধরণের উপর গুরুত্ব প‚র্ণ আলোচনা করেন। তিনি বলেন ' দৃশ্যমান উনয়নের সাথে যেমন দুর্নীতির সম্পর্ক রয়েছে একইভাবে প্রতিনিয়ত আমাদের মন ও মননে দুর্নীতির যে বাসা বেঁধেছে তা দ‚র না করতে পারলে ঐক্যবদ্ধ ভাবে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা সম্ভব হবে না'।
অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী মোঃ ইনজামামুল হক রোহান, ফারহান ইয়সামিন আয়েশা এবং ঊর্মি খাতুনকে পুরষ্কার বিতরণ করা হয়। অনুস্থানে সুশীল সমাজের প্রতিনিধি, সনাক, ইয়েস ও এসিজি সদস্যগন উপস্থিত ছিলেন ।
অফিস : ৬৯/৭০ কেসিসি সুপার মার্কেট ( ২য় তলা ) খুলনা সদর, খুলনা। প্রকাশক - সম্পাদক : সুনীল দাস বার্তা সম্পাদক : তরিকুল ইসলাম ডালিম চিফ রিপোর্টার : মোঃ নাঈমুজ্জামান শরীফ । যোগাযোগ : dainikmadhumati@gmail.com, newsdainikmadhumoti@gmail.com Office No : Editor : 01712680702 / 01912067948
© All rights reserved by www.dainikmadhumati.com (Established in 2022)