১২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

কেসিসিতে ‘ডিজিটাল সার্ভে ফাইন্ডিংস’ বিষয়ে প্রকল্প কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত

  • মধুমতি ডেক্স :
  • প্রকাশিত সময় : ০৮:৩৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
  • ৮ পড়েছেন

####

খুলনা মহানগরীতে বাস্তবায়নাধীন ‘এশিয়া রিজিলিয়েন্ট সিটিস’ প্রকল্প কর্তৃক ‘ডিজিটাল সার্ভে ফাইন্ডিংস’ বিষয়ে কেসিসি কর্মকর্তাদের সাথে প্রকল্প কর্মকর্তাদের এক সভা মঙ্গলবার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম। এইএসএআইডি’র অর্থায়নে খুলনা সিটি কর্পোরেশন ও ব্রাক যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে মহানগরীতে প্রকল্পটি বাস্তবায়ন করছে। ওয়ার্ড অফিসসমূহে ডিজিটাল সেবা কেন্দ্র মূল্যায়ন ফলাফল শেয়ারিং ও যৌথ কর্ম-পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতির বক্তৃতায় প্রধান নির্বাহী কর্মকর্তা কেসিসিকে একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে বলেন, নগরবাসীকে উন্নত সেবা প্রদানে কেসিসি কর্তৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ। এ জন্য সকল কর্মকর্তা কর্মচারীকে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। অনলাইন সেবা চালু না হওয়া পর্যন্ত প্রত্যেক ওয়ার্ড অফিসে ম্যানুয়াল পদ্ধতিতে সেবাদান কার্যক্রম চালু রাখার বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। প্রকল্প পরিচালনার লক্ষ্যে খুলনা সিটি কর্পোশেনের সকল ওয়ার্ড অফিসে ডিজিটাল সেবা কেন্দ্র স্থাপনের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ সমাপ্ত হয়েছে এবং ওয়ার্ড অফিসসমূহে চাহিত কম্পিউটার সরবরাহের বিষয়ে গুরুত্ব বিবেচনায় পর্যায়ক্রমে সকল ওয়ার্ডে কম্পিউটার সরবরাহ করা হবে বলে সভায় জানানো হয়।

সভায় কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা সানজিদা বেগম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, রাজস্ব কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা এস এম আব্দুল ওয়াদুদ, কঞ্জারভেন্সী অফিসার মো: অহিদুজ্জামান খান, আর্কিটেক্ট রেজবিনা খানম, আইটি ম্যানেজার শেখ হাসান হাসিবুল হক, ভেটেরিনারী সার্জন ড. পেরু গোপাল বিশ^াস, প্রশাসনিক কর্মকর্তা মোল্যা মারুফ রশীদ, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, জনসংযোগ কর্মকর্তা এম এ মাজেদ, কালেক্টর অব ট্যাক্সেস তপন কুমার নন্দী, প্রকল্প প্রধান ফারহানা আফরোজ, প্রকল্পের সিটি অফিসার গাজী গোলাম মোহাম্মদ, কানসালট্যান্ট জিরারুর রহমান, গবেষণা ও মনিটরিং অফিসার উৎপল কুমার দাসসহ ৩১টি ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

মোংলায় জোরপূর্বক ক্রয়কৃত জমি দখলের অভিযোগ

কেসিসিতে ‘ডিজিটাল সার্ভে ফাইন্ডিংস’ বিষয়ে প্রকল্প কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত

প্রকাশিত সময় : ০৮:৩৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

####

খুলনা মহানগরীতে বাস্তবায়নাধীন ‘এশিয়া রিজিলিয়েন্ট সিটিস’ প্রকল্প কর্তৃক ‘ডিজিটাল সার্ভে ফাইন্ডিংস’ বিষয়ে কেসিসি কর্মকর্তাদের সাথে প্রকল্প কর্মকর্তাদের এক সভা মঙ্গলবার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম। এইএসএআইডি’র অর্থায়নে খুলনা সিটি কর্পোরেশন ও ব্রাক যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে মহানগরীতে প্রকল্পটি বাস্তবায়ন করছে। ওয়ার্ড অফিসসমূহে ডিজিটাল সেবা কেন্দ্র মূল্যায়ন ফলাফল শেয়ারিং ও যৌথ কর্ম-পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতির বক্তৃতায় প্রধান নির্বাহী কর্মকর্তা কেসিসিকে একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে বলেন, নগরবাসীকে উন্নত সেবা প্রদানে কেসিসি কর্তৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ। এ জন্য সকল কর্মকর্তা কর্মচারীকে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। অনলাইন সেবা চালু না হওয়া পর্যন্ত প্রত্যেক ওয়ার্ড অফিসে ম্যানুয়াল পদ্ধতিতে সেবাদান কার্যক্রম চালু রাখার বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। প্রকল্প পরিচালনার লক্ষ্যে খুলনা সিটি কর্পোশেনের সকল ওয়ার্ড অফিসে ডিজিটাল সেবা কেন্দ্র স্থাপনের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ সমাপ্ত হয়েছে এবং ওয়ার্ড অফিসসমূহে চাহিত কম্পিউটার সরবরাহের বিষয়ে গুরুত্ব বিবেচনায় পর্যায়ক্রমে সকল ওয়ার্ডে কম্পিউটার সরবরাহ করা হবে বলে সভায় জানানো হয়।

সভায় কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা সানজিদা বেগম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, রাজস্ব কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা এস এম আব্দুল ওয়াদুদ, কঞ্জারভেন্সী অফিসার মো: অহিদুজ্জামান খান, আর্কিটেক্ট রেজবিনা খানম, আইটি ম্যানেজার শেখ হাসান হাসিবুল হক, ভেটেরিনারী সার্জন ড. পেরু গোপাল বিশ^াস, প্রশাসনিক কর্মকর্তা মোল্যা মারুফ রশীদ, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, জনসংযোগ কর্মকর্তা এম এ মাজেদ, কালেক্টর অব ট্যাক্সেস তপন কুমার নন্দী, প্রকল্প প্রধান ফারহানা আফরোজ, প্রকল্পের সিটি অফিসার গাজী গোলাম মোহাম্মদ, কানসালট্যান্ট জিরারুর রহমান, গবেষণা ও মনিটরিং অফিসার উৎপল কুমার দাসসহ ৩১টি ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।