০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

খুলনার রূপসায় চিংড়িতে অপদ্রব্য পুশের দায়ে ৮জনকে জরিমানা, ৬০কেজি চিংড়ী উদ্ধার

  • অফিস ডেক্স।।
  • প্রকাশিত সময় : ০৮:৩৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
  • ৫৯ পড়েছেন

###    খুলনার রূপসায় অভিযান চালিয়ে চিংড়িতে ক্ষতিকর অপদ্রব্য পুশ করে ওজন বৃদ্ধি ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করে চিংড়ির রং আকর্ষনীয় করার অভিযোগে ০৮ব্যবসায়ীকে জরিমানা করেছে র‌্যাব। এ সময় ডিপো থেকে পুশকৃত ৬০কেজি চিংড়ীও উদ্ধার করা হয়েছে। বুধবার(৭ ডিসেম্বর) র‌্যাব-৬ খুলনার সদর কোম্পানির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদেরকে আটক করে। র‌্যাব জানায়, জেলার রূপসা থানাধীন রূপসা বাসস্ট্যান্ড এলাকায় কয়েকটি প্রতিষ্ঠানে কতিপয় অসাধু ব্যবসায়ী অবৈধভাবে চিংড়ি মাছে মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর অপদ্রব্য (জেলি) পুশ করছে। গোপনে এমন খবর পেয়ে র‌্যাব সদস্যরা অভিযান চালায়। এ সময় প্রতিষ্ঠান হতে জেলী পুশকৃত ৬০ কেজি চিংড়ি, অপদ্রব্য জেলী ৪৫ লিটার এবং অপদ্রব্য জেলী পুশ কাজে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়। পরে রূপসার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত অবৈধভাবে চিংড়ি মাছে অপদ্রব্য (জেলী) পুশ করার দায়ে ব্যবসায়ী রূপসার আবু আমির(৪২) ও মোঃ আব্দুল হাকিম(৩৭)কে পঁচিশ হাজার টাকা করে পঞ্চাশ হাজার টাকা, এছাড়া রূপসায় মোঃ রানা(২৯), মোঃ শামিম সিকদার(৩২), মোঃ শান্ত শেখ(২৭), মোঃ রাসেল সরদার(২৯), সুমন শেখ(২২), মোঃ ডালিম শেখ (৩৬)কে দশ হাজার টাকা করে ৬ জনকে ষাট হাজার টাকা সর্বমোট ১লাখ ১০হাজার টাকা জরিমানা প্রদান করে। পরে জব্দকৃত চিংড়ি মাছ, অপদ্রব্য (জেলি) ও অপদ্রব্য পুশ করার কাজে ব্যবহৃত সরঞ্জামাদি সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়। ##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

dainik madhumati

জনপ্রিয়

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ আটক -১ 

খুলনার রূপসায় চিংড়িতে অপদ্রব্য পুশের দায়ে ৮জনকে জরিমানা, ৬০কেজি চিংড়ী উদ্ধার

প্রকাশিত সময় : ০৮:৩৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২

###    খুলনার রূপসায় অভিযান চালিয়ে চিংড়িতে ক্ষতিকর অপদ্রব্য পুশ করে ওজন বৃদ্ধি ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করে চিংড়ির রং আকর্ষনীয় করার অভিযোগে ০৮ব্যবসায়ীকে জরিমানা করেছে র‌্যাব। এ সময় ডিপো থেকে পুশকৃত ৬০কেজি চিংড়ীও উদ্ধার করা হয়েছে। বুধবার(৭ ডিসেম্বর) র‌্যাব-৬ খুলনার সদর কোম্পানির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদেরকে আটক করে। র‌্যাব জানায়, জেলার রূপসা থানাধীন রূপসা বাসস্ট্যান্ড এলাকায় কয়েকটি প্রতিষ্ঠানে কতিপয় অসাধু ব্যবসায়ী অবৈধভাবে চিংড়ি মাছে মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর অপদ্রব্য (জেলি) পুশ করছে। গোপনে এমন খবর পেয়ে র‌্যাব সদস্যরা অভিযান চালায়। এ সময় প্রতিষ্ঠান হতে জেলী পুশকৃত ৬০ কেজি চিংড়ি, অপদ্রব্য জেলী ৪৫ লিটার এবং অপদ্রব্য জেলী পুশ কাজে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়। পরে রূপসার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত অবৈধভাবে চিংড়ি মাছে অপদ্রব্য (জেলী) পুশ করার দায়ে ব্যবসায়ী রূপসার আবু আমির(৪২) ও মোঃ আব্দুল হাকিম(৩৭)কে পঁচিশ হাজার টাকা করে পঞ্চাশ হাজার টাকা, এছাড়া রূপসায় মোঃ রানা(২৯), মোঃ শামিম সিকদার(৩২), মোঃ শান্ত শেখ(২৭), মোঃ রাসেল সরদার(২৯), সুমন শেখ(২২), মোঃ ডালিম শেখ (৩৬)কে দশ হাজার টাকা করে ৬ জনকে ষাট হাজার টাকা সর্বমোট ১লাখ ১০হাজার টাকা জরিমানা প্রদান করে। পরে জব্দকৃত চিংড়ি মাছ, অপদ্রব্য (জেলি) ও অপদ্রব্য পুশ করার কাজে ব্যবহৃত সরঞ্জামাদি সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়। ##