১২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী, সতর্ক থাকার আহবান

####

খুলনায় প্রতিদিনই ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী বাড়ছে। ইতিমধ্যেই বৃষ্টি শুরু হওয়ায় ডেঙ্গুতে আক্রানএতর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করছে স্বাস্থ্য বিভাগ। খুলনার সিভিল সার্জন ডাঃ শেখ শফিকুল ইসলাম ডেঙ্গু নিয়ে এ আশংকার কথা জানিয়েছেন।এজন্য নগরবাসীসহ সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন তিনি। মঙ্গলবার দুপুরে খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় তিনি উদ্বেগ ও আহবান জানান। এ সময় তিনি বলেন, খুলনায় প্রতিদিন দুই-চারজন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে। মহানগরীর বাইরে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার দুই জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী ভর্তি আছেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশা ও এর প্রজননের ক্ষেত্র ধ্বংস করতে না পারলে ডেঙ্গুতে আক্রান্তের হার নিয়ন্ত্রনের বাইরে চলে যেতে পারে। তিনি আরও বলেন, বর্তমানে খুলনা জেলার সরকারি হাসপাতালগুলোয় জলাতঙ্ক প্রতিরোধী র‌্যাবিস ভ্যাকসিনেরও কিছুটা সংকট রয়েছে। জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে উন্নয়ন সমন্বয় কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

সবায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) তানভীর আহমদ জানান, জুন মাসে জেলায় মামলা হয়েছে একশত ৫০টি এবং একটি ওয়ান শুটারগান, চার কেজি গাঁজা ও একশত ২৮পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়া ট্রাফিক পুলিশের মাধ্যমে জরিমানা আদায় হয়েছে ১৪ লাখ ৬৪ হাজার পাঁচশত ৫০টাকা। তিনি আরও জানান, কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীলতা  সৃষ্টি করা হচ্ছে। সবাইকে সচেতন হয়ে দেশের আইন মেনে চলা এবং সন্তানদের দিকে অভিভাবকদের নজর রাখতে আহবান জানান। খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার(খুলনা জোন) গোপীনাথ কানজিলাল সভায় জানান, কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার অংশ হিসেবে খুলনায় উত্তেজনা তৈরির চেষ্টা করা হলেও মেট্রোপলিটন পুলিশ শান্তিপূর্ণভাবে বিষয়গুলো সমাধান করেছে।
জেলা প্রশাসক বলেন, কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দেশে উশৃঙ্খল পরিস্থিতি ও নাশকতামূলক কর্মকান্ড ঘটানোর অপচেষ্টা চলছে। এঘটনা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহারের সময় সকলকে আরও বিবেচক হতে হবে। সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিতে উপযুক্ত ব্যবস্থা রাখতে হবে। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ নাজমুল হুসেইন খাঁন, উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মতবিনিময় সভা দু’গ্রুপের হাতাহাতিতে ভন্ডুল

খুলনায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী, সতর্ক থাকার আহবান

প্রকাশিত সময় : ০৭:১২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪

####

খুলনায় প্রতিদিনই ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী বাড়ছে। ইতিমধ্যেই বৃষ্টি শুরু হওয়ায় ডেঙ্গুতে আক্রানএতর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করছে স্বাস্থ্য বিভাগ। খুলনার সিভিল সার্জন ডাঃ শেখ শফিকুল ইসলাম ডেঙ্গু নিয়ে এ আশংকার কথা জানিয়েছেন।এজন্য নগরবাসীসহ সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন তিনি। মঙ্গলবার দুপুরে খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় তিনি উদ্বেগ ও আহবান জানান। এ সময় তিনি বলেন, খুলনায় প্রতিদিন দুই-চারজন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে। মহানগরীর বাইরে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার দুই জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী ভর্তি আছেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশা ও এর প্রজননের ক্ষেত্র ধ্বংস করতে না পারলে ডেঙ্গুতে আক্রান্তের হার নিয়ন্ত্রনের বাইরে চলে যেতে পারে। তিনি আরও বলেন, বর্তমানে খুলনা জেলার সরকারি হাসপাতালগুলোয় জলাতঙ্ক প্রতিরোধী র‌্যাবিস ভ্যাকসিনেরও কিছুটা সংকট রয়েছে। জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে উন্নয়ন সমন্বয় কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

সবায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) তানভীর আহমদ জানান, জুন মাসে জেলায় মামলা হয়েছে একশত ৫০টি এবং একটি ওয়ান শুটারগান, চার কেজি গাঁজা ও একশত ২৮পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়া ট্রাফিক পুলিশের মাধ্যমে জরিমানা আদায় হয়েছে ১৪ লাখ ৬৪ হাজার পাঁচশত ৫০টাকা। তিনি আরও জানান, কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীলতা  সৃষ্টি করা হচ্ছে। সবাইকে সচেতন হয়ে দেশের আইন মেনে চলা এবং সন্তানদের দিকে অভিভাবকদের নজর রাখতে আহবান জানান। খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার(খুলনা জোন) গোপীনাথ কানজিলাল সভায় জানান, কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার অংশ হিসেবে খুলনায় উত্তেজনা তৈরির চেষ্টা করা হলেও মেট্রোপলিটন পুলিশ শান্তিপূর্ণভাবে বিষয়গুলো সমাধান করেছে।
জেলা প্রশাসক বলেন, কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দেশে উশৃঙ্খল পরিস্থিতি ও নাশকতামূলক কর্মকান্ড ঘটানোর অপচেষ্টা চলছে। এঘটনা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহারের সময় সকলকে আরও বিবেচক হতে হবে। সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিতে উপযুক্ত ব্যবস্থা রাখতে হবে। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ নাজমুল হুসেইন খাঁন, উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ##