১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা জেলা যুবলীগের উদ্যোগে মাসব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

####
খুলনা জেলা যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে শোকাবহ আগষ্টের প্রথম দিনে মাসব্যাপি বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন খুলনা জেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মাদ রায়হান ফরিদ। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, সকল কাজে বারো মাস, বর্ষাকালে লাগাই গাছ। বৃক্ষ নিধন বন্ধ করি, দুষণমুক্ত জীবন গড়ি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষরোপণ কর্মসূচিকে একটি আন্দোলনে পরিণত করেছেন। এ আন্দোলনটি পরিবেশ সুরক্ষায় দেশের ও বিশ্বের পরিপ্রেক্ষিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে তিনি শুধু দেশের নয়, বৈশ্বিক পরিবেশ সুরক্ষায় অনন্য নজির স্থাপন করেন। আরও বলেন, জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির  ফলে দেশের নিম্নাঞ্চল পানির নিচে তলিয়ে যাচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে এবং খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। এ অবস্থায়,পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ প্রতিটি নাগরিকের কমপক্ষে তিনটি করে  বৃক্ষরোপণের যে নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন  সকল রাজনৈতিক দল নেতা-কর্মী ও জনগণকে বৃক্ষ রোপনের সাথে সম্পৃক্ত হতে হবে।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জি. মাহফুজুর রহমান সোহাগ সভাপতির বক্তব্যে বলেন, বৃক্ষ রোপনের মাধ্যমে অতিরিক্ত গরম, খরা দুর করে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব। খুলনা জেলার ২টি পৌরসভা, ৯টি উপজেলার ৬৭টি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে খুলনা জেলা যুবলীগের নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে প্রতিটি ইউনিয়নে কমপক্ষে ৩শ করে ফলজ ও বনজ বৃক্ষ রোপনের নির্দেশ দেন। এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এ বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত করে ও এবং দলীয় এসব নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে দলকে আরো বেশি শক্তিশালী ও সু-সংগঠিত করার আহবান জানান।
গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় বটিয়াঘাটা উপজেলার সাচিবুনিয়া মোড়ে, আওয়ামী লীগ অফিস, স্থানীয় মসজিদ ও রাস্তার আই লেনে গাছের চারা রোপণ করার মাধ্যমে জেলা যুবলীগের বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্ভোধন করা হয়।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা এস এম মুসফিকুর রহমান সাগর, রেজাউল করিম রেজা, কবির আহমেদ মনা, আরাফাত হোসেন মিয়া, আমিনুল ইসলাম মনির, তাপস জোয়াদ্দার, বিএম মনির হোসেন, বিকাশ হালদার, রিয়াজুল ইসলাম রিপন, ফরিদ আহম্মেদ, অরিন্দম গোলদার, ফরহাদ বাবু, জুয়েল ইমাম, মো. আমিরুল ইসলাম বাবু, অশোক মন্ডল, মো. রফিকুল ইসলাম, তানভীর আহমেদ অপু, জিএম আতিকুর রহমান মন্টু,  মোর্শেদ রিয়াদ, সবুজ মন্ডল, নাঈম ফারহান, প্রভাত মন্ডল, মিরাজ তালুকদার, উদয় রায়, অনুপম মল্লিক, শিমুল শেখ, অলোক রায়, রাকিবুল হাসান, রিয়াজুল খান, এস এম সজিবুল হক, মো. বাবু, সাফিন হোসেন তুহিন,  সুমন শেখ, মিলন, আলী হোসেন সোহাগ, আজিম মামুনসহ প্রমুখ নেতৃবৃন্দ ও এলাকার মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ আটক -১ 

খুলনা জেলা যুবলীগের উদ্যোগে মাসব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

প্রকাশিত সময় : ১২:০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩

####
খুলনা জেলা যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে শোকাবহ আগষ্টের প্রথম দিনে মাসব্যাপি বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন খুলনা জেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মাদ রায়হান ফরিদ। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, সকল কাজে বারো মাস, বর্ষাকালে লাগাই গাছ। বৃক্ষ নিধন বন্ধ করি, দুষণমুক্ত জীবন গড়ি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষরোপণ কর্মসূচিকে একটি আন্দোলনে পরিণত করেছেন। এ আন্দোলনটি পরিবেশ সুরক্ষায় দেশের ও বিশ্বের পরিপ্রেক্ষিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে তিনি শুধু দেশের নয়, বৈশ্বিক পরিবেশ সুরক্ষায় অনন্য নজির স্থাপন করেন। আরও বলেন, জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির  ফলে দেশের নিম্নাঞ্চল পানির নিচে তলিয়ে যাচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে এবং খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। এ অবস্থায়,পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ প্রতিটি নাগরিকের কমপক্ষে তিনটি করে  বৃক্ষরোপণের যে নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন  সকল রাজনৈতিক দল নেতা-কর্মী ও জনগণকে বৃক্ষ রোপনের সাথে সম্পৃক্ত হতে হবে।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জি. মাহফুজুর রহমান সোহাগ সভাপতির বক্তব্যে বলেন, বৃক্ষ রোপনের মাধ্যমে অতিরিক্ত গরম, খরা দুর করে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব। খুলনা জেলার ২টি পৌরসভা, ৯টি উপজেলার ৬৭টি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে খুলনা জেলা যুবলীগের নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে প্রতিটি ইউনিয়নে কমপক্ষে ৩শ করে ফলজ ও বনজ বৃক্ষ রোপনের নির্দেশ দেন। এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এ বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত করে ও এবং দলীয় এসব নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে দলকে আরো বেশি শক্তিশালী ও সু-সংগঠিত করার আহবান জানান।
গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় বটিয়াঘাটা উপজেলার সাচিবুনিয়া মোড়ে, আওয়ামী লীগ অফিস, স্থানীয় মসজিদ ও রাস্তার আই লেনে গাছের চারা রোপণ করার মাধ্যমে জেলা যুবলীগের বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্ভোধন করা হয়।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা এস এম মুসফিকুর রহমান সাগর, রেজাউল করিম রেজা, কবির আহমেদ মনা, আরাফাত হোসেন মিয়া, আমিনুল ইসলাম মনির, তাপস জোয়াদ্দার, বিএম মনির হোসেন, বিকাশ হালদার, রিয়াজুল ইসলাম রিপন, ফরিদ আহম্মেদ, অরিন্দম গোলদার, ফরহাদ বাবু, জুয়েল ইমাম, মো. আমিরুল ইসলাম বাবু, অশোক মন্ডল, মো. রফিকুল ইসলাম, তানভীর আহমেদ অপু, জিএম আতিকুর রহমান মন্টু,  মোর্শেদ রিয়াদ, সবুজ মন্ডল, নাঈম ফারহান, প্রভাত মন্ডল, মিরাজ তালুকদার, উদয় রায়, অনুপম মল্লিক, শিমুল শেখ, অলোক রায়, রাকিবুল হাসান, রিয়াজুল খান, এস এম সজিবুল হক, মো. বাবু, সাফিন হোসেন তুহিন,  সুমন শেখ, মিলন, আলী হোসেন সোহাগ, আজিম মামুনসহ প্রমুখ নেতৃবৃন্দ ও এলাকার মুসল্লিগণ উপস্থিত ছিলেন।