####
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল(অবঃ) মোঃ আহসান হাবিব খান বলেছেন, আমরা সবারই কমিশনার এমনকি ভোটারেরও-নিদির্ষ্ট কোন দলের ও ব্যক্তি নই। আমাদের দরজা সব সময়ই সবার জন্য খোলা। যেকোন ব্যক্তি ও রাজনৈতিক দল তাদের মতামত নিয়ে আলোচনা করতে আসতে পারবেন। আমরা সবাইকে ওয়েলকাম জানাই। এখনও নির্বাচন পিছানোর কোন সম্ভাবনা নেই। কোন দল যদি লিখিতভাবে আবেদন দেয় তাহলে কমিশন আলোচনা করে তাদেরকে সহায়তা করবে। যদি এমন পরিস্তিতি সৃষ্টি হয় তবে কমিশন বসে আলোচনা করে আইন-কানুন দেখে ঘোষিত তফশীলের মধ্যেই আগপিছু করে এ্যাডজাষ্ট করা যায় কিনা বিবেচনা করা হবে। তবে ২৮শে জানুয়ারীর মধ্যেই নতুন সংসদের শপথ নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সোমবার দুপুরে খুলনায় বিভাগীয় নির্বাচন সংশ্লিষ্ঠ নির্বাচন অফিসার, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার, স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ঠদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ইনশাল্লাহ কমিশন আপনাদের সকলের সহযোগীতায় বিশেষ করে বিভাগীয় কমিশনা, ডিআইজি, ডিসি, এসপি, পুলিশ কমিশনার, স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও মিডিয়ার সহযোগীতায় এমন একটা র্বাচন উপহার দিতে চাই-যা ভবিষ্যত প্রজন্মের জন্য উদাহরণ হবে থাকবে। এবংভবিষ্যত যারা নির্বাচন করতে আসবে তারা এখান থেকে শিক্ষা নিয়ে আরও ভালোকিছু করতে পারবে।
তিনি বলেন, আমাদের আইনে ভোটার উপস্থিতি কত শতাংশ হবে সে বিষয়ে কিছুই নেই। ভোটার উপস্থিতির জন্য কমিশন সচেতনতা সৃষ্টি ও পরিবেশ সঠিকভাবে তৈরী করবে। ভোটাররা বাড়ী থেকে ভোট কেন্দ্রে গিয়ে যেন তার নিজের ভোট নিজেই দিয়ে নিরাপদে বাড়ী ফিরতে পারে সেটা নিশ্চিত করা হবে। ভোটারের উপস্থিতির বিষয় প্রার্থীদের বিষয়-তারা কত ভোটারকে আনতে পারতেন সেটা তারাই করতেবন। এক্ষেত্রে কমিশনের কোন হাত নেই।
কমিশনার আহসান হাবিব খান বলেন, ইতিপূর্বে আমরা গত ২১মাসে যে কাজ করেছি। সেখানে কোন অবিযোগ পেয়েছি তার বিষয়ে কঠোর ব্যভস্থা নেয়া হয়েছে। কমিশন কোন ছাড়া দেয়নি। আগামী জাতীয় নির্বাচনেও গোয়েন্দা ত্যথ বা মিডিয়ার মা্যধমে যেখান থেকেই অনিয়মের অভিযোগ আসুক না কেন আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ভোটের সময়ে যেকোন অনিয়ম দেখলে তা সঠিকভাবে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, আপনারা বোট ভারো হরে ভারোটা তুলে ধরবেন। আবার কোন অনিয়ম পেলে সেখানেও ছাড় দেবেন না। সে যেই হোক না কেন। কমিশন মিডিয়ারও সাব ধরনের সহযোগীতা কামনা করে।
খুলনার বিভাগীয় কমিশনার হেলাল মোহাম্মদ শরীফের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় খুলনার ডিআইজি মোহাম্মদ মঈনুল হক, পুলিশ কমিশনার মোজাম্মেল হক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার সরোজ দেবনাথ, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, পুলিশ সুপার মো: সাইদুর রহমান,আঞ্চলিক ইলেকশন অফিসার হুমায়ুন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক পুলক কুমার মন্ডল, আতিকুর রহমান, মুকুল মন্ডলসহ যমোর, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইলের জেলা প্রশাসক, উপজেলা অফিসার ও নির্বাচন অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিয় সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানে সকল নির্বাচন কর্মকর্তা, আইন-শৃংখলা বাহিনীর কর্মকর্তা, গোয়েন্দা ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণের প্রতি নির্দেশনা প্রদান করেন। ##
অফিস : ৬৯/৭০ কেসিসি সুপার মার্কেট ( ২য় তলা ) খুলনা সদর, খুলনা। প্রকাশক - সম্পাদক : সুনীল দাস বার্তা সম্পাদক : তরিকুল ইসলাম ডালিম চিফ রিপোর্টার : মোঃ নাঈমুজ্জামান শরীফ । যোগাযোগ : dainikmadhumati@gmail.com, newsdainikmadhumoti@gmail.com Office No : Editor : 01712680702 / 01912067948
© All rights reserved by www.dainikmadhumati.com (Established in 2022)