১২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কেইউজের ২৯ জুনের দ্বিবার্ষিক নির্বাচনে ২টি প্যানেলে ২৩ প্রার্থী চূড়ান্ত

####
খুলনা সাংবাদিক ইউনিয়নের কেইউজের দ্বিবার্ষিক নির্বাচন আগামী ২৯ জুন খুলনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ১১টি পদের বিপরীতে ২টি প্যানেলসহ ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৪ জুন প্রত্যাহারের নির্ধারিত সময়ে কোন মনোনয়নপত্র প্রত্যাহার হয়নি। ফলে রাত ৮টায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। এ তালিকায় সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জনসহ দুটি প্যানেলের ২২ জন ও একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
চূড়ান্ত প্রার্থীরা হলেন-সভাপতি পদে মোঃ সাইদুজ্জামান সম্রাট ও আনোয়ারুল ইসলাম কাজল, সহ-সভাপতি পদে কাজী শামীম আহমেদ, মোঃ আমিরুল ইসলাম, এস এম নুর হাসান জনি ও শামীম আশরাফ শেলী, সাধারণ সম্পাদক পদে মহেন্দ্র নাথ সেন ও বিমল সাহা, যুগ্ম-সম্পাদক পদে এস এম ফরিদ রানা ও এসএম মনিরুজ্জামান মনির, কোষাধ্যক্ষ পদে শেখ জাহিদুল ইসলাম ও দীলিপ বর্মন, দপ্তর সম্পাদক পদে সাগর সরকার ও আল মাহমুদ প্রিন্স, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক পদে মিলন হোসেন ও মোঃ হেলাল মোল্লা এবং নির্বাহী সদস্য পদে নেয়ামুল হোসেন কচি, শেখ লিয়াকত হোসেন, উত্তম কুমার সরকার, মোঃ হুমায়ুন কবির, আলমগীর হান্নান, মোঃ হাসানুর রহমান তানজির ও এসএম কামাল হোসেন।
খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান কেইউজে সাবেক সভাপতি মুন্সী মাহবুব আলম সোহাগ জানান, কেইউজের আহবায়ক কমিটির সভায় তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। গঠনতন্ত্রের নির্দেশনানুযায়ী নির্বাচন পরিচালনা কমিটি গত গত ৮ জুন নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী ১২ জুন ১১টি পদের বিপরীতে ২৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এরপর ১৪ জুন বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহারের সময় নির্ধারিত ছিল। এ সময়ে কেউই মনোনয়ন পত্র প্রত্যাহার করেননি। এরপর রাত ৮টায় নির্বাচন পরিচালনা কমিটি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন। এ সময় কমিশনের সদস্য হেদায়েত হোসেন মোল্লা ও হাসান আল মামুনসহ উভয় প্যানেলের প্রার্থী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। আগামী ২৯ জুন দ্বিবার্ষিক এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০২২ সালের নির্বাচনে ফারুক-রিয়াজ পরিষদ বিজয়ী হলেও দুই বছরের মেয়াদ শেষে নতুন নির্বাচন করতে না পারায় সাধারণ সদস্যরা গঠনতন্ত্র মোতাবেক ১০ শতাংশ সদস্যের আহবানে কেইউজের বিশেষ সাধারণ সভায় সাবেক সভাপতি এসএম জাহিদ হোসেনকে আহবায়ক করে ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটির নেতৃত্বে এ দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ##
Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মতবিনিময় সভা দু’গ্রুপের হাতাহাতিতে ভন্ডুল

কেইউজের ২৯ জুনের দ্বিবার্ষিক নির্বাচনে ২টি প্যানেলে ২৩ প্রার্থী চূড়ান্ত

প্রকাশিত সময় : ১২:৪৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪
####
খুলনা সাংবাদিক ইউনিয়নের কেইউজের দ্বিবার্ষিক নির্বাচন আগামী ২৯ জুন খুলনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ১১টি পদের বিপরীতে ২টি প্যানেলসহ ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৪ জুন প্রত্যাহারের নির্ধারিত সময়ে কোন মনোনয়নপত্র প্রত্যাহার হয়নি। ফলে রাত ৮টায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। এ তালিকায় সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জনসহ দুটি প্যানেলের ২২ জন ও একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
চূড়ান্ত প্রার্থীরা হলেন-সভাপতি পদে মোঃ সাইদুজ্জামান সম্রাট ও আনোয়ারুল ইসলাম কাজল, সহ-সভাপতি পদে কাজী শামীম আহমেদ, মোঃ আমিরুল ইসলাম, এস এম নুর হাসান জনি ও শামীম আশরাফ শেলী, সাধারণ সম্পাদক পদে মহেন্দ্র নাথ সেন ও বিমল সাহা, যুগ্ম-সম্পাদক পদে এস এম ফরিদ রানা ও এসএম মনিরুজ্জামান মনির, কোষাধ্যক্ষ পদে শেখ জাহিদুল ইসলাম ও দীলিপ বর্মন, দপ্তর সম্পাদক পদে সাগর সরকার ও আল মাহমুদ প্রিন্স, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক পদে মিলন হোসেন ও মোঃ হেলাল মোল্লা এবং নির্বাহী সদস্য পদে নেয়ামুল হোসেন কচি, শেখ লিয়াকত হোসেন, উত্তম কুমার সরকার, মোঃ হুমায়ুন কবির, আলমগীর হান্নান, মোঃ হাসানুর রহমান তানজির ও এসএম কামাল হোসেন।
খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান কেইউজে সাবেক সভাপতি মুন্সী মাহবুব আলম সোহাগ জানান, কেইউজের আহবায়ক কমিটির সভায় তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। গঠনতন্ত্রের নির্দেশনানুযায়ী নির্বাচন পরিচালনা কমিটি গত গত ৮ জুন নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী ১২ জুন ১১টি পদের বিপরীতে ২৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এরপর ১৪ জুন বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহারের সময় নির্ধারিত ছিল। এ সময়ে কেউই মনোনয়ন পত্র প্রত্যাহার করেননি। এরপর রাত ৮টায় নির্বাচন পরিচালনা কমিটি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন। এ সময় কমিশনের সদস্য হেদায়েত হোসেন মোল্লা ও হাসান আল মামুনসহ উভয় প্যানেলের প্রার্থী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। আগামী ২৯ জুন দ্বিবার্ষিক এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০২২ সালের নির্বাচনে ফারুক-রিয়াজ পরিষদ বিজয়ী হলেও দুই বছরের মেয়াদ শেষে নতুন নির্বাচন করতে না পারায় সাধারণ সদস্যরা গঠনতন্ত্র মোতাবেক ১০ শতাংশ সদস্যের আহবানে কেইউজের বিশেষ সাধারণ সভায় সাবেক সভাপতি এসএম জাহিদ হোসেনকে আহবায়ক করে ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটির নেতৃত্বে এ দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ##