মো. বেল্লাল হোসেন, দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি :
পটুয়াখালী দশমিনায় ইঞ্জিন চালিত বাইক চোর সিন্ডিকেটের পাঁচ সদস্যকে গ্রেফতার করে দশমিনা থানা পুলিশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি উপজেলার বাশঁবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামের সেলিম মৃধার ছেলে মোঃ হাসান এর একটি ব্যক্তির ইঞ্জিন চালিত বাইক বসত ঘর থেকে চুরি হয়ে যায়। হাসান মৌখিক ভাবে দশমিনা থানায় জানালে দশমিনা থানা পুলিশ ১৯ ফেব্রুয়ারি বিকেল ৪ টায় অভিযান পরিচালনা করে উপজেলার হাজিরহাট এলাকা থেকে আঃ রব মৃধার ছেলে জাহিদ ও খালেক গাজির ছেলে জিয়ালকে বহরমপুর ইউনিয়নের নেহালগঞ্জ বাজার থেকে আট করে। পরে তাদের তথ্যের ভিত্তিতে ওই রাতে পটুয়াখালী, গলাচিপা ও বরিশাল, বাউফল অভিযান পরিচালনা করে ওই সিন্ডিকেটের আরো ৪ সদস্য চর মাছুয়াখালীর ছালাম ছেলে শাকিল(১৯), বাউফল উপজেলার বটকাজল, নওমালা গ্রামের সেলিম বিশ^াসের ছেলে রাসেল(৩০), বরিশাল ,বাকেরগঞ্জ, মধ্যনলুয়া গ্রামের আবুয়াল এর ছেলে লিটন(৪১) এবং গলাচিপা উপজেলার বাশবুনিয়া গ্রামের আঃ গনি মৃধার ছেলে আশ্রাফ মৃধাকে গ্রেফকার করা হয়। দশমিনা উপজেলা সহ বিভিন্ন উপজেলা থেকে ইঞ্জিন চালিত বাইক আশ্রফ মৃধা ক্রয় করেন এবং তার বাড়িতে ওই সকল ইঞ্জিন চালিত বাইক আনার পর বাইকের সকল যন্ত্রাংশ পরিবর্তন করে অন্য একটি ইঞ্জিন চালিত বাইকে ব্যবহার করে নতুন ভাবে বিক্রি করেন। আশ্রাফের বাড়ি থেকে চুরি হওয়া ৬টি ইঞ্জিন চালিত বাইক, ১২ টি ব্যাটারি সহ বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুরুল ইসলাম মজুমদার জানান, হাসানের ইঞ্জিন চালিত বাইক চুরি হবার ঘটনা মৌখিক ভাবে জানতে পারি। জাহিদ ও জিয়াল কে আটক করি। তাদের তথ্য অনুসারে বরিশাল, পটুয়াখালী, বাউফল, গলাচিপা অভিযান পরিচালনা করে ৪ জনকে আটক করি। আশ্রাফ এর বাড়ি থেকে চুরি হওয়া ৬ টি ইঞ্জিন চালিত বাইকের বডি, ব্যাটারি ও বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করি। এদের ৬ জনকে বিঞ্জাদালতে প্রেরন করা হয়েছে। এ অভিযান চলোমান থাকবে।
অফিস : ৬৯/৭০ কেসিসি সুপার মার্কেট ( ২য় তলা ) খুলনা সদর, খুলনা। প্রকাশক - সম্পাদক : সুনীল দাস বার্তা সম্পাদক : তরিকুল ইসলাম ডালিম চিফ রিপোর্টার : মোঃ নাঈমুজ্জামান শরীফ । যোগাযোগ : dainikmadhumati@gmail.com, newsdainikmadhumoti@gmail.com Office No : Editor : 01712680702 / 01912067948
© All rights reserved by www.dainikmadhumati.com (Established in 2022)