খুলনার তেরখাদা, ফুলতলা ও দিঘলিয়া উপজেলা নির্বাচনে ৩৮প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা নিবার্চনের দ্বিতীয় ধাপের রবিবার(২১ এপ্রিল) প্রার্থীরা অনলাইনে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।সোমবার নিবার্চনের রিটার্নিং কর্মকর্তা শামীম মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পযর্ন্ত অনলাইনে তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১৪জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে তেরখাদা উপজেলা চেয়ারম্যান পদে আলমগীর হোসেন, মো. সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু ও আবুল হাসান শেখ। ফুলতলা উপজেলায় শেখ আবিদ হোসেন, বিলকিছ আক্তার ধারা, শেখ আকরাম হোসেন, শেখ আকতার হোসেন, মো. সাব্বির হোসেন ও জুবাইদা খান সুরভী এবং দিঘলিয়া উপজেলায় মোল্লা আকরাম হোসেন, মো. মহিউদ্দীন মল্লিক, মো. জাকির হোসেন, গাজী মো. এনামুল হাচান মাসুম ও শেখ মারুফুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে তেরখাদা উপজেলায় মো. তবিবুর রহমান, বাবুল মিনা, এসএম ওবায়দুল্লাহ, মো, শরাফত হোসেন ও শেখ মো. আনিচুল হক, ফুলতলা উপজেলায় কেএম জিয়া হাসান তুহিন, আবু তাহের ও শেখ ইকবাল হোসেন এবং দিঘলিয়া উপজেলায় মো. বজলুর রহমান ফকির, মো. আলী রেজা, মো, আসুদুজ্জামান, ইমামুল ইসলাম, মো, ইনামুল শেখ, গোবিন্দ মন্ডল ও সৈয়দ জামিল মোরশেদ। অন্যদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে তেরখাদায় মলিনা খাতুন, পাখী রানী বিশ্বাস, শামীমা আক্তার ও আঞ্জুয়ারা সুমি, ফুলতলা উপজেলায় নাসরিন আক্তার, নাছিমা বেগম ও শেখ মমতাজ শিরীন, দিঘলিয়া উপজেলার রেক্সোনা আজম ও ফারজানা ফেরদৌস মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দ্বিতীয় ধাপের তফসিল অনুযায়ী, আগামী ২৩ এপ্রিল প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই, বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ২৪ থেকে ২৬ এপ্রিলের মধ্যে, আপিল নিষ্পত্তি হবে ২৭ থেকে ২৯ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৩০ এপ্রিল ও প্রতীক বরাদ্দ ০২মে এবং ভোট অনুষ্ঠিত হবে আগামী ২১ মে। ##
অফিস : ৬৯/৭০ কেসিসি সুপার মার্কেট ( ২য় তলা ) খুলনা সদর, খুলনা। প্রকাশক - সম্পাদক : সুনীল দাস বার্তা সম্পাদক : তরিকুল ইসলাম ডালিম চিফ রিপোর্টার : মোঃ নাঈমুজ্জামান শরীফ । যোগাযোগ : dainikmadhumati@gmail.com, newsdainikmadhumoti@gmail.com Office No : Editor : 01712680702 / 01912067948
© All rights reserved by www.dainikmadhumati.com (Established in 2022)