০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
হামলা, হুমকি-ভয়ভীতি ও ভাতা বন্ধ করার হুমকি দেয়ার অভিযোগ :

খুলনা-৪ আসনে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না থাকার অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর

  • সংবাদদাতা
  • প্রকাশিত সময় : ০৮:৪৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
  • ১২০ পড়েছেন

####

খুলনা-৪ আসনে সংসদ সদস্য ও নৌকার প্রার্থী আব্দুস সালাম মুর্শেদী ও তার কর্মী সমর্থকদের হুমকি, হামলা ও সন্ত্রাসী তান্ডবে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী এম, মোর্ত্তজা রশিদী দারা। বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতিশ্রুত জনঅংশগ্রহণ মূলক নির্বাচন নিশ্চিত করতে আমি এই নির্বাচনে অংশগ্রহণ করছি। কিন্তু খুলনা-৪ আসনের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নৌকার প্রার্থী আব্দুস সালাম মুর্শেদীর অহরহ আচরণবিধি লংঘন, তার কর্মী সমর্থকদের মারমুখী আচরণ অবাধ, সুষ্ঠু ও জনঅংশগ্রহণ মূলক নির্বাচনের পরিবেশ নষ্ট করছে। ইতিমধ্যেই আমার কর্মী সমর্থক, সাধারণ মানুষদের প্রাণনাশের হুমকি সহ বিভিন্ন ধরনের হুমকি প্রদান করা হচ্ছে। এলাকার হিন্দু সম্প্রদায়ের প্রতিও হুমকি প্রদান করা হচ্ছে। বেশ কিছু এলাকায় মাদক ব্যবসায়ী, হত্যা মামলার আসামী ও চিহ্নিত সন্ত্রাসীরা কেটলি প্রতিকের নেতাকর্মী ও সমর্থকদের নিযার্তন ও হুমকি দিলেও ব্যবস্থা নেয়া হচ্ছে না। বিভিন্ন এলাকায় আমার কর্মী আ: বারেক, মাহফুজুর রহমান, রওশনারা বেগম ও সোহেলসহ অর্ধশতাধিক হামলার শিকার হয়ে আহত হয়েছে।

তিনি বলেন, রূপসা, তেরখাদা ও দিঘলিয়ার কিছু চেয়ারম্যান ও মেম্বররা বিভিন্ন ভাতাভোগীদের তাদের কথা মত নৌকায় ভোট না দিলে তাদের সকল ভাতা বন্ধ করে দিবেন বলে হুমকি দিচ্ছে। নির্বাচনে নৌকার প্রার্থী আব্দুস সালাম মুর্শেদী পরাজয় নিশ্চিত জেনে তিনি ও তার সমর্থকেরা স্বতন্ত্র কেটলি প্রতিকের প্রার্থীর জয়কে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। ভোটারদেরকে তারা “বলছে ভোট যেখানে দাও বিজয়ী ঘোষণা আব্দুস সালাম মুর্শেদীর হবে”।এসব কথা বলে ভোটারদের ভোট দানে নিরুৎসাহিত করে ফাঁকা মাঠে গোল দিতে চাইছে।

তিনি অবিযোগ করে বলেন, নৌকার প্রার্থী আব্দুস সালাম মুর্শেদীর ভাগ্নে তেরখাদা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, তেরখাদা পিআইওসহ বেশ কয়েকজন সরকারি চাকুরে এবং সরকারি বঙ্গবন্ধু কলেজ, রূপসা কলেজ, সৈয়দ আরশাদ আলী এন্ড সবুরুন্নেছা গার্লস কলেজের যে সকল শিক্ষকবৃন্দ প্রিজাইডিং অফিসার বা সহকারি প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পাবেন তাদেরকে কলেজের সভাপতি হিসেবে আব্দুস সালাম মুর্শেদীর স্ত্রী মিসেস শারমিন সালাম প্রভাবিত করছেন। এ সকল সরকারী অফিসার ও শিক্ষকদের ভোট গ্রহনের দায়িত্ব থেকে বিরত রাখতে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এসব সরকারি কর্মকর্তাদের অনতিবিলম্বে খুলনা-৪ আসনের বাইরে বদলি করার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারকে অনুরোধ করেন।

স্বতন্ত্র প্রার্থী দারা বলেন, শেখ হাসিনার প্রতিশ্রুতি ও নির্বাচন কমিশনের প্রতি আস্থা রেখে নির্বাচনকে খুলনা-৪ আসনে উৎসব মূখর করতে সকল ভয় ভীতিকে উপেক্ষা করে আমরা এগিয়ে যাব। আমরা মুজিব সৈনিক, শেখ হাসিনার কর্মী। ষড়যন্ত্রকারী এবং হস্তক্ষেপকারিদের কাছে মাথা নত না করে জীবন গেলেও ষড়যন্ত্র সফল হতে না দেয়ার অঙ্গীকার করেন।

সংবাদ সম্মেলনে তেরখাদা উপজেলা চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম, জেলা আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবীর ববি ও স্বতন্ত্র প্রার্থী দারার ভাই মোয়াজ্জেম রশিদী দোজাসহ নেতার্মীরা উপস্থিত ছিলেন। এদিকে, স্বতন্ত্র প্রার্থী এসএম মোর্ত্তজা রশিদী দারা অভিযোগের বিষয়ে খুলনা-৪ আসনে নৌকার প্রার্থী আব্দুস সালাম মুর্শেদীর বক্তব্য নিতে মোবাইলে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

বাগেরহাটে এ্যাডভোকেট নয়নের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন

হামলা, হুমকি-ভয়ভীতি ও ভাতা বন্ধ করার হুমকি দেয়ার অভিযোগ :

খুলনা-৪ আসনে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না থাকার অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর

প্রকাশিত সময় : ০৮:৪৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪

####

খুলনা-৪ আসনে সংসদ সদস্য ও নৌকার প্রার্থী আব্দুস সালাম মুর্শেদী ও তার কর্মী সমর্থকদের হুমকি, হামলা ও সন্ত্রাসী তান্ডবে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী এম, মোর্ত্তজা রশিদী দারা। বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতিশ্রুত জনঅংশগ্রহণ মূলক নির্বাচন নিশ্চিত করতে আমি এই নির্বাচনে অংশগ্রহণ করছি। কিন্তু খুলনা-৪ আসনের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নৌকার প্রার্থী আব্দুস সালাম মুর্শেদীর অহরহ আচরণবিধি লংঘন, তার কর্মী সমর্থকদের মারমুখী আচরণ অবাধ, সুষ্ঠু ও জনঅংশগ্রহণ মূলক নির্বাচনের পরিবেশ নষ্ট করছে। ইতিমধ্যেই আমার কর্মী সমর্থক, সাধারণ মানুষদের প্রাণনাশের হুমকি সহ বিভিন্ন ধরনের হুমকি প্রদান করা হচ্ছে। এলাকার হিন্দু সম্প্রদায়ের প্রতিও হুমকি প্রদান করা হচ্ছে। বেশ কিছু এলাকায় মাদক ব্যবসায়ী, হত্যা মামলার আসামী ও চিহ্নিত সন্ত্রাসীরা কেটলি প্রতিকের নেতাকর্মী ও সমর্থকদের নিযার্তন ও হুমকি দিলেও ব্যবস্থা নেয়া হচ্ছে না। বিভিন্ন এলাকায় আমার কর্মী আ: বারেক, মাহফুজুর রহমান, রওশনারা বেগম ও সোহেলসহ অর্ধশতাধিক হামলার শিকার হয়ে আহত হয়েছে।

তিনি বলেন, রূপসা, তেরখাদা ও দিঘলিয়ার কিছু চেয়ারম্যান ও মেম্বররা বিভিন্ন ভাতাভোগীদের তাদের কথা মত নৌকায় ভোট না দিলে তাদের সকল ভাতা বন্ধ করে দিবেন বলে হুমকি দিচ্ছে। নির্বাচনে নৌকার প্রার্থী আব্দুস সালাম মুর্শেদী পরাজয় নিশ্চিত জেনে তিনি ও তার সমর্থকেরা স্বতন্ত্র কেটলি প্রতিকের প্রার্থীর জয়কে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। ভোটারদেরকে তারা “বলছে ভোট যেখানে দাও বিজয়ী ঘোষণা আব্দুস সালাম মুর্শেদীর হবে”।এসব কথা বলে ভোটারদের ভোট দানে নিরুৎসাহিত করে ফাঁকা মাঠে গোল দিতে চাইছে।

তিনি অবিযোগ করে বলেন, নৌকার প্রার্থী আব্দুস সালাম মুর্শেদীর ভাগ্নে তেরখাদা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, তেরখাদা পিআইওসহ বেশ কয়েকজন সরকারি চাকুরে এবং সরকারি বঙ্গবন্ধু কলেজ, রূপসা কলেজ, সৈয়দ আরশাদ আলী এন্ড সবুরুন্নেছা গার্লস কলেজের যে সকল শিক্ষকবৃন্দ প্রিজাইডিং অফিসার বা সহকারি প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পাবেন তাদেরকে কলেজের সভাপতি হিসেবে আব্দুস সালাম মুর্শেদীর স্ত্রী মিসেস শারমিন সালাম প্রভাবিত করছেন। এ সকল সরকারী অফিসার ও শিক্ষকদের ভোট গ্রহনের দায়িত্ব থেকে বিরত রাখতে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এসব সরকারি কর্মকর্তাদের অনতিবিলম্বে খুলনা-৪ আসনের বাইরে বদলি করার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারকে অনুরোধ করেন।

স্বতন্ত্র প্রার্থী দারা বলেন, শেখ হাসিনার প্রতিশ্রুতি ও নির্বাচন কমিশনের প্রতি আস্থা রেখে নির্বাচনকে খুলনা-৪ আসনে উৎসব মূখর করতে সকল ভয় ভীতিকে উপেক্ষা করে আমরা এগিয়ে যাব। আমরা মুজিব সৈনিক, শেখ হাসিনার কর্মী। ষড়যন্ত্রকারী এবং হস্তক্ষেপকারিদের কাছে মাথা নত না করে জীবন গেলেও ষড়যন্ত্র সফল হতে না দেয়ার অঙ্গীকার করেন।

সংবাদ সম্মেলনে তেরখাদা উপজেলা চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম, জেলা আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবীর ববি ও স্বতন্ত্র প্রার্থী দারার ভাই মোয়াজ্জেম রশিদী দোজাসহ নেতার্মীরা উপস্থিত ছিলেন। এদিকে, স্বতন্ত্র প্রার্থী এসএম মোর্ত্তজা রশিদী দারা অভিযোগের বিষয়ে খুলনা-৪ আসনে নৌকার প্রার্থী আব্দুস সালাম মুর্শেদীর বক্তব্য নিতে মোবাইলে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ##