০৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদ রাতে মুক্তি পাচ্ছে ভালোবাসার ময়না পাখি

####

দেশীয় সঙ্গীতের তরুণ প্রজন্মের আলোচিত গায়িকা মৌসুমী শীমা ঈদে আসছেন নিজের নতুন গান নিয়ে। এই গানে তার সহশিল্পী পলাশ লোহ। এই শিল্পী জুটির গাওয়া চমৎকার মিষ্টি প্রেমের ডুয়েট গানটির শিরোনাম ‘ভালোবাসার ময়না পাখি’। এটি চাঁদ রাতে রিলিজ হবে সজীব মিউজিক ইউটিউব চ্যানেলে। গানটির চমৎকার কথা লিখেছেন তরুণ গীতি কবি শামসুজ্জামান সজীব চৌধুরী। সুর করেছেন পলাশ লোহ। মিউজিক কম্পোজিশন করেছেন শামীম আশিক। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন খলিল শেখ।
সুদর্শনা ও সুরেলা গায়িকা মৌসুমী শীমা বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশে শিল্পকলা একাডেমিতে তালিকাভুক্ত শিল্পী। দেশের বিভিন্ন টিভি চ্যানেল এবং স্টেজে নিয়মিত গান পরিবেশন করে আসছেন মিষ্টি কন্ঠের অধিকারী মৌসুমী শীমা। ভালোবাসার ময়না পাখি ছাড়াও আরও একটি ফোক গান এই ঈদে রিলিজ হবে কার মাল্টিমিডিয়া থেকে। গানটির কথা ও সুর করেছেন কবি আব্দুর রহিম।
দেশীয় চলচ্চিত্র ও নাটকের সত্তর ও আশির দশকের জনপ্রিয় অভিনেতা আশীষ কুমার লোহ সম্পর্কে পলাশ লোহ’র দাদু। পলাশ লোহও গানের পাশাপাশি তার দাদুর মতো নিয়মিত অভিনয় করে যাচ্ছেন বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং মঞ্চ এবং চলচ্চিত্রে। ##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

গোপালগঞ্জে অপচিকিৎসায় রোগীর মৃত্যু, কথিত ডাক্তার আটক

চাঁদ রাতে মুক্তি পাচ্ছে ভালোবাসার ময়না পাখি

প্রকাশিত সময় : ১১:৪১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪

####

দেশীয় সঙ্গীতের তরুণ প্রজন্মের আলোচিত গায়িকা মৌসুমী শীমা ঈদে আসছেন নিজের নতুন গান নিয়ে। এই গানে তার সহশিল্পী পলাশ লোহ। এই শিল্পী জুটির গাওয়া চমৎকার মিষ্টি প্রেমের ডুয়েট গানটির শিরোনাম ‘ভালোবাসার ময়না পাখি’। এটি চাঁদ রাতে রিলিজ হবে সজীব মিউজিক ইউটিউব চ্যানেলে। গানটির চমৎকার কথা লিখেছেন তরুণ গীতি কবি শামসুজ্জামান সজীব চৌধুরী। সুর করেছেন পলাশ লোহ। মিউজিক কম্পোজিশন করেছেন শামীম আশিক। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন খলিল শেখ।
সুদর্শনা ও সুরেলা গায়িকা মৌসুমী শীমা বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশে শিল্পকলা একাডেমিতে তালিকাভুক্ত শিল্পী। দেশের বিভিন্ন টিভি চ্যানেল এবং স্টেজে নিয়মিত গান পরিবেশন করে আসছেন মিষ্টি কন্ঠের অধিকারী মৌসুমী শীমা। ভালোবাসার ময়না পাখি ছাড়াও আরও একটি ফোক গান এই ঈদে রিলিজ হবে কার মাল্টিমিডিয়া থেকে। গানটির কথা ও সুর করেছেন কবি আব্দুর রহিম।
দেশীয় চলচ্চিত্র ও নাটকের সত্তর ও আশির দশকের জনপ্রিয় অভিনেতা আশীষ কুমার লোহ সম্পর্কে পলাশ লোহ’র দাদু। পলাশ লোহও গানের পাশাপাশি তার দাদুর মতো নিয়মিত অভিনয় করে যাচ্ছেন বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং মঞ্চ এবং চলচ্চিত্রে। ##