০৭:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় চিংড়িতে অপদ্রব্য জেলী পুশকৃত ৯০০কেজি চিংড়ি আটক, ১৫জনকে জরিমানা

###   খুলনায় বাড়ছে চিংড়িতে অপদ্রব্য জেলি পুশ করার ঘটনা। খুলনাঞ্চলের চিংড়ির সুনাম তাকলেও কিছু অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফার লোভে ক্ষতিকর অপদ্রব্য জেলি পুশ করে চিংড়ির ওজন বৃদ্ধি করছে। মৎস্য বিভাগ ও আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানের মধ্যেও এ প্রবনাতা থামছেই না। বুধবার খুলনার রূপসায় অভিযান চালিয়ে ৯০০কেজি জেলিপুশকৃত মাছ আটক ও ১৫জনকে জরিমানা করেছে র‌্যাব ও মৎস্য বিভাগ। র‌্যাব জানায়, র‌্যাব-৬ সদর কোম্পানির একটি টিম খুলনা মহানগরীর সদর থানাধীন রূপসা বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন মৎস্য আড়ৎগুলোতে কিছু অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করছে গোপনে এমন খবর পেয় রাতে রূপসার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় উক্ত মৎস্য আড়ৎ হতে অপদ্রব্য জেলী পুশকৃত ৯০০কেজি চিংড়ি জব্দ করা হয়। অবৈধভাবে চিংড়িতে অপদ্রব্য জেলী পুশ করার অভিযোগে ১৫জনকে আটক করা ঞয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে মেসার্স রাকিব ফিসের ম্যানেজার ইব্রাহিম শেখকে ০১ লক্ষ টাকা, এবং তার কর্মচারী ইমন মোল্লাকে ০৫হাজার টাকা, রবিউল ইসলাম জুয়েল,  রাসেল ব্যাপারী, নাজিম সরদার,  মোঃ মিরাজ, মোঃ আল আমিন ইসলাম, মোঃ রিপন হাওলাদার, মোঃ নাজমুল, বাবু হোসেন, মোঃ হাফিজুর রহমান, রনি মৃধা, মোঃ আলিফ, হানিফ হাওলাদার ও মোস্তাকিম হাওলাদার প্রত্যেককে ০৩হাজার টাকা করে সর্বমোট ০১ লক্ষ ৪৪হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকরা অপদ্রব্য পুশকৃত চিংড়ি ধ্বংস করা হয়।  ##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ আটক -১ 

খুলনায় চিংড়িতে অপদ্রব্য জেলী পুশকৃত ৯০০কেজি চিংড়ি আটক, ১৫জনকে জরিমানা

প্রকাশিত সময় : ০১:৩০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২

###   খুলনায় বাড়ছে চিংড়িতে অপদ্রব্য জেলি পুশ করার ঘটনা। খুলনাঞ্চলের চিংড়ির সুনাম তাকলেও কিছু অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফার লোভে ক্ষতিকর অপদ্রব্য জেলি পুশ করে চিংড়ির ওজন বৃদ্ধি করছে। মৎস্য বিভাগ ও আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানের মধ্যেও এ প্রবনাতা থামছেই না। বুধবার খুলনার রূপসায় অভিযান চালিয়ে ৯০০কেজি জেলিপুশকৃত মাছ আটক ও ১৫জনকে জরিমানা করেছে র‌্যাব ও মৎস্য বিভাগ। র‌্যাব জানায়, র‌্যাব-৬ সদর কোম্পানির একটি টিম খুলনা মহানগরীর সদর থানাধীন রূপসা বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন মৎস্য আড়ৎগুলোতে কিছু অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করছে গোপনে এমন খবর পেয় রাতে রূপসার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় উক্ত মৎস্য আড়ৎ হতে অপদ্রব্য জেলী পুশকৃত ৯০০কেজি চিংড়ি জব্দ করা হয়। অবৈধভাবে চিংড়িতে অপদ্রব্য জেলী পুশ করার অভিযোগে ১৫জনকে আটক করা ঞয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে মেসার্স রাকিব ফিসের ম্যানেজার ইব্রাহিম শেখকে ০১ লক্ষ টাকা, এবং তার কর্মচারী ইমন মোল্লাকে ০৫হাজার টাকা, রবিউল ইসলাম জুয়েল,  রাসেল ব্যাপারী, নাজিম সরদার,  মোঃ মিরাজ, মোঃ আল আমিন ইসলাম, মোঃ রিপন হাওলাদার, মোঃ নাজমুল, বাবু হোসেন, মোঃ হাফিজুর রহমান, রনি মৃধা, মোঃ আলিফ, হানিফ হাওলাদার ও মোস্তাকিম হাওলাদার প্রত্যেককে ০৩হাজার টাকা করে সর্বমোট ০১ লক্ষ ৪৪হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকরা অপদ্রব্য পুশকৃত চিংড়ি ধ্বংস করা হয়।  ##