####
খুলনা মেডিকেল কলেজ(খুমেক) হাসপাতালে বৃহষ্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় বরিশালের উজিরপুরের বিউটি বেগম নামে আরও একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এরআগে গত ৩নভেম্বর খুমেক হাসপাতালে মো. সাইফুর রহমান ও বেসরকারি সিটি মেডিকেল কলে হাসপাতালে খুবির সহকারী গ্রন্থাগারিক এস.এম আনোয়ার হোসেনের স্ত্রী সাফিনা খানম মৃত্যুবরণ করেন। এ নিয়ে গত জানুয়ারী থেকে নভেম্বর র্পযন্ত খুলনা বিভাগে ১০জেলাসহ দুই সরকারি হাসপাতালে মোট মৃত্যু হয়েছে ২১ জনের। একই সময়ে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৬হাজার ২২৩ জন। বিভাগের ৯ জেলায় ও দুটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল মিলে একদিনে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১৪১ জন। বৃহষ্পতিবার পাওয়া স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালকের ডেঙ্গু রোগী শনাক্ত ও মৃত্যুর প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ডেঙ্গু রোগী আশংকাজনক হারে বৃদ্ধি পাওয়ায় নগরবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে।
ডেঙ্গু প্রতিবেদনে উল্লেখ করা হয়. গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে ৯ জেলায় ও দুটি সরকারি হাসপাতাল মিলে নতুন করে ১৪১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এদিন সর্বোচ্চ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে খুলনায় ৪৪ জন। এছাড়া বাগেরহাটে ৩ জন, সাতক্ষীরায় ৬ জন, যশোরে ২২ জন, ঝিনাইদহে ১৬ জন, মাগুরায় ৫ জন, নড়াইলে ৭ জন, কুষ্টিয়ায় ১৮ জন ও মেহেরপুরে ৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদিকে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজে ১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। চলতি বছরের ১০মাসে খুলনা বিভাগে মোট ৬ হাজার ২২৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। চলতি বছরে ডেঙ্গু রোগী ভর্তির মধ্যে খুলনায় ১৮৩০ জন, বাগেরহাটে ৮৩ জন, সাতক্ষীরায় ১৪৮ জন, যশোরে ৯১৫ জন, ঝিনাইদহ ৪০৩ জন, মাগুরায় ২০৭ জন, নড়াইলে ৪৮৯ জন, কুষ্টিয়ায় ৬৬৮ জন. চুয়াড্ঙ্গায় ১২২ জন, মেহেরপুরে ৪৯৯ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৪৩ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৭৬৫ জন ভর্তি হয়েছেন। বর্তমানে খুলনা বিভাগে সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৪১৬ জন। রেফার্ড করা হয়েছে ৮৮ জনকে।
প্রতিবেদনে বরা হয়, গত জানুয়ারী থেকে ৬নভেম্বর র্পযন্ত খুলনা বিভাগের ১০জেলায় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২১ জনের। এরমধ্যে খুমেক হাসপাতালসহ খুলনায় চিকিৎসাধীন অবস্থায় ১৫ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার ভোরে খুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বরিশালের উজিরপুরের বিউটি বেগম নামে একজনের মৃত্যু হয়। এছাড়া যশোরে ৩ জন, ঝিনাইদহ ১ জন এবং কুষ্টিয়ায় দুইজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডাক্তার সুহাস রঞ্জন হালদার জানান, চলতি বছরে এ পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৭৬৫জন। এ সময়ে মোট মৃত্যু হয় ১৩ জনের। বুধবার সকাল ৯টা থেকে গত ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১৮ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে যান ০৭ জন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে ১৩৬ জন।
নগরীর বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, গত একদিনে এই হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ জন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ১৪ জন। এ পর্যন্ত ডেঙ্গু রোগীর চিকিৎসা প্রদান করা হয় ১৩১ জনকে। এর মধ্যে গত ২৯ অক্টোবর একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। এদিকে, আদ-দ্বিন মেডিকেল কলেজ হাসপাতালে গত একদিনে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৫ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে ১৭ জন। এ পর্যন্ত ডেঙ্গু রোগীর চিকিৎসা দেওয়া হয়েছে ১৭৪ জনকে।
খুলনা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত একদিনে খুলনার ৯উপজেলা ও মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৪৪ জন। এ সময়ে চিকিৎসাধীন অবস্থায় বরিশালের উজিরপুরের বিউটি বেগম নামে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। এরআগে ৩নভেম্বর খুলনার সাফিনা খানমও ১বাগেরহাট জেলার ষাটগম্বুজ এলাকায় আবুল কালাম (৫৩) নামে আরেক জনের মৃত্যু হয়। খুলনার সিভিল র্সাজন মো: শফিকুল ইসলাম বলেন, চলতি বছরের জানুয়ারী থেকে নভেম্বর পর্যন্ত খুলনায় জেলা-উপজেলার সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১হাজার ৮২৮ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ জনের। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে ৭৪ জন। ##