১২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কুয়েটের সাবেক ভিসি প্রফেসর আলমগীরকে ইউজিসি চেয়ারম্যান থেকে অপসারণের দাবিতে বিক্ষোভ

####

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(কুয়েট) সাবেক ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের(ইউজিসি) চেয়ারম্যানের পদ থেকে অপসারণের দাবিতে এবং ভিসি থাকাকালীন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীদের উপর অত্যাচার-নির্যাতনসহ সকল অপকর্মের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার(২৮ আগস্ট) দুপুরে কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ওমর ফারুক, মো. জাহিদুর রহমান, মো. মুজাহিদ, আরাফাত হক, সাপ্তি, জীবন, ফাহিম ও কর্মচারী মো. ফিরোজ আহমেদ।

এরআগে প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা শেষে শিক্ষার্থীরা সাবেক ভিসি প্রফেসর ড. মুহান্মদ আলমগীরের ০৮ বছর দায়িত্ব পালনকালীন সময়ে সংঘটিত সকল অপকর্মের তদন্তের দাবিতে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মাছুদের সঙ্গে সাক্ষাত করে শির্ক্ষাথীরা।

প্রফেসর ড. মো. আলমগীর দুই মেয়াদে ২০১০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ০৮ বছর কুয়েটের ভিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের(ইউজিসি) সদস্য ছিলেন। মঙ্গলবার(২৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে প্রফেসর ড. মুহান্মদ আলমগীরকে ইউজিসি চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

এরআগে ইউজিসির চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক কাজী শহীদুল্লাহ পদত্যাগ করার পর প্রফেসর মোহাম্মদ আলমগীর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। ##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মতবিনিময় সভা দু’গ্রুপের হাতাহাতিতে ভন্ডুল

কুয়েটের সাবেক ভিসি প্রফেসর আলমগীরকে ইউজিসি চেয়ারম্যান থেকে অপসারণের দাবিতে বিক্ষোভ

প্রকাশিত সময় : ০৬:৫১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪

####

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(কুয়েট) সাবেক ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের(ইউজিসি) চেয়ারম্যানের পদ থেকে অপসারণের দাবিতে এবং ভিসি থাকাকালীন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীদের উপর অত্যাচার-নির্যাতনসহ সকল অপকর্মের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার(২৮ আগস্ট) দুপুরে কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ওমর ফারুক, মো. জাহিদুর রহমান, মো. মুজাহিদ, আরাফাত হক, সাপ্তি, জীবন, ফাহিম ও কর্মচারী মো. ফিরোজ আহমেদ।

এরআগে প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা শেষে শিক্ষার্থীরা সাবেক ভিসি প্রফেসর ড. মুহান্মদ আলমগীরের ০৮ বছর দায়িত্ব পালনকালীন সময়ে সংঘটিত সকল অপকর্মের তদন্তের দাবিতে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মাছুদের সঙ্গে সাক্ষাত করে শির্ক্ষাথীরা।

প্রফেসর ড. মো. আলমগীর দুই মেয়াদে ২০১০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ০৮ বছর কুয়েটের ভিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের(ইউজিসি) সদস্য ছিলেন। মঙ্গলবার(২৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে প্রফেসর ড. মুহান্মদ আলমগীরকে ইউজিসি চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

এরআগে ইউজিসির চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক কাজী শহীদুল্লাহ পদত্যাগ করার পর প্রফেসর মোহাম্মদ আলমগীর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। ##