### বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেছেন, আমাদের জাতীয় কবি কাজি নজরুল ইসলামের ভাষায় ‘মানুষ করে তোলাই শিক্ষা’। এখন মানুষ বা ভালো মানুষ বলতে আমরা কী বুঝি? ভালো মানুষ হলো ‘যে কখনই কারো কোনো ক্ষতি করে না, সকলের প্রতি সহমর্মিতার মানসিকতা পোষণ করে এবং তার ওপর অর্পিত পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় যে কোনো দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে।’ আমাদের সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের। এ বিষয়ে শিক্ষকদের ভূমিকা অত্যান্ত গুরুত্বপূর্ণ। তাই ‘ভালো মানুষ গড়া’ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ও পবিত্র দায়িত্ব হওয়া উচিত। এই লক্ষ্য অর্জনের জন্য লেখাপড়া, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডের পাশাপাশি শিক্ষা কার্যক্রমে সুপরিকল্পিত নৈতিকতা শিক্ষা ও ধর্মীয় অনুশীলন অত্যন্ত জরুরি। কেননা আজকের শিক্ষার্থীরা আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে।শিক্ষিত জনগোষ্ঠি তৈরীর পাশাপাশি, অবকাঠামোগত উন্নয়নে কাজ করছে সরকার। শিক্ষার মান বৃদ্ধি ও গুনগত, মান সম্মত পরিবেশ গড়ার লক্ষে আমরা ব্যাপক পরিকল্পনা গ্রহন করেছি। ইতোমধ্যে নগরীতে ১০টি হাইস্কুলে ৬তলা বিশিষ্ট ভবন নির্মানও ৩টি মাদ্রাসায় ৪তলা বিশিষ্ট ভবন নির্মাণ, ১৪ টি স্কুলে উদ্ধমুখী সম্প্রসারণ, বিদ্যালয় সংস্কার বাবদ ১০ লক্ষ টাকা করে ৩০ টি বিদ্যালয়ে ৩ কোটি টাকা দেওয়া হয়েছে । ৪টি সরকারি স্কুলে ও ৩টি সরকারি কলেজে ১০তলা ভবন নির্মান কাজ শুরু হয়েছে যা খুব দ্রুতই সম্পন্ন হবে। আজ হ্যানে রেলওয়ে স্কুলের সীমানা প্রাচির উদ্বোধন করা হচ্ছে। এভাবেই ব্যপক অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে শিক্ষাখ্যাতে, ফলে বৃদ্ধি পাচ্ছে শিক্ষার মান, তৈরী হচ্ছে শিক্ষিত জনগোষ্ঠি। যাদের হাত ধরে এগিয়ে যাবে দেশ এগিয়ে যাবে জাতি। ১’শ ১৩ বছরের পূরোনো এই হ্যানে রেলওয়ে মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নে যখন যা দরকার হয়েছে আমরা আমাদের সাধ্যমত সহযোগিতা করার চেষ্টা করেছি, আগামীতেও এ চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। রোববার নগরীর ঐতিহ্যবাহী হ্যানেরেলওয়ে মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মানের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ছাত্র ড. মোঃ সাঈদুর রহমানের সভাপতিত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুল্লার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কাজি আমিনুল হক, সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন, গাজী মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিক্ষানুরাগী ড. গাজী মিজানুর রহমান প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সদস্য তারিকুল আলম খান, নগর আওয়ামী লীগের সদস্য কাজী জাহিদ হোসেন, খুলনা মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ, জেলা যুবলীগের সভাপতি চৌধুরী রায়হান ফরিদ, মহানগর ছাত্রলীগের সভাপতি ও যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজন, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল, স্বেচ্ছাসেবক লীগ নেতা মাছুম বিল্লাহ, শ্রমিক লীগ নেতা, মো. সেলিম মুন্সি, শেখ আলাউদ্দিন আল আজাদ মিলন, বিশিষ্ট ব্যবসায়ি শরীফ আতিয়ার রহমান, এমদাদ খালাসি, যুবলীগ নেতা মো. মশিউর রহমান সুমন, সোনাডাঙ্গা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুম্মান আহম্মেদ, মো. মাসুম-উর রশীদ, মো. আমিরুল ইসলাম বাবু, মো. ইমরান হোসেন, শংকর কুন্ডু, উজ্জল মাহমুদসহ বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ, বর্তমান ও সাবেক শিক্ষার্থীবৃন্দ,ব্যবসায়ী নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্তারুজ্জামান খান, হ্যানে রেলওয়ে মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোনিয়া রহমান, নজরুল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আসমা খাতুন। মো. নাজমুল হক মুকুল, মো. ফারুক আহম্মেদ। ##
০৫:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
ঘোষণা
খুলনায় হ্যানে রেলওয়ে মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণী
- অফিস ডেক্স।।
- প্রকাশিত সময় : ০৭:৫৮:১২ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩
- ৫৩ পড়েছেন
Tag :
জনপ্রিয়