০১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় নিহত পুলিশ সদস্য সুমনকে র্গাড অব অনার প্রদান

####

খুলনায় গতকাল শুক্রবার আন্দোলনকারী দুষ্কৃতকারীদের বেপরোয়া মারপিটে নিহত পুলিশ কনস্টেবল সুমন কুমার ঘরামীকে রাষ্ট্রীয় রীতিতে গার্ড অব অনার প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে কেএমপি’র বয়রাস্থ পুলিশ লাইন্সে এ গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হকসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ কনস্টেবল সুমন কুমার ঘরামীর মৃতদেহে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে ধর্মীয় রীতি অনুযায়ী শেষ কৃত্য সম্পাদনের জন্য তার পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হওয়ায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ(আইজিপি)’র পক্ষ থেকে ১০লাখ টাকা এবং কেএমপি’র কমিশনারের পক্ষ থেকে একলাখ টাকা সুমনের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

এ সময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার(এ্যাডমিন এন্ড ফিন্যান্স) সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছাঃ তাসলিমা খাতুনসহ নিহত সুমনের পিতা-মাতা, পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজন, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় পুলিশ কমিশনার সাংবাদিকদের জানান, গতকাল শুক্রবার খুলনায় কোটা বিরোধী চলমান আন্দোলনের সময় দায়িত্ব পালনকালে মহানগরীর গল্লামারী এলাকায় অনুপ্রবেশকারী দুষ্কৃতকারী ও তাদের দোসররা নির্মমভাবে পিটিয়ে হত্যা করে কেএমপি’র কনস্টেবল সুমন কুমার ঘরামীকে। এটি খুলনার জন্য একটি হৃদয় বিদারক ও দু:খজনক ঘটনা। এ ঘটনায় লবনচরা থানায় একটি মামলা হয়েছে। ঘটনার তদন্ত করে জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। ##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মতবিনিময় সভা দু’গ্রুপের হাতাহাতিতে ভন্ডুল

খুলনায় নিহত পুলিশ সদস্য সুমনকে র্গাড অব অনার প্রদান

প্রকাশিত সময় : ০৭:০৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪

####

খুলনায় গতকাল শুক্রবার আন্দোলনকারী দুষ্কৃতকারীদের বেপরোয়া মারপিটে নিহত পুলিশ কনস্টেবল সুমন কুমার ঘরামীকে রাষ্ট্রীয় রীতিতে গার্ড অব অনার প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে কেএমপি’র বয়রাস্থ পুলিশ লাইন্সে এ গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হকসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ কনস্টেবল সুমন কুমার ঘরামীর মৃতদেহে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে ধর্মীয় রীতি অনুযায়ী শেষ কৃত্য সম্পাদনের জন্য তার পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হওয়ায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ(আইজিপি)’র পক্ষ থেকে ১০লাখ টাকা এবং কেএমপি’র কমিশনারের পক্ষ থেকে একলাখ টাকা সুমনের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

এ সময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার(এ্যাডমিন এন্ড ফিন্যান্স) সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছাঃ তাসলিমা খাতুনসহ নিহত সুমনের পিতা-মাতা, পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজন, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় পুলিশ কমিশনার সাংবাদিকদের জানান, গতকাল শুক্রবার খুলনায় কোটা বিরোধী চলমান আন্দোলনের সময় দায়িত্ব পালনকালে মহানগরীর গল্লামারী এলাকায় অনুপ্রবেশকারী দুষ্কৃতকারী ও তাদের দোসররা নির্মমভাবে পিটিয়ে হত্যা করে কেএমপি’র কনস্টেবল সুমন কুমার ঘরামীকে। এটি খুলনার জন্য একটি হৃদয় বিদারক ও দু:খজনক ঘটনা। এ ঘটনায় লবনচরা থানায় একটি মামলা হয়েছে। ঘটনার তদন্ত করে জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। ##