০৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথ‌মিক বিদ‌্যালয় ফুটবল টুর্ণা‌মে‌ন্টে জেলা চ‌্যা‌ম্পিয়ন টি‌মকে সংবর্ধনা

####

খুলনায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথ‌মিক বিদ‌্যালয় ফুটবল টুর্ণা‌মে‌ন্টে  জেলা চ‌্যা‌ম্পিয়ন ‌কয়রার দেয়াড়া অন্তাবু‌নিয়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য় টি‌মের কৃ‌তি খে‌লোয়াড়‌দের সংবর্ধনা দেয়া হ‌য়ে‌ছে। দেয়াড়া প‌শ্চিমপাড়া একতা সংঘের উ‌দ্যো‌গে র‌বিবার (১৮ ফেব্রুয়া‌রি) বেলা ১১টায় এ সংবর্ধনা অনু‌ষ্ঠিত হয়। দেয়াড়া অন্তাবু‌নিয়া সরকারি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য় প্রাঙ্গ‌নে অনু‌ষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্তৃতা ক‌রেন মহারাজপুর ইউ‌নিয়‌ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ-আল মাহমুদ। আওয়ামী লী‌গের কে‌ন্দ্রিয় অর্থ ও প‌রিকল্পনা উপ-ক‌মি‌টির সদস‌্য মোঃ সাইফুল্লাহ আল মামু‌ন অনুষ্ঠা‌নের পৃষ্ঠ‌পোষকতা ক‌রেন।

সংগঠ‌নের প্রতিষ্ঠাতা সাংবা‌দিক ত‌রিকুল ইসলা‌মের সভাপ‌তি‌ত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রার সহকা‌রি উপজেলা শিক্ষা অ‌ফিসার মুহাঃ আনোয়ার হো‌সেন, বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন কয়রা উপ‌জেলা প্রেসক্লা‌বের সভাপ‌তি এসএম শ‌ফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সদর উদ্দীন আহ‌মেদ, ইউ‌পি সদস‌্য মোঃ আব্দুল মান্নান, বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক আনজিরা খাতুন, সংগঠনের সভাপতি এড. আবু বকর সিদ্দীক। অনুষ্ঠা‌নের পৃষ্ঠ‌পোষক সাইফুল্লাহ আল মামু‌নের প্রতি‌নি‌ধি সা‌বেক ছাত্রলীগ নেতা মোঃ ত‌রিকুল ইসলাম।

শিক্ষক মোঃ আবুল কালামের সঞ্চালনায় অন‌্যা‌ন্যের ম‌ধ্যে বক্তৃতা ক‌রেন বিদ‌্যাল‌য়ের ম‌্যা‌নে‌জিং ক‌মি‌টির সহ-সভাপ‌তি আবু বকর, সদস‌্য আল আ‌মিন, শিক্ষক মোঃ শামীম আক্তার, শরীফ খসরুজ্জামান, শিক্ষিকা পূ‌র্ণিমা গাইন, লিনা আফ‌রোজ, শার‌মিন খাতুন, আ‌রিফা খাতুন, সংগঠ‌নের সহ-সভাপ‌তি মোস্তা‌ফিজুর রহমান প্রমূখ। অনুষ্ঠা‌নে ১৭ জন কৃ‌তি খে‌লোয়াড়, দুই জন প্রশিক্ষক, টিম ম‌্যানেজার, প্রধান শিক্ষক ও বিদ‌্যাল‌য়ের সভাপ‌তি‌‌কে ক্রেষ্ট প্রদান করা হয়। এ সময় সংব‌র্ধিত খে‌লোয়াড়বৃন্দ,  এলাকার গণ‌্যমাণ‌্য ব‌্যক্তি, শিক্ষক, সংগঠ‌নের নেতৃবৃন্দসহ শিক্ষার্থীরা উপ‌স্থিত ছি‌লেন।

উ‌ল্লেখ‌্য, বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথ‌মিক বিদ‌্যালয় ফুটবল টুর্ণা‌মে‌ন্ট-২০২৩ এ দেয়াড়া অন্তাবু‌নিয়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয় খুলনা জেলা পর্যা‌য়ে চ‌্যা‌ম্পিয়ন হয়।##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ আটক -১ 

খুলনায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথ‌মিক বিদ‌্যালয় ফুটবল টুর্ণা‌মে‌ন্টে জেলা চ‌্যা‌ম্পিয়ন টি‌মকে সংবর্ধনা

প্রকাশিত সময় : ১২:২৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪

####

খুলনায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথ‌মিক বিদ‌্যালয় ফুটবল টুর্ণা‌মে‌ন্টে  জেলা চ‌্যা‌ম্পিয়ন ‌কয়রার দেয়াড়া অন্তাবু‌নিয়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য় টি‌মের কৃ‌তি খে‌লোয়াড়‌দের সংবর্ধনা দেয়া হ‌য়ে‌ছে। দেয়াড়া প‌শ্চিমপাড়া একতা সংঘের উ‌দ্যো‌গে র‌বিবার (১৮ ফেব্রুয়া‌রি) বেলা ১১টায় এ সংবর্ধনা অনু‌ষ্ঠিত হয়। দেয়াড়া অন্তাবু‌নিয়া সরকারি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য় প্রাঙ্গ‌নে অনু‌ষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্তৃতা ক‌রেন মহারাজপুর ইউ‌নিয়‌ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ-আল মাহমুদ। আওয়ামী লী‌গের কে‌ন্দ্রিয় অর্থ ও প‌রিকল্পনা উপ-ক‌মি‌টির সদস‌্য মোঃ সাইফুল্লাহ আল মামু‌ন অনুষ্ঠা‌নের পৃষ্ঠ‌পোষকতা ক‌রেন।

সংগঠ‌নের প্রতিষ্ঠাতা সাংবা‌দিক ত‌রিকুল ইসলা‌মের সভাপ‌তি‌ত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রার সহকা‌রি উপজেলা শিক্ষা অ‌ফিসার মুহাঃ আনোয়ার হো‌সেন, বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন কয়রা উপ‌জেলা প্রেসক্লা‌বের সভাপ‌তি এসএম শ‌ফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সদর উদ্দীন আহ‌মেদ, ইউ‌পি সদস‌্য মোঃ আব্দুল মান্নান, বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক আনজিরা খাতুন, সংগঠনের সভাপতি এড. আবু বকর সিদ্দীক। অনুষ্ঠা‌নের পৃষ্ঠ‌পোষক সাইফুল্লাহ আল মামু‌নের প্রতি‌নি‌ধি সা‌বেক ছাত্রলীগ নেতা মোঃ ত‌রিকুল ইসলাম।

শিক্ষক মোঃ আবুল কালামের সঞ্চালনায় অন‌্যা‌ন্যের ম‌ধ্যে বক্তৃতা ক‌রেন বিদ‌্যাল‌য়ের ম‌্যা‌নে‌জিং ক‌মি‌টির সহ-সভাপ‌তি আবু বকর, সদস‌্য আল আ‌মিন, শিক্ষক মোঃ শামীম আক্তার, শরীফ খসরুজ্জামান, শিক্ষিকা পূ‌র্ণিমা গাইন, লিনা আফ‌রোজ, শার‌মিন খাতুন, আ‌রিফা খাতুন, সংগঠ‌নের সহ-সভাপ‌তি মোস্তা‌ফিজুর রহমান প্রমূখ। অনুষ্ঠা‌নে ১৭ জন কৃ‌তি খে‌লোয়াড়, দুই জন প্রশিক্ষক, টিম ম‌্যানেজার, প্রধান শিক্ষক ও বিদ‌্যাল‌য়ের সভাপ‌তি‌‌কে ক্রেষ্ট প্রদান করা হয়। এ সময় সংব‌র্ধিত খে‌লোয়াড়বৃন্দ,  এলাকার গণ‌্যমাণ‌্য ব‌্যক্তি, শিক্ষক, সংগঠ‌নের নেতৃবৃন্দসহ শিক্ষার্থীরা উপ‌স্থিত ছি‌লেন।

উ‌ল্লেখ‌্য, বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথ‌মিক বিদ‌্যালয় ফুটবল টুর্ণা‌মে‌ন্ট-২০২৩ এ দেয়াড়া অন্তাবু‌নিয়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয় খুলনা জেলা পর্যা‌য়ে চ‌্যা‌ম্পিয়ন হয়।##