১২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
মহানগরীতে সুধী সমাবেশ ও ওয়ার্ড সম্মেলনের সিদ্ধান্ত :

খুলনায় দল গোছাতে এবার ৩১দফা নিয়ে মাঠে নামছে বিএনপি

####

খুলনায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র মেরামতের ৩১দফা সাধারণ মানুষের মাঝে তুলে ধরে দল গোছাতে মাঠে নামছে মহানগর বিএনপি। এই লক্ষ্যে খুলনা মহানগরীর ৩১টি ওয়ার্ড ও সংলগ্ন ৩টি ইউনিয়নে মোট ৩৪টি সুধী সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে তারা। এসব সুধী সমাবেশে দলীয় নেতাদের পাশাপাশি খুলনা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও সমমনা সামাজিক এবং সুশীল সমাজের প্রতিনিধিদেরকেও সম্পৃক্ত করা হবে। যারা বিএনপির প্রস্তাবিত ৩১দফা বিষয়ে জনগনের মধ্যে বিশ্লেষণ ও উপযোগীতা তুলে ধরে বর্ণনা করবেন। একই সময়ে প্রজেক্টরের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক দেয় রাষ্ট্র মেরামত ও সংস্কারের বক্তব্য জনগণের মাঝে তুলে ধরারও উদ্যোগ নিয়েছে বিএনপি। এছাড়া খুলনা মহানগরীর যে সকল ওয়ার্ডে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর সম্মেলন বাকি আছে সেসব ওয়ার্ডেগুলোতে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব গঠনের সিদ্ধান্ত নিয়েছে। শনিবার(৭ সেপ্টেম্বর) দুপুরে নগরীর কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে মহানগর বিএনপির বিশেষ জরুরী সভায় এসব সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। সভায় মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা সভাপতিত্ব করেন। সভা থেকে নগরীতে ৩৪টি সুধী সমাবেশ সফল করতে মহানগর বিএনপির যুগ্মআহবায়ক কাজী মাহমুদ আলী ও চৌধুরী হাসানুর রশিদ মিরাজকে সমন্বয়কের দায়িত্ব প্রদান করা হয়। এছাড়া আন্দোলন সংগ্রামের মূল শক্তি দলীয় ছাত্র সংগঠনকে সুসংগঠিত করতে কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ভিত্তিক ছাত্রদলকে ঐক্যবদ্ধ ও সংগঠিত করার জন্য মহানগর বিএনপি যুগ্মআহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মাসুদ পারভেজ বাবু ও শেখ সাদীকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

সভায় বিএনপি নেতারা বলেন, অপকর্মের সঙ্গে জড়িত, দলের ভাবমূর্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে শুধু সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নয়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়ার নির্দেশ প্রদান করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিগত ১৬ বছরে নেতাকর্মীর আত্মত্যাগ, আগস্টে হাজারো ছাত্র-জনতার আত্মত্যাগ কিছু ব্যক্তির অপকর্মের জন্য প্রশ্নবিদ্ধ হতে পারে না। তারা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি মহল নৈরাজ্য ও সহিংসতা সৃষ্টির পায়তারা করছে। যে কোনো মূল্যে সম্প্রীতি রক্ষা, লুটপাট, চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধসহ শান্তিশৃঙ্খলা বজায় রাখতে হবে। নগরীতে যাদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ তাদের মধ্যে পদধারী নেতা নেই। বেশিরভাগই দল থেকে পদত্যাগী, হাইব্রিড এবং দলে অনুপ্রবেশকারী। এরা দলের নাম ভাঙিয়ে অপকর্মে জড়িয়ে বিএনপির ভাবমূর্তি-সুনাম ক্ষুন্ন করছে। এসব ব্যাপারে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকতে আহবান জানান নেতৃবৃন্দ।

মহানগর বিএনপির বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ফকরুল আলম, স.ম.আ. রহমান, বেগম রেহেনা ঈসা, অ্যাড. নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া,  বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদি, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, কে এম হুমায়ূন কবির, শেখ জাহিদুল ইসলাম, মোঃ মুরশিদ কামাল, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, শেখ ইমাম হোসেন,  অ্যাড. চৌধুরী তৌহিদুর রহমান তুষার, নাজমুল হুদা চৌধুরী সাগর, একরামুল কবীর মিল্টন, অ্যাড. মোহাম্মদ আলী বাবুসহ নেতৃবৃন্দ। ##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মতবিনিময় সভা দু’গ্রুপের হাতাহাতিতে ভন্ডুল

মহানগরীতে সুধী সমাবেশ ও ওয়ার্ড সম্মেলনের সিদ্ধান্ত :

খুলনায় দল গোছাতে এবার ৩১দফা নিয়ে মাঠে নামছে বিএনপি

প্রকাশিত সময় : ০৭:৫৩:৪২ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪

####

খুলনায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র মেরামতের ৩১দফা সাধারণ মানুষের মাঝে তুলে ধরে দল গোছাতে মাঠে নামছে মহানগর বিএনপি। এই লক্ষ্যে খুলনা মহানগরীর ৩১টি ওয়ার্ড ও সংলগ্ন ৩টি ইউনিয়নে মোট ৩৪টি সুধী সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে তারা। এসব সুধী সমাবেশে দলীয় নেতাদের পাশাপাশি খুলনা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও সমমনা সামাজিক এবং সুশীল সমাজের প্রতিনিধিদেরকেও সম্পৃক্ত করা হবে। যারা বিএনপির প্রস্তাবিত ৩১দফা বিষয়ে জনগনের মধ্যে বিশ্লেষণ ও উপযোগীতা তুলে ধরে বর্ণনা করবেন। একই সময়ে প্রজেক্টরের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক দেয় রাষ্ট্র মেরামত ও সংস্কারের বক্তব্য জনগণের মাঝে তুলে ধরারও উদ্যোগ নিয়েছে বিএনপি। এছাড়া খুলনা মহানগরীর যে সকল ওয়ার্ডে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর সম্মেলন বাকি আছে সেসব ওয়ার্ডেগুলোতে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব গঠনের সিদ্ধান্ত নিয়েছে। শনিবার(৭ সেপ্টেম্বর) দুপুরে নগরীর কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে মহানগর বিএনপির বিশেষ জরুরী সভায় এসব সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। সভায় মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা সভাপতিত্ব করেন। সভা থেকে নগরীতে ৩৪টি সুধী সমাবেশ সফল করতে মহানগর বিএনপির যুগ্মআহবায়ক কাজী মাহমুদ আলী ও চৌধুরী হাসানুর রশিদ মিরাজকে সমন্বয়কের দায়িত্ব প্রদান করা হয়। এছাড়া আন্দোলন সংগ্রামের মূল শক্তি দলীয় ছাত্র সংগঠনকে সুসংগঠিত করতে কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ভিত্তিক ছাত্রদলকে ঐক্যবদ্ধ ও সংগঠিত করার জন্য মহানগর বিএনপি যুগ্মআহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মাসুদ পারভেজ বাবু ও শেখ সাদীকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

সভায় বিএনপি নেতারা বলেন, অপকর্মের সঙ্গে জড়িত, দলের ভাবমূর্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে শুধু সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নয়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়ার নির্দেশ প্রদান করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিগত ১৬ বছরে নেতাকর্মীর আত্মত্যাগ, আগস্টে হাজারো ছাত্র-জনতার আত্মত্যাগ কিছু ব্যক্তির অপকর্মের জন্য প্রশ্নবিদ্ধ হতে পারে না। তারা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি মহল নৈরাজ্য ও সহিংসতা সৃষ্টির পায়তারা করছে। যে কোনো মূল্যে সম্প্রীতি রক্ষা, লুটপাট, চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধসহ শান্তিশৃঙ্খলা বজায় রাখতে হবে। নগরীতে যাদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ তাদের মধ্যে পদধারী নেতা নেই। বেশিরভাগই দল থেকে পদত্যাগী, হাইব্রিড এবং দলে অনুপ্রবেশকারী। এরা দলের নাম ভাঙিয়ে অপকর্মে জড়িয়ে বিএনপির ভাবমূর্তি-সুনাম ক্ষুন্ন করছে। এসব ব্যাপারে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকতে আহবান জানান নেতৃবৃন্দ।

মহানগর বিএনপির বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ফকরুল আলম, স.ম.আ. রহমান, বেগম রেহেনা ঈসা, অ্যাড. নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া,  বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদি, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, কে এম হুমায়ূন কবির, শেখ জাহিদুল ইসলাম, মোঃ মুরশিদ কামাল, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, শেখ ইমাম হোসেন,  অ্যাড. চৌধুরী তৌহিদুর রহমান তুষার, নাজমুল হুদা চৌধুরী সাগর, একরামুল কবীর মিল্টন, অ্যাড. মোহাম্মদ আলী বাবুসহ নেতৃবৃন্দ। ##