১০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কুয়েটের ভিসি ও প্রো-ভিসির পদত্যাগ, ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

####

খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ের(কুয়েট) ভিসি প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ও প্রো-ভিসি প্রফেসর ড. সোবহান মিয়া পদত্যাগ করেছেন। সোমবার(১২ আগস্ট) তারা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র জমা দিয়েছেন।

কুয়েট ভিসি প্রফেসর ডক্টর মিহির রঞ্জন হালদার ২০২২ সালের ১ সেপ্টেম্বর কুয়েটের ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান করেন। তিনি তার পদত্যাগ পত্রে ব্যক্তিগত কারণ দেখিয়ে ভাইস-চ্যান্সেলর পদের দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে উল্লেখ করেছেন। তার পদত্যাগের কারণে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম যাতে ব্যাহত না হয় সে লক্ষ্যে এবং পূর্ণকালীন বা ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ না পাওয়া পর্যন্ত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব পালনের কথাও উল্লেখ করেন।

উল্লেখ্য, প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে গ্রেড-১ অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।তিনি ইতোপূর্বে অত্র বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি, কুয়েট এবং বিভিন্ন দেশের অর্থায়ণে পরিচালিত অসংখ্য গবেষণা প্রকল্প বাস্তবায়ন করেছেন। তিনি ১১ জন পোস্টগ্রাজুয়েট এবং শতাধিক আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থীর কোর্স সুপারভাইজার হিসেবে দাযিত্ব পালন করেছেন। তাঁর ১৫০টির অধিক গবেষণা প্রবন্ধ দেশে-বিদেশে বিভিন্ন জার্নাল, কনফারেন্স প্রসিডিংস ও বই এ প্রকাশিত হয়েছে। বিভিন্ন সরকারি এবং পেশাজীবী সংস্থা থেকে তিনি শিক্ষা সংক্রান্ত পদক ও স্কলারশীপ অর্জন করেছেন। তিঁনি অসংখ্য আন্তর্জাতিক কনফারেন্সের চেয়ার, কো-চেয়ার এবং সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ ১৯৯৯ সালে তৎকালীন বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি), খুলনা থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী, জাপানের নাগোয়া ইউনিভার্সিটি থেকে এ্যরোস্পেস ইঞ্জিনিয়ারিং এ এমএসসি ইঞ্জিনিয়ারিং (২০০৩) ও পিএইচডি ডিগ্রী (২০০৬) সম্পন্ন করেন। তিনি ১৯৯৯ সালে প্রভাষক, ২০০৩ সালে সহকারী অধ্যাপক, ২০০৯ সালে সহযোগী অধ্যাপক ও ২০১১ সালে অধ্যাপক হিসেবে কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে যোগদান করেন। প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ ১৯৭৫ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন।

এছাড়া প্রো-ভিসি প্রফেসর ডক্টর সোবহান মিয়া শারীরিক অসুস্থতা এবং ব্যক্তিগত কারণে প্রো-ভাইস চ্যান্সেলর পদ থেকে অব্যাহতি চেয়েছেন। তিনি ২০২২ সালের ২২ নভেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর পদে যোগদান করেন।

এদিকে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় রাজনৈতিক সভা-সমাবেশও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আনিসুর রহমান ভূইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বরা হয়, বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর রাজনৈতিক সংগঠন ও অঙ্গ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা এবং কর্মকান্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একইভাবে ছাত্রদেরও রাজনৈতিক সংগঠনে সম্পৃক্ততা ও কর্মকান্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যা সোমবার থেকে র্কাযকর হবে। ##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ আটক -১ 

কুয়েটের ভিসি ও প্রো-ভিসির পদত্যাগ, ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

প্রকাশিত সময় : ১২:৫১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪

####

খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ের(কুয়েট) ভিসি প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ও প্রো-ভিসি প্রফেসর ড. সোবহান মিয়া পদত্যাগ করেছেন। সোমবার(১২ আগস্ট) তারা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র জমা দিয়েছেন।

কুয়েট ভিসি প্রফেসর ডক্টর মিহির রঞ্জন হালদার ২০২২ সালের ১ সেপ্টেম্বর কুয়েটের ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান করেন। তিনি তার পদত্যাগ পত্রে ব্যক্তিগত কারণ দেখিয়ে ভাইস-চ্যান্সেলর পদের দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে উল্লেখ করেছেন। তার পদত্যাগের কারণে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম যাতে ব্যাহত না হয় সে লক্ষ্যে এবং পূর্ণকালীন বা ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ না পাওয়া পর্যন্ত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব পালনের কথাও উল্লেখ করেন।

উল্লেখ্য, প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে গ্রেড-১ অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।তিনি ইতোপূর্বে অত্র বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি, কুয়েট এবং বিভিন্ন দেশের অর্থায়ণে পরিচালিত অসংখ্য গবেষণা প্রকল্প বাস্তবায়ন করেছেন। তিনি ১১ জন পোস্টগ্রাজুয়েট এবং শতাধিক আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থীর কোর্স সুপারভাইজার হিসেবে দাযিত্ব পালন করেছেন। তাঁর ১৫০টির অধিক গবেষণা প্রবন্ধ দেশে-বিদেশে বিভিন্ন জার্নাল, কনফারেন্স প্রসিডিংস ও বই এ প্রকাশিত হয়েছে। বিভিন্ন সরকারি এবং পেশাজীবী সংস্থা থেকে তিনি শিক্ষা সংক্রান্ত পদক ও স্কলারশীপ অর্জন করেছেন। তিঁনি অসংখ্য আন্তর্জাতিক কনফারেন্সের চেয়ার, কো-চেয়ার এবং সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ ১৯৯৯ সালে তৎকালীন বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি), খুলনা থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী, জাপানের নাগোয়া ইউনিভার্সিটি থেকে এ্যরোস্পেস ইঞ্জিনিয়ারিং এ এমএসসি ইঞ্জিনিয়ারিং (২০০৩) ও পিএইচডি ডিগ্রী (২০০৬) সম্পন্ন করেন। তিনি ১৯৯৯ সালে প্রভাষক, ২০০৩ সালে সহকারী অধ্যাপক, ২০০৯ সালে সহযোগী অধ্যাপক ও ২০১১ সালে অধ্যাপক হিসেবে কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে যোগদান করেন। প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ ১৯৭৫ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন।

এছাড়া প্রো-ভিসি প্রফেসর ডক্টর সোবহান মিয়া শারীরিক অসুস্থতা এবং ব্যক্তিগত কারণে প্রো-ভাইস চ্যান্সেলর পদ থেকে অব্যাহতি চেয়েছেন। তিনি ২০২২ সালের ২২ নভেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর পদে যোগদান করেন।

এদিকে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় রাজনৈতিক সভা-সমাবেশও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আনিসুর রহমান ভূইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বরা হয়, বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর রাজনৈতিক সংগঠন ও অঙ্গ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা এবং কর্মকান্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একইভাবে ছাত্রদেরও রাজনৈতিক সংগঠনে সম্পৃক্ততা ও কর্মকান্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যা সোমবার থেকে র্কাযকর হবে। ##