১০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা মহানগরীতে প্রতিবন্ধী সহায়ক ট্রাফিক ব্যবস্থা চালুর দাবী

  • অফিস ডেক্স।।
  • প্রকাশিত সময় : ১১:০৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
  • ৪৪ পড়েছেন

###    খুলনা মহানগরীতে প্রতিবন্ধী সহায়ক ট্রাফিক ব্যবস্থা চালুর দাবীতে নিরাপদ সড়ক চাই(নিসচা) ও গ্রাসরুটস্ অর্গানাজেশন ফর টেকনোলজীক্যাল ইনিশিয়েটিভ (গতি)। শুক্রবার বিকেলে নগরীর ফিউচার ফ্লো আইটি ট্রেনিং সেন্টারে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র কেন্দ্রীয় কার্যকারী সদস্য ও খুলনা মহানগর শাখার সভাপতি এস এম ইকবাল হোসেন বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় এ দাবী জানানো হয়। গতি’র সমন্বয়কারী মো: রেজায়ান আশরাফের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিশিস্ট ব্যবসায়ী নিসচা নেতা খান হাফিজুর রহমান, মহানগর সাধারন সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, সহ-সাধারন সম্পাদক মো: রুহুল আমীন তালুকদার সোহাগ, শিক্ষিকা শামীমা নাসরিন লিপি,মো: আসলাম হোসেন, সাংবাদিক মো: সাইফুল ইসলাম, প্রতিবন্ধীদের মধ্যে মো: আরিফুল ইসলাম, রওশনয়ারা চৌধুরী, ইয়াসমিন নাহার, মো: জোবায়ের হোসেন, মো: ইমতিয়াজ, মো: সাদ্দাম হোসেন, শুভ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষা, কর্মসংস্থানসহ সকল প্রকার উন্নয়ন কর্মকান্ডে প্রতিবন্ধী ব্যক্তিরা অংশগ্রহন করতে পাওে না কেবল মাত্র যাতায়াত ব্যবস্থা তাদের অনুকূলে নয় বলে। শারীরিক প্রতিবন্ধকতার কারণে অনেক প্রতিবন্ধী ব্যক্তিই শিক্ষাগ্রহণ করতে গিয়ে বিপাকে পড়ে যায়। রাস্তায় চলাচলের ক্ষেত্রে ভোগান্তির শিকার হয় প্রতিবন্ধী ব্যক্তিরা। দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি বিশেষ করে যারা হুইলচেয়ার ও অন্যান্য সহায়ক উপকরণ ব্যবহার করে চলাচল করে তাদের ভোগান্তি আরও চরমে। এই সব প্রতিবন্ধী ব্যক্তির কথা আমরা কখনও ভাবি না। তাদের জন্য নেই কোন যাতায়াতের সু-ব্যবস্থা। দৃষ্টি প্রতিবন্ধীদের চলাচলের শহরের প্রধান প্রধান রাস্তা পারাপারের স্থানে শব্দ সংকেতের ব্যবস্থা করা জরুরী। ফুটপাত এবং সড়ক পারাপারে অবশ্যই প্রতিবন্ধীদের চলাচল সহায়ক ব্যবস্থা করতে হবে। আরো বলেন, শুধু সড়ক নয় রেল, নৌ পথেও প্রতিবন্ধীদের নিরাপদ যাতায়াত ব্যবস্থা করতে হবে। প্রতিবন্ধীদের নিরাপদ ও চলাচলে সহায়তা প্রদানকল্পে উপযুক্ত প্রতীক বা চিহ্ন উদ্ভাবন করাতে হবে। হুইল চেয়ার ব্যবহারকারী প্রতিবন্ধীদের যাতায়াতের সুবিধার্থে প্রযোজ্য স্থানে ঢালু ও বাকানো রাস্তা, সিঁড়ি ও র‌্যাম্প নির্মাণের সুযোগ সৃষ্টি করা। নগরীতে প্রতিবন্ধী ব্যক্তিদের যাতায়াত ব্যবস্থা সহজিকরণের লক্ষ্যে ট্রাফিক বিভাগ যে সকল পদক্ষেপ গ্রহণ করতে পারে -ব্যস্ততম স্থানে বিভিন্ন মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের ব্যাপারে জনগনকে সচেতন করা; প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের পথ-নির্দেশনা দেওয়া; দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি বিশেষ করে যারা হুইলচেয়ার ও অন্যান্য সহায়ক উপকরণ ব্যবহার করে চলাচল করে রাস্তা পারাপারের সময় ট্রাফিক পুলিশ যেন তাদের রাস্তা পার করার ব্যবস্থা করবেন। ##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik adhumati

জনপ্রিয়

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ আটক -১ 

খুলনা মহানগরীতে প্রতিবন্ধী সহায়ক ট্রাফিক ব্যবস্থা চালুর দাবী

প্রকাশিত সময় : ১১:০৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩

###    খুলনা মহানগরীতে প্রতিবন্ধী সহায়ক ট্রাফিক ব্যবস্থা চালুর দাবীতে নিরাপদ সড়ক চাই(নিসচা) ও গ্রাসরুটস্ অর্গানাজেশন ফর টেকনোলজীক্যাল ইনিশিয়েটিভ (গতি)। শুক্রবার বিকেলে নগরীর ফিউচার ফ্লো আইটি ট্রেনিং সেন্টারে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র কেন্দ্রীয় কার্যকারী সদস্য ও খুলনা মহানগর শাখার সভাপতি এস এম ইকবাল হোসেন বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় এ দাবী জানানো হয়। গতি’র সমন্বয়কারী মো: রেজায়ান আশরাফের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিশিস্ট ব্যবসায়ী নিসচা নেতা খান হাফিজুর রহমান, মহানগর সাধারন সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, সহ-সাধারন সম্পাদক মো: রুহুল আমীন তালুকদার সোহাগ, শিক্ষিকা শামীমা নাসরিন লিপি,মো: আসলাম হোসেন, সাংবাদিক মো: সাইফুল ইসলাম, প্রতিবন্ধীদের মধ্যে মো: আরিফুল ইসলাম, রওশনয়ারা চৌধুরী, ইয়াসমিন নাহার, মো: জোবায়ের হোসেন, মো: ইমতিয়াজ, মো: সাদ্দাম হোসেন, শুভ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষা, কর্মসংস্থানসহ সকল প্রকার উন্নয়ন কর্মকান্ডে প্রতিবন্ধী ব্যক্তিরা অংশগ্রহন করতে পাওে না কেবল মাত্র যাতায়াত ব্যবস্থা তাদের অনুকূলে নয় বলে। শারীরিক প্রতিবন্ধকতার কারণে অনেক প্রতিবন্ধী ব্যক্তিই শিক্ষাগ্রহণ করতে গিয়ে বিপাকে পড়ে যায়। রাস্তায় চলাচলের ক্ষেত্রে ভোগান্তির শিকার হয় প্রতিবন্ধী ব্যক্তিরা। দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি বিশেষ করে যারা হুইলচেয়ার ও অন্যান্য সহায়ক উপকরণ ব্যবহার করে চলাচল করে তাদের ভোগান্তি আরও চরমে। এই সব প্রতিবন্ধী ব্যক্তির কথা আমরা কখনও ভাবি না। তাদের জন্য নেই কোন যাতায়াতের সু-ব্যবস্থা। দৃষ্টি প্রতিবন্ধীদের চলাচলের শহরের প্রধান প্রধান রাস্তা পারাপারের স্থানে শব্দ সংকেতের ব্যবস্থা করা জরুরী। ফুটপাত এবং সড়ক পারাপারে অবশ্যই প্রতিবন্ধীদের চলাচল সহায়ক ব্যবস্থা করতে হবে। আরো বলেন, শুধু সড়ক নয় রেল, নৌ পথেও প্রতিবন্ধীদের নিরাপদ যাতায়াত ব্যবস্থা করতে হবে। প্রতিবন্ধীদের নিরাপদ ও চলাচলে সহায়তা প্রদানকল্পে উপযুক্ত প্রতীক বা চিহ্ন উদ্ভাবন করাতে হবে। হুইল চেয়ার ব্যবহারকারী প্রতিবন্ধীদের যাতায়াতের সুবিধার্থে প্রযোজ্য স্থানে ঢালু ও বাকানো রাস্তা, সিঁড়ি ও র‌্যাম্প নির্মাণের সুযোগ সৃষ্টি করা। নগরীতে প্রতিবন্ধী ব্যক্তিদের যাতায়াত ব্যবস্থা সহজিকরণের লক্ষ্যে ট্রাফিক বিভাগ যে সকল পদক্ষেপ গ্রহণ করতে পারে -ব্যস্ততম স্থানে বিভিন্ন মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের ব্যাপারে জনগনকে সচেতন করা; প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের পথ-নির্দেশনা দেওয়া; দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি বিশেষ করে যারা হুইলচেয়ার ও অন্যান্য সহায়ক উপকরণ ব্যবহার করে চলাচল করে রাস্তা পারাপারের সময় ট্রাফিক পুলিশ যেন তাদের রাস্তা পার করার ব্যবস্থা করবেন। ##