####
খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, ৭১’ সালে গোটা জাতি যখন স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুত, যখন রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্তহীনতায় দেশের মানুষ দিশেহারা ঠিক সেই মুহুর্তে ২৬শে মার্চ মেজর জিয়ার কালুরঘাট বেতার কেন্দ্রে স্বাধীনতার ঘোষনা জাতিকে স্বাধীনতা যুদ্ধের অভয়মন্ত্রে উজ্জীবিত করেছিলো। বর্তমান সরকারের দমনমুলক শাসন শোষনের যাঁতাকলে মানুষের প্রাণ হয় ওষ্ঠাগত, দেশ আজ একদলীয় শাসনের নিষ্ঠূর কবলে পড়ে পিষ্ট হচ্ছে। শনিবার (১৮ মে) বেলা ১১টায় বিএনপি কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ এর কালজয়ী দর্শনের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রুপকার, সফল রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এঁর ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের বিএনপি ও অঙ্গ দলের যৌথ সভায় বক্তারা এসব কথা বলেন।
মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে ও মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ফখরুল আলম, স. ম. আ. রহমান, বেগম রেহেনা ঈসা, কাজী মাহমুদ আলী, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, কে এম হুমায়ুন কবীর (ভিপি হুমায়ুন), মুর্শিদ কামাল, মোল্লা ফরিদ আহমেদ, সাজ্জাদ আহসান পরাগ, আবু সাঈদ হাওলাদার আব্বাস, সাহিনুল ইসলাম পাখি, রুবায়েত হোসেন বাবু, বিপ্লবুর রহমান কুদ্দুস, এ্যাড. চৌধুরী তৌহিদুর রহমান তুষার, একরামুল হক মিল্টন, জহর মীর, নাজির উদ্দিন নান্নু, আহসান উল্লাহ বুলবুল, এ্যাড. মোঃ আলী বাবু, শেখ জামাল উদ্দিন, আফসার উদ্দিন, নাসির খান, আব্দুস সালাম, আব্দুর রহমান ডিনো, জাহিদ হোসেন, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আজিজা খানম এলিজা, রিয়াজ সাহেদ, আক্তারুজ্জামান সজিব তালুকদার, ইস্তিয়াক আহমেদ ইসতি, ইঞ্জি. নুরুল ইসলাম বাচ্চু, আবু সাঈদ শেখ, জাকির ইকবাল বাপ্পি, আদনান ইসলাম দীপ, মহিলা দলের নিঘাত সীমা, শাহনাজ সরোয়ার, এড. জাহানারা পরভীন, রেশমি আক্তার, ছাত্রদলের সৈয়দ ইমরান, মাজহারুল রাসেল, আরিফ মোল্লা তুর্য, নাজের মাহমুদ নিবির, কৃষকদলের গাজী গিয়্সা উদ্দিন প্রমূখ।
সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ৪দিনে কর্মসূচি গ্রহন করেছে খুলনা মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন। কর্মসুচির মধ্যে রয়েছে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, দুস্থদের মাঝে খাবার বিতরণ, আলোচনা সভা, বইমেলা, রক্তদান কর্মসুচি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা। #