০৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর দ্বি-বার্ষিক নির্বাচনে সম্রাট-মহেন-জাহিদ প্যানেল বিজয়ী

####

খুলনা সাংবাদিক ইউনিয়ন(কেইউজে)-এর দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মো: সায়েদুজ্জামান সম্রাট, সাধারণ সম্পাদক পদে মহেন্দ্রনাথ সেন ও কোষাধ্যক্ষ পদে শেখ জাহিদুল ইসলামের নেতৃত্বে প্যানেল বিজয়ী হয়েছে। শনিবার(২৯ জুন) খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে ভোট গ্রহন শেষে কেইউজে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সাবেক সভাপতি মুন্সী মাহবুব আলম সোহাগ এ ফলাফল ঘোষনা করেন। ঘোষিত ফলাফলে সভাপতি পদে মোঃ সায়েদুজ্জামান সম্রাট ৫৯ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ারুল ইসলাম কাজল পেয়েছেন ০৩ ভোট। সাধারণ সম্পাদক পদে মহেন্দ্রনাথ সেন ৫৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিমল সাহা ৩ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে শেখ জাহিদুল ইসলাম ৫৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম দীলিপ বর্মন পেয়েছেন ০২ভোট। এছাড়া অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতির দুটি পদে কাজী শামীম আহমেদ ৫১ ও মোঃ আমিরুল ইসলাম ৫৫ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী এসএম নূর হাসান জনি ০৫ভোট ও শামীম আশরাফ শেলী কোন ভোট পাননি। যুগ্ম-সম্পাদক পদে এসএম মনিরুজ্জামান মনির ৫৬ভোট, তার নিকটতম এস এম ফরিদ রানা পেয়েছেন ০৩ভোট। দপ্তর সম্পাদক পদে সাগর সরকার ৫৫ভোট, তার নিকটতম আল মাহমুদ প্রিন্স ০৩ ভোট পেয়েছেন। প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক পদে মিলন হোসেন পেয়েছেন ৫৩ভোট, তার নিকটতম মোঃ হেলাল মোল্লা ০৫ভোট। এবং নির্বাহী সদস্যের তিনটি পদে নেয়ামুল হোসেন কচি ৫৮ভোট, শেখ লিয়াকত হোসেন ৫২ ও উত্তম কুমার সরকার ৫০ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হুমায়ুন কবির ০১, আলমগীর হান্নান ০৪, এসএম কামাল হোসেন ০১ ভোট। তবে প্রতিদ্বন্দ্বী মোঃ হাসানুর রহমান তানজির কোন ভোট পাননি। ফলাফল ঘোষনার পর বিজয়ী সম্রাট-মহেন-জাহিদ প্যানেলের সমর্থকরা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। কেইউজের র্নিবাচনে শনিবার সকাল ৯টা থেকে কোন বিরতী ছাড়াই দুপুর একটা পযন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। পরে ভোট গননা শেষে ফলাফল ঘোষনা করা হয়।  র্নিবাচনে ১২৬জন ভোটারের মধ্যে ৬৪জন ভোট প্রদান করেন।

ভোট দিতে আসা সাধারণ সদস্য তপু বিশ্বাষ জানান, একটি গনতান্ত্রিক ও গঠনতান্ত্রিক ইউনিয়ন গড়ার লক্ষে্য আমরা যোগ্য নেতা নির্বাচনে এসেছি। অপর সদস্য বাবুল আকতার জানান, সুন্দরভাবে ভোট প্রদান করেছি। কোন সমস্যা হয়নি। আশাকরি নির্বাচিত নতুন নেতৃত্ব বিগত দিনের সকল অনিয়মের গঠনতান্ত্রিক বিচার করবে।

এদিন সকালে কেইউজের ভোট গ্রহন র্কাযক্রম পরিদর্শনে আসেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেন, খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, মহানগর সিপিবির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেলসহ মহানগর বিএনপির নেতৃবৃন্দ। এ সময় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নির্বাচনের পরিবেশ সন্তোষজনক বলে বলেন, উৎসব মূখর পরিবেশে ভোট চলছে। আমরাচাই শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন হোক। নির্বাচনের মধ্যদিয়ে যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসুক।

এছাড়া খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরের প্রতিনিধি মো: শফিকুল ইসলাম ও মো: হাবিবুর রহমান, বিএফইউজে সহসভাপতি আফরোজা আক্তার ডিউ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনতোষ দত্ত, সাধারন সম্পাদক এইচ.আর. তুহিন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশিদুল ইসলাম বিপ্লব, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার পযবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। কেইউজের নির্বাচনে ১১টি পদের বিপরীতে  ২টি প্যানেলসহ ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে ভোট গ্রহনের তারিখের মাত্র দুইদিন আগে কাজল-বিমল-দীলিপ প্যানেল র্নিবাচন বর্জনের ঘোষনা দেয়।

এদিকে, সুষ্ঠু ও শান্তির্পূণভাবে কেইউজের ভোট গ্রহন ও র্নিবাচন সম্পন্ন হওয়ায় সাংবাদিক ইউনিযনের সদস্যবৃন্দ, প্রেসক্লাবের নেতৃবৃন্দ, পুলিশ ও প্রশাসনের করমকর্তাবৃন্দ ও র্নিবাচন পযবেক্ষনে আগত যশোর, কুষ্টিয়া ও বরিশাল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ, খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দকে সহযোগীতার জন্য ধন্যবাদ জানিয়েছেন র্নিবাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মুন্সী মাহবুব আলম সোহাগ।

উল্লেখ্য, ২০২২ সালের নির্বাচনে ফারুক-রিয়াজ পরিষদ বিজয়ী হলেও দুই বছরের মেয়াদ শেষে নতুন নির্বাচন করতে না পারায় সাধারণ সদস্যরা গঠনতন্ত্র মোতাবেক ১০ শতাংশ সদস্যের আহবানে কেইউজের বিশেষ সাধারণ সভায় সাবেক সভাপতি এসএম জাহিদ হোসেনকে আহবায়ক করে ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়। এই আহবায়ক কমিটির নেতৃত্বে দ্বিবার্ষিক নির্বাচনের জন্য সাবেক সভাপতি মুন্সী মাহবুব আলম সোহাগকে প্রধান করে তিন সদস্যের র্নিবাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। গঠনতন্ত্রের নির্দেশনানুযায়ী নির্বাচন পরিচালনা কমিটি গত ৮ জুন নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী ১২ জুন ১১টি পদের বিপরীতে ২৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন র্প্রাথীরা। ##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

গোপালগঞ্জে অপচিকিৎসায় রোগীর মৃত্যু, কথিত ডাক্তার আটক

খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর দ্বি-বার্ষিক নির্বাচনে সম্রাট-মহেন-জাহিদ প্যানেল বিজয়ী

প্রকাশিত সময় : ০৫:৫৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪

####

খুলনা সাংবাদিক ইউনিয়ন(কেইউজে)-এর দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মো: সায়েদুজ্জামান সম্রাট, সাধারণ সম্পাদক পদে মহেন্দ্রনাথ সেন ও কোষাধ্যক্ষ পদে শেখ জাহিদুল ইসলামের নেতৃত্বে প্যানেল বিজয়ী হয়েছে। শনিবার(২৯ জুন) খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে ভোট গ্রহন শেষে কেইউজে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সাবেক সভাপতি মুন্সী মাহবুব আলম সোহাগ এ ফলাফল ঘোষনা করেন। ঘোষিত ফলাফলে সভাপতি পদে মোঃ সায়েদুজ্জামান সম্রাট ৫৯ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ারুল ইসলাম কাজল পেয়েছেন ০৩ ভোট। সাধারণ সম্পাদক পদে মহেন্দ্রনাথ সেন ৫৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিমল সাহা ৩ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে শেখ জাহিদুল ইসলাম ৫৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম দীলিপ বর্মন পেয়েছেন ০২ভোট। এছাড়া অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতির দুটি পদে কাজী শামীম আহমেদ ৫১ ও মোঃ আমিরুল ইসলাম ৫৫ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী এসএম নূর হাসান জনি ০৫ভোট ও শামীম আশরাফ শেলী কোন ভোট পাননি। যুগ্ম-সম্পাদক পদে এসএম মনিরুজ্জামান মনির ৫৬ভোট, তার নিকটতম এস এম ফরিদ রানা পেয়েছেন ০৩ভোট। দপ্তর সম্পাদক পদে সাগর সরকার ৫৫ভোট, তার নিকটতম আল মাহমুদ প্রিন্স ০৩ ভোট পেয়েছেন। প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক পদে মিলন হোসেন পেয়েছেন ৫৩ভোট, তার নিকটতম মোঃ হেলাল মোল্লা ০৫ভোট। এবং নির্বাহী সদস্যের তিনটি পদে নেয়ামুল হোসেন কচি ৫৮ভোট, শেখ লিয়াকত হোসেন ৫২ ও উত্তম কুমার সরকার ৫০ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হুমায়ুন কবির ০১, আলমগীর হান্নান ০৪, এসএম কামাল হোসেন ০১ ভোট। তবে প্রতিদ্বন্দ্বী মোঃ হাসানুর রহমান তানজির কোন ভোট পাননি। ফলাফল ঘোষনার পর বিজয়ী সম্রাট-মহেন-জাহিদ প্যানেলের সমর্থকরা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। কেইউজের র্নিবাচনে শনিবার সকাল ৯টা থেকে কোন বিরতী ছাড়াই দুপুর একটা পযন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। পরে ভোট গননা শেষে ফলাফল ঘোষনা করা হয়।  র্নিবাচনে ১২৬জন ভোটারের মধ্যে ৬৪জন ভোট প্রদান করেন।

ভোট দিতে আসা সাধারণ সদস্য তপু বিশ্বাষ জানান, একটি গনতান্ত্রিক ও গঠনতান্ত্রিক ইউনিয়ন গড়ার লক্ষে্য আমরা যোগ্য নেতা নির্বাচনে এসেছি। অপর সদস্য বাবুল আকতার জানান, সুন্দরভাবে ভোট প্রদান করেছি। কোন সমস্যা হয়নি। আশাকরি নির্বাচিত নতুন নেতৃত্ব বিগত দিনের সকল অনিয়মের গঠনতান্ত্রিক বিচার করবে।

এদিন সকালে কেইউজের ভোট গ্রহন র্কাযক্রম পরিদর্শনে আসেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেন, খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, মহানগর সিপিবির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেলসহ মহানগর বিএনপির নেতৃবৃন্দ। এ সময় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নির্বাচনের পরিবেশ সন্তোষজনক বলে বলেন, উৎসব মূখর পরিবেশে ভোট চলছে। আমরাচাই শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন হোক। নির্বাচনের মধ্যদিয়ে যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসুক।

এছাড়া খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরের প্রতিনিধি মো: শফিকুল ইসলাম ও মো: হাবিবুর রহমান, বিএফইউজে সহসভাপতি আফরোজা আক্তার ডিউ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনতোষ দত্ত, সাধারন সম্পাদক এইচ.আর. তুহিন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশিদুল ইসলাম বিপ্লব, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার পযবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। কেইউজের নির্বাচনে ১১টি পদের বিপরীতে  ২টি প্যানেলসহ ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে ভোট গ্রহনের তারিখের মাত্র দুইদিন আগে কাজল-বিমল-দীলিপ প্যানেল র্নিবাচন বর্জনের ঘোষনা দেয়।

এদিকে, সুষ্ঠু ও শান্তির্পূণভাবে কেইউজের ভোট গ্রহন ও র্নিবাচন সম্পন্ন হওয়ায় সাংবাদিক ইউনিযনের সদস্যবৃন্দ, প্রেসক্লাবের নেতৃবৃন্দ, পুলিশ ও প্রশাসনের করমকর্তাবৃন্দ ও র্নিবাচন পযবেক্ষনে আগত যশোর, কুষ্টিয়া ও বরিশাল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ, খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দকে সহযোগীতার জন্য ধন্যবাদ জানিয়েছেন র্নিবাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মুন্সী মাহবুব আলম সোহাগ।

উল্লেখ্য, ২০২২ সালের নির্বাচনে ফারুক-রিয়াজ পরিষদ বিজয়ী হলেও দুই বছরের মেয়াদ শেষে নতুন নির্বাচন করতে না পারায় সাধারণ সদস্যরা গঠনতন্ত্র মোতাবেক ১০ শতাংশ সদস্যের আহবানে কেইউজের বিশেষ সাধারণ সভায় সাবেক সভাপতি এসএম জাহিদ হোসেনকে আহবায়ক করে ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়। এই আহবায়ক কমিটির নেতৃত্বে দ্বিবার্ষিক নির্বাচনের জন্য সাবেক সভাপতি মুন্সী মাহবুব আলম সোহাগকে প্রধান করে তিন সদস্যের র্নিবাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। গঠনতন্ত্রের নির্দেশনানুযায়ী নির্বাচন পরিচালনা কমিটি গত ৮ জুন নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী ১২ জুন ১১টি পদের বিপরীতে ২৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন র্প্রাথীরা। ##