০৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় স্বেচ্ছাসেবী সংগঠন দলিত সংস্থার ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠিত

###    খুলনার ডুমুরিয়ায় স্বেচ্চাসেবী সংগঠন দলিত সংস্থার ২৫বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার চুকনগরে অবস্থিত দলিত হাসপাতাল প্রাঙ্গনে রজত জয়ন্তী উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ। এদিন সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়ানোর মাধ্যমে রজত জয়ন্তী উৎসবের উদ্বোধন করেন দলিত সংস্থার নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে দলিত সংস্থার অগ্রযাত্রায় ২৫ বছরের কার্যক্রমকে তুলে ধরেন নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস। তারই পাশাপাশি তিনি মাদার ডোনার ইটালি থেকে আগত সকল অতিথিদের শুভেচ্ছা ও সহযোগীতার জন্য ধন্যবাদ জানান। জেভেরিয়ান সোসাইটি থেকে ফাদার লুইজি পাজ্জি ড. বাবা সাহেব আম্বেদকরের ৪ টি স্তম্ভের কথা তুলে ধরেন। যা এই দলিত সম্প্রদায়ের মানুষকে সমানের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা প্রদান করবে।এ সময় খুলনা ধর্মপ্রদেশের বিশপ রাইট রেভারেন্ড জেমস রমেন বৈরাগী এছাড়া ফাদার মিম্মো, খুলনা বিশ^বিদ্যালয় থেকে আইন বিভাগের সদ্য এম.এ পাশকৃত দলিত শিক্ষা প্রকল্পের কৃতি শিক্ষার্থী পুষ্পমালা দাস দলিতের ২৫ বছর পূর্তিতে দলিত সংস্থার অবদান তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি নারায়ন চন্দ্র চন্দ বলেন, দলিত সংস্থার কার্যক্রম সম্পর্কে তিনি আরো আগে থেকে অবগত আছেন। তিনি নিজে একজন শিক্ষক ছিলেন এবং দলিতরে শিক্ষা কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করেন। তিনি বলেন বর্ণ-বৈষম্য এবং নিজেদের অধিকারের জন্য মানুষ সংগ্রাম করে যাচ্ছে এবং দলিত সংস্থাকে আরো বেশি করে কাজ করতে হবে এই ছিন্নমূল জনগোষ্ঠীর জন্য। এছাড়া দলিতদের উন্নয়ন কাজে তিনি সার্বিক সহায়তা প্রদান করবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন।
রজত জয়ন্তী অনুষ্ঠানে ফাদার আন্তনিও জারমানো দাস, ফাদার ডমেনিক হালদার, রিকার্ডো, পিয়োত্র মারিয়ানি, লিজেত্তা বিয়াঙ্কি, ফাদার বিপ্লব, ফাদার রকি গমেজ, সুদূর ইটালি থেকে আগত ৪জন চিকিৎসক, অ্যাডভোকেসী স্পেশালিস্ট ইফ্ফাত জেরিন, পরিত্রানের নির্বাহী পরিচালক মিলন কুমার দাস, খুলনা সম্প্রীতি ফোরামের সভাপতি মিসেস সিলভী হারুন, নিবার্হী কমিটির সদস্য গোলাপীসহ দলিত সংস্থার সকল পর্যায়ের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। ##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik adhumati

জনপ্রিয়

কেএমপি’র ০২ পুলিশ সদস্য জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত

খুলনায় স্বেচ্ছাসেবী সংগঠন দলিত সংস্থার ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত সময় : ০৯:১৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩

###    খুলনার ডুমুরিয়ায় স্বেচ্চাসেবী সংগঠন দলিত সংস্থার ২৫বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার চুকনগরে অবস্থিত দলিত হাসপাতাল প্রাঙ্গনে রজত জয়ন্তী উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ। এদিন সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়ানোর মাধ্যমে রজত জয়ন্তী উৎসবের উদ্বোধন করেন দলিত সংস্থার নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে দলিত সংস্থার অগ্রযাত্রায় ২৫ বছরের কার্যক্রমকে তুলে ধরেন নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস। তারই পাশাপাশি তিনি মাদার ডোনার ইটালি থেকে আগত সকল অতিথিদের শুভেচ্ছা ও সহযোগীতার জন্য ধন্যবাদ জানান। জেভেরিয়ান সোসাইটি থেকে ফাদার লুইজি পাজ্জি ড. বাবা সাহেব আম্বেদকরের ৪ টি স্তম্ভের কথা তুলে ধরেন। যা এই দলিত সম্প্রদায়ের মানুষকে সমানের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা প্রদান করবে।এ সময় খুলনা ধর্মপ্রদেশের বিশপ রাইট রেভারেন্ড জেমস রমেন বৈরাগী এছাড়া ফাদার মিম্মো, খুলনা বিশ^বিদ্যালয় থেকে আইন বিভাগের সদ্য এম.এ পাশকৃত দলিত শিক্ষা প্রকল্পের কৃতি শিক্ষার্থী পুষ্পমালা দাস দলিতের ২৫ বছর পূর্তিতে দলিত সংস্থার অবদান তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি নারায়ন চন্দ্র চন্দ বলেন, দলিত সংস্থার কার্যক্রম সম্পর্কে তিনি আরো আগে থেকে অবগত আছেন। তিনি নিজে একজন শিক্ষক ছিলেন এবং দলিতরে শিক্ষা কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করেন। তিনি বলেন বর্ণ-বৈষম্য এবং নিজেদের অধিকারের জন্য মানুষ সংগ্রাম করে যাচ্ছে এবং দলিত সংস্থাকে আরো বেশি করে কাজ করতে হবে এই ছিন্নমূল জনগোষ্ঠীর জন্য। এছাড়া দলিতদের উন্নয়ন কাজে তিনি সার্বিক সহায়তা প্রদান করবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন।
রজত জয়ন্তী অনুষ্ঠানে ফাদার আন্তনিও জারমানো দাস, ফাদার ডমেনিক হালদার, রিকার্ডো, পিয়োত্র মারিয়ানি, লিজেত্তা বিয়াঙ্কি, ফাদার বিপ্লব, ফাদার রকি গমেজ, সুদূর ইটালি থেকে আগত ৪জন চিকিৎসক, অ্যাডভোকেসী স্পেশালিস্ট ইফ্ফাত জেরিন, পরিত্রানের নির্বাহী পরিচালক মিলন কুমার দাস, খুলনা সম্প্রীতি ফোরামের সভাপতি মিসেস সিলভী হারুন, নিবার্হী কমিটির সদস্য গোলাপীসহ দলিত সংস্থার সকল পর্যায়ের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। ##