১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ইসরাইলের হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় ১৩২ জন নিহত

  • সংবাদদাতা
  • প্রকাশিত সময় : ০৭:০৯:৪০ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
  • ১১০ পড়েছেন

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় ১৩২ জন নিহত হয়েছেন। এক ফেসবুকে পোস্টে মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় আরো ২৫২ জন নিহত হয়েছেন। অনেক হতাহত এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তা ও অ্যাম্বুলেন্সে রয়েছেন এবং সিভিল ডিফেন্স কর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। মন্ত্রণালয় আরও জানিয়েছে, সর্বশেষ হতাহতের ফলে গত ৭ অক্টোবর থেকে গাজায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ১০০ জনে এবং আহত হয়েছেন আরও ৬০ হাজার ৮৩৪ জন। হামাসের মিডিয়া কার্যালয়ের দাবি, রোববার রাতভর চালানো হামলায় দুটি হাসপাতাল একটি বালিকা বিদ্যালয়সহ কয়েক ডজন বসতবাড়িকে লক্ষ্যবস্তু করা হয়েছে। হাসপাতালগুলো আন্তর্জাতিক আইনের অধীনে সুরক্ষিত থাকার কথা। এরপরও চলমান যুদ্ধে ইসরাইলি বাহিনী বারবার হাসপাতালে হামলা চালিয়েছে। তবে ইসরাইলি সামরিক বাহিনীর অভিযোগ, সুড়ঙ্গের মধ্যে হাসপাতাল তৈরি করে নিজেদের ‘কমান্ড সেন্টার’ হিসেবে ব্যবহার করছে হামাস; যদিও হামাস তা অস্বীকার করে আসছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ও গাজার শাসকগোষ্ঠী হামাস গত ৭ অক্টোবর ইসরাইলে ব্যাপক হামলা চালায়। জবাবে সেদিন থেকেই গাজা উপত্যকায় নির্বিচার হামলা শুরু করে ইসরাইল।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

dainik madhumati

জনপ্রিয়

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ আটক -১ 

ইসরাইলের হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় ১৩২ জন নিহত

প্রকাশিত সময় : ০৭:০৯:৪০ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় ১৩২ জন নিহত হয়েছেন। এক ফেসবুকে পোস্টে মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় আরো ২৫২ জন নিহত হয়েছেন। অনেক হতাহত এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তা ও অ্যাম্বুলেন্সে রয়েছেন এবং সিভিল ডিফেন্স কর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। মন্ত্রণালয় আরও জানিয়েছে, সর্বশেষ হতাহতের ফলে গত ৭ অক্টোবর থেকে গাজায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ১০০ জনে এবং আহত হয়েছেন আরও ৬০ হাজার ৮৩৪ জন। হামাসের মিডিয়া কার্যালয়ের দাবি, রোববার রাতভর চালানো হামলায় দুটি হাসপাতাল একটি বালিকা বিদ্যালয়সহ কয়েক ডজন বসতবাড়িকে লক্ষ্যবস্তু করা হয়েছে। হাসপাতালগুলো আন্তর্জাতিক আইনের অধীনে সুরক্ষিত থাকার কথা। এরপরও চলমান যুদ্ধে ইসরাইলি বাহিনী বারবার হাসপাতালে হামলা চালিয়েছে। তবে ইসরাইলি সামরিক বাহিনীর অভিযোগ, সুড়ঙ্গের মধ্যে হাসপাতাল তৈরি করে নিজেদের ‘কমান্ড সেন্টার’ হিসেবে ব্যবহার করছে হামাস; যদিও হামাস তা অস্বীকার করে আসছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ও গাজার শাসকগোষ্ঠী হামাস গত ৭ অক্টোবর ইসরাইলে ব্যাপক হামলা চালায়। জবাবে সেদিন থেকেই গাজা উপত্যকায় নির্বিচার হামলা শুরু করে ইসরাইল।