১২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় বৃষ্টিতে শহরের রাস্তা-ঘাট, বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান প্লাবিত, র্দূভোগে সাধারণ মানুষ

####

খুলনায় ভোররাত থেকে ভারী বৃষ্টিতে শহরের রাস্তাঘাট ডুবে গেছে। অনেক এলাকায় বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানেও পানি ঢুকে পড়েছে। এতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। শহরের নীচু এলাকার মানুসের বোগান্তি আরও চরমে পৌছেছে। রোববার (২৫ আগস্ট) ভোররাত থেকেই ভারী বৃষ্টিতে এ অবস্থার ‍সৃষ্টি হয়েছে। এরআগে, শনিবার রাতেও মাজারি থেকে ভারী বৃষ্টিপাত হয়।

খুলনা আবহাওয়া অধিদপ্তর জানায়, খুলনায় শনিবার দিবাগত রাত থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত ৯১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে নগরীর খালিশপুর, মুজগুন্নি মহাসড়ক, বাস্তহারা কলোনি, রায়েরমহল, কেডিএ এভিনিউ, সাতরাস্তা, রয়েল চত্বর, বাইতিপাড়া, মৌলভীপাড়া টিভি বাউন্ডারী রোড, পিটিআই মোড়, রূপসা, লবনচরা, শিপইর্য়াড, বারনগাতী, সোনাডাঙ্গাসহ বেশকিছু নিম্নাঞ্চল ডুবে গেছে।

বৃষ্টিতে সড়ক ডুবে যাওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় বিপাকে পড়েছেন শ্রমজীবী, স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। এছাড়া সড়কে যানবাহনের উপস্থিতি কম হওয়ায় দুর্ভোগে পড়েছেন দৈনন্দিন কাজে বের হওয়া নগরবাসী ও অফিসগামী যাত্রীরা।

রবিবার বিকেলে সরজমিনে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, নগরীর রয়েল মোড়, বাইতিপাড়া সড়ক, সাতরাস্তা, বড় মির্জাপুর, টুটপাড়া এলাকায় সড়ক তলিয়ে গেছে। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সড়ক তলিয়ে যাওয়ার কারণে যানবাহন নিয়ে দুর্ভোগে পড়েছেন চালকরা। অনেক গাড়ির ইঞ্জিনে পানি প্রবেশ করায় রাস্তায় বিকল হয়েছে। অনেককে গাড়ি ঠেলে নিয়ে যেতেও দেখা যায়। এছাড়া ফুটপাত দিয়েও অনেককে মটরসাইকেলসহ হালকা যানবাহন চালিয়ে যেতে দেখা যায়।

নগরীর বাইতিপাড়া এলাকায় ভ্যানচালক মো: ফারুক বলেন, ভোর থেকে ভারী বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে শহরের বেশীরভাগ রাস্তা ডুবে গেছে। ভ্যানভর্তি কাঠ নিয়ে আসছি। পানিতে ভ্যান চালাতে না পারায় ঠেলে নিয়ে যাচ্ছি। খুবই কষ্টের মধ্যে চলতে হচ্ছে।

নগরীর টুটপাড়া ছোট খালপাড় এলাকার বাসিন্দা মো. আমিরুল ইসলাম বলেন, বৃষ্টিতে পানিতে রাস্তাঘাট ডুবে যাওয়ায় আমরা বাসা থেকে রাস্তায় বের হতে পারছি না। অফিসের কাজেও যেতে পারছি না। ঘরে এক প্রকার আবদ্ধ হয়ে আছি

নগরীর ছোট বয়রা ও রায়েরমহল এলাকার বাসিন্দা রেজাউল ইসলাম, তাজুল ইসলাম বাপ্পী, আ: কাদেরসহ অনেকেই জানান, বৃষ্টিতে মুজগুন্নি, পুলিশ লাইন, রায়ের মহল, ছোট বয়রা, বাস্তহারা, সোনাডাঙ্গা-দৌলতপুর সড়কের মুজগুন্নি এলাকাসহ অনেক জায়গায় রাস্তা পানিতে ডুবে গেছে। সেই সঙ্গে বাসাবাড়িতেও পানি উঠেছে। চলাচলে যেমন অনেক দুর্ভোগে পড়তে হচ্ছে তেমনি বাসাবাড়িতেও থাকা খুবই দুরহ হয়ে গেছে।

খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় এমন বৃষ্টিপাত হচ্ছে। শনিবার দিবাগত রাত থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত খুলনায় ৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবার রাত থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩০ মিলিমিটার। আর সকাল ৬টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ অবস্থা চলমান থাকবে বলেও জানান তিনি। ##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মতবিনিময় সভা দু’গ্রুপের হাতাহাতিতে ভন্ডুল

খুলনায় বৃষ্টিতে শহরের রাস্তা-ঘাট, বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান প্লাবিত, র্দূভোগে সাধারণ মানুষ

প্রকাশিত সময় : ১১:১৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪

####

খুলনায় ভোররাত থেকে ভারী বৃষ্টিতে শহরের রাস্তাঘাট ডুবে গেছে। অনেক এলাকায় বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানেও পানি ঢুকে পড়েছে। এতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। শহরের নীচু এলাকার মানুসের বোগান্তি আরও চরমে পৌছেছে। রোববার (২৫ আগস্ট) ভোররাত থেকেই ভারী বৃষ্টিতে এ অবস্থার ‍সৃষ্টি হয়েছে। এরআগে, শনিবার রাতেও মাজারি থেকে ভারী বৃষ্টিপাত হয়।

খুলনা আবহাওয়া অধিদপ্তর জানায়, খুলনায় শনিবার দিবাগত রাত থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত ৯১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে নগরীর খালিশপুর, মুজগুন্নি মহাসড়ক, বাস্তহারা কলোনি, রায়েরমহল, কেডিএ এভিনিউ, সাতরাস্তা, রয়েল চত্বর, বাইতিপাড়া, মৌলভীপাড়া টিভি বাউন্ডারী রোড, পিটিআই মোড়, রূপসা, লবনচরা, শিপইর্য়াড, বারনগাতী, সোনাডাঙ্গাসহ বেশকিছু নিম্নাঞ্চল ডুবে গেছে।

বৃষ্টিতে সড়ক ডুবে যাওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় বিপাকে পড়েছেন শ্রমজীবী, স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। এছাড়া সড়কে যানবাহনের উপস্থিতি কম হওয়ায় দুর্ভোগে পড়েছেন দৈনন্দিন কাজে বের হওয়া নগরবাসী ও অফিসগামী যাত্রীরা।

রবিবার বিকেলে সরজমিনে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, নগরীর রয়েল মোড়, বাইতিপাড়া সড়ক, সাতরাস্তা, বড় মির্জাপুর, টুটপাড়া এলাকায় সড়ক তলিয়ে গেছে। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সড়ক তলিয়ে যাওয়ার কারণে যানবাহন নিয়ে দুর্ভোগে পড়েছেন চালকরা। অনেক গাড়ির ইঞ্জিনে পানি প্রবেশ করায় রাস্তায় বিকল হয়েছে। অনেককে গাড়ি ঠেলে নিয়ে যেতেও দেখা যায়। এছাড়া ফুটপাত দিয়েও অনেককে মটরসাইকেলসহ হালকা যানবাহন চালিয়ে যেতে দেখা যায়।

নগরীর বাইতিপাড়া এলাকায় ভ্যানচালক মো: ফারুক বলেন, ভোর থেকে ভারী বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে শহরের বেশীরভাগ রাস্তা ডুবে গেছে। ভ্যানভর্তি কাঠ নিয়ে আসছি। পানিতে ভ্যান চালাতে না পারায় ঠেলে নিয়ে যাচ্ছি। খুবই কষ্টের মধ্যে চলতে হচ্ছে।

নগরীর টুটপাড়া ছোট খালপাড় এলাকার বাসিন্দা মো. আমিরুল ইসলাম বলেন, বৃষ্টিতে পানিতে রাস্তাঘাট ডুবে যাওয়ায় আমরা বাসা থেকে রাস্তায় বের হতে পারছি না। অফিসের কাজেও যেতে পারছি না। ঘরে এক প্রকার আবদ্ধ হয়ে আছি

নগরীর ছোট বয়রা ও রায়েরমহল এলাকার বাসিন্দা রেজাউল ইসলাম, তাজুল ইসলাম বাপ্পী, আ: কাদেরসহ অনেকেই জানান, বৃষ্টিতে মুজগুন্নি, পুলিশ লাইন, রায়ের মহল, ছোট বয়রা, বাস্তহারা, সোনাডাঙ্গা-দৌলতপুর সড়কের মুজগুন্নি এলাকাসহ অনেক জায়গায় রাস্তা পানিতে ডুবে গেছে। সেই সঙ্গে বাসাবাড়িতেও পানি উঠেছে। চলাচলে যেমন অনেক দুর্ভোগে পড়তে হচ্ছে তেমনি বাসাবাড়িতেও থাকা খুবই দুরহ হয়ে গেছে।

খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় এমন বৃষ্টিপাত হচ্ছে। শনিবার দিবাগত রাত থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত খুলনায় ৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবার রাত থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩০ মিলিমিটার। আর সকাল ৬টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ অবস্থা চলমান থাকবে বলেও জানান তিনি। ##