১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

খুলনার ডুমুরিয়ায় মার্চ মাসে মাদক বিরোধী অভিযান ১২টি মামলায় আটক ২২

###    খুলনার ডুমুরিয়া উপজেলায় পুলিশের মাসব্যাপি মাদক বিরোধী অভিযান কর্মসুচির আওতায় মোট ১৩ টি অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে ৬লিটার দেশীয় মদসহ উদ্ধার হয়েছে ১’শ ২৬পিচ ইয়াবা ও ৫’শ ৭০গ্রাম গাজা। এ ব্যাপারে ২২ জনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে  ১২টি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সুত্রে জানায়, চলতি মার্চ মাসের ৫ তারিখে উপজেলার উলা বাজার এলাকা থেকে ৫০ গ্রাম গাজাসহ আটক হয় মেজবাউল মাঝি (১৭) ও সুমন (১৫) নামের দুইজন। এরপর ৮ তারিখে উপজেলার শোভনা এলাকা থেকে ২০পিচ ইয়াবাসহ আটক হয় মুস্তাফিজুর রহমান গাজী (২৭), ফয়সাল খান (২৪) ও আলামিন খান (২৮)। মাসের ১৫ তারিখে আরাজি সাজিয়াড়া এলাকা থেকে ২’শ গ্রাম গাজাসহ আটক হয় আরিফুর রহমান শেখ (৩৫)। একই দিনে চর ডুমুরিয়া এলাকা থেকে ১’শ গ্রাম গাজাসহ ইয়াছিন মোড়ল (৩০) নামের আরও একজন আটক হয়। এরপর ১৭ তারিখে উপজেলার গুটুদিয়া এলাকা থেকে ১৫পিচ ইয়াবাসহ সিরাজুল ইসলাম (৪৬) আটক হয়। পরদিন ভোরে উপজেলার দুধ বাজার এলাকা থেকে ৬০পিচ ইয়াবাসহ আটক হয় সাইফুল ইসলাম (৩৫)। এছাড়া উপজেলার মিকশিমিল এলাকা থেকে ১১পিচ ইয়াবাসহ আটক হয় জান্নাতুল ফেরদৌস (২২)। পরদিন উপজেলার মাগুরাঘোনা এলাকা থেকে গাজাসহ আটক হয় তামিম মোড়ল (২২) ও সাগর শেখ (২২)। মাসের ২০ তারিখে ৬লিটার দেশীয় মদসহ আটক হয় ৪জন। তারা হল সুমন সরদার (২৪), আরাফাত গোলদার (২০), মেহেদী হাসান (১৯) ও সাদ্দাম হোসেন (২৮)। ২২মার্চ রাতে ৫০ গ্রাম গাজাসহ আটক হয় হাবিবুর হালদার (৩২)। ২৪ তারিখে উপজেলার আরাজি ডুমুরিয়া এলাকা থেকে ৭০গ্রাম গাজাসহ আটক হয় লিটু গাজী (২৬)। মাসের ২৬ তারিখে উপজেলার আন্দুলিয়া এলাকা থেকে ৫০ গ্রাম গাজাসহ আটক হয় জিএম শান্ত (১৯)। একই দিনে ২০পিচ ইয়াবাসহ গোলাম রসুল (৪০) নামের আরও একজন আটক হয়। সর্বশেষ গতকাল মঙ্গলবার দুপুরে আরও একটি অভিযানে ১’শ গ্রাম গাজাসহ দু’জন আটক হয়। তারা হল উপজেলার রাজাপুর গ্রামের মাসুদ সরদার (৩৫) ও ইমান মাঝি (২৫)।
এ প্রসঙ্গে ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া জানান, চলতি মার্চ মাসে ডুমুরিয়া থানা মাদক বিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এতে মোট ১২টি মামলা রুজু হয়েছে এবং সর্বশেষ অভিযানে উদ্ধার করা মাদক নিয়ে মামলার প্রস্তুতি চলছে। অভিযানে বেশ কিছু ইয়াবা ও গাজাসহ দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। আর এ অভিযান সামনের এপ্রিল মাসে আরও জোরদার করা হবে। ##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik adhumati

জনপ্রিয়

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ আটক -১ 

খুলনার ডুমুরিয়ায় মার্চ মাসে মাদক বিরোধী অভিযান ১২টি মামলায় আটক ২২

প্রকাশিত সময় : ০৭:৪৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩

###    খুলনার ডুমুরিয়া উপজেলায় পুলিশের মাসব্যাপি মাদক বিরোধী অভিযান কর্মসুচির আওতায় মোট ১৩ টি অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে ৬লিটার দেশীয় মদসহ উদ্ধার হয়েছে ১’শ ২৬পিচ ইয়াবা ও ৫’শ ৭০গ্রাম গাজা। এ ব্যাপারে ২২ জনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে  ১২টি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সুত্রে জানায়, চলতি মার্চ মাসের ৫ তারিখে উপজেলার উলা বাজার এলাকা থেকে ৫০ গ্রাম গাজাসহ আটক হয় মেজবাউল মাঝি (১৭) ও সুমন (১৫) নামের দুইজন। এরপর ৮ তারিখে উপজেলার শোভনা এলাকা থেকে ২০পিচ ইয়াবাসহ আটক হয় মুস্তাফিজুর রহমান গাজী (২৭), ফয়সাল খান (২৪) ও আলামিন খান (২৮)। মাসের ১৫ তারিখে আরাজি সাজিয়াড়া এলাকা থেকে ২’শ গ্রাম গাজাসহ আটক হয় আরিফুর রহমান শেখ (৩৫)। একই দিনে চর ডুমুরিয়া এলাকা থেকে ১’শ গ্রাম গাজাসহ ইয়াছিন মোড়ল (৩০) নামের আরও একজন আটক হয়। এরপর ১৭ তারিখে উপজেলার গুটুদিয়া এলাকা থেকে ১৫পিচ ইয়াবাসহ সিরাজুল ইসলাম (৪৬) আটক হয়। পরদিন ভোরে উপজেলার দুধ বাজার এলাকা থেকে ৬০পিচ ইয়াবাসহ আটক হয় সাইফুল ইসলাম (৩৫)। এছাড়া উপজেলার মিকশিমিল এলাকা থেকে ১১পিচ ইয়াবাসহ আটক হয় জান্নাতুল ফেরদৌস (২২)। পরদিন উপজেলার মাগুরাঘোনা এলাকা থেকে গাজাসহ আটক হয় তামিম মোড়ল (২২) ও সাগর শেখ (২২)। মাসের ২০ তারিখে ৬লিটার দেশীয় মদসহ আটক হয় ৪জন। তারা হল সুমন সরদার (২৪), আরাফাত গোলদার (২০), মেহেদী হাসান (১৯) ও সাদ্দাম হোসেন (২৮)। ২২মার্চ রাতে ৫০ গ্রাম গাজাসহ আটক হয় হাবিবুর হালদার (৩২)। ২৪ তারিখে উপজেলার আরাজি ডুমুরিয়া এলাকা থেকে ৭০গ্রাম গাজাসহ আটক হয় লিটু গাজী (২৬)। মাসের ২৬ তারিখে উপজেলার আন্দুলিয়া এলাকা থেকে ৫০ গ্রাম গাজাসহ আটক হয় জিএম শান্ত (১৯)। একই দিনে ২০পিচ ইয়াবাসহ গোলাম রসুল (৪০) নামের আরও একজন আটক হয়। সর্বশেষ গতকাল মঙ্গলবার দুপুরে আরও একটি অভিযানে ১’শ গ্রাম গাজাসহ দু’জন আটক হয়। তারা হল উপজেলার রাজাপুর গ্রামের মাসুদ সরদার (৩৫) ও ইমান মাঝি (২৫)।
এ প্রসঙ্গে ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া জানান, চলতি মার্চ মাসে ডুমুরিয়া থানা মাদক বিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এতে মোট ১২টি মামলা রুজু হয়েছে এবং সর্বশেষ অভিযানে উদ্ধার করা মাদক নিয়ে মামলার প্রস্তুতি চলছে। অভিযানে বেশ কিছু ইয়াবা ও গাজাসহ দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। আর এ অভিযান সামনের এপ্রিল মাসে আরও জোরদার করা হবে। ##