১২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কেউ চিনেনা

###   কেউ চিনেনা কেউ মানেনা কেউ রাখেনা খোঁজ,
এমন করেই কাটছে আমার ঘুম আসেনা রোজ,
বলার কথা বলছি সোজা কেউ ধরনা ঘোঁচ,
আমার বেলায় এমন কেন কপাল পোড়া মুখ,
আয়রে আয় প্রানের বেদিতে নাচতে বেজায় সুখ,
সুখের তোরে ভাসিয়ে দিলেম সকল মনের দুখ,
আয়রে আয় সোনার মনেরা শুনে যা আমার শোক,
সোনার মনেরা জানুক কেবল অন্যেরা পাক লোপ,

সুদ্ধি বিচার হয়নি যাহার সোনার মন নয়রে তাহার,
মানিনা যারে দেখিনা তারে হয়নি ইচ্ছে ওপথ মারার,
চাইনে ভিক্ষা নেইনি দিক্ষা এসো মায়াবি যত ধরার,
নাহয় আমি হলেম কোন তাতি কিংবা কামার কুমার,
কেউনা চিনুক কেউনা মানুক কেউনা রাখুক খোঁজ,
এমন করেই কাটুক আমার ঘুম না আসুক রোজ।##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik adhumati

জনপ্রিয়

সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মতবিনিময় সভা দু’গ্রুপের হাতাহাতিতে ভন্ডুল

কেউ চিনেনা

প্রকাশিত সময় : ০৩:৩২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

###   কেউ চিনেনা কেউ মানেনা কেউ রাখেনা খোঁজ,
এমন করেই কাটছে আমার ঘুম আসেনা রোজ,
বলার কথা বলছি সোজা কেউ ধরনা ঘোঁচ,
আমার বেলায় এমন কেন কপাল পোড়া মুখ,
আয়রে আয় প্রানের বেদিতে নাচতে বেজায় সুখ,
সুখের তোরে ভাসিয়ে দিলেম সকল মনের দুখ,
আয়রে আয় সোনার মনেরা শুনে যা আমার শোক,
সোনার মনেরা জানুক কেবল অন্যেরা পাক লোপ,

সুদ্ধি বিচার হয়নি যাহার সোনার মন নয়রে তাহার,
মানিনা যারে দেখিনা তারে হয়নি ইচ্ছে ওপথ মারার,
চাইনে ভিক্ষা নেইনি দিক্ষা এসো মায়াবি যত ধরার,
নাহয় আমি হলেম কোন তাতি কিংবা কামার কুমার,
কেউনা চিনুক কেউনা মানুক কেউনা রাখুক খোঁজ,
এমন করেই কাটুক আমার ঘুম না আসুক রোজ।##