০৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

চিতলমারীতে দাদীর ইচ্ছা পূরণ করতে হেলিকপ্টার চড়ে বিয়ে করতে এলেন রায়হান

  • সংবাদদাতা
  • প্রকাশিত সময় : ০৯:২৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪
  • ১১২ পড়েছেন

মোঃ একরামুল হক মুন্সী,চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের চিতলমারীতে এই প্রথম বারের মত হেলিকপ্টরে চড়ে বিয়ে করতে এলেন বর রায়হান আমীন। হেলিকপ্টরে করে বর আসার সংবাদ ছড়িয়ে পড়লে শুক্রবার (২১ জুন) দুপুর থেকে চিতলমারী একে ফজলুলহক সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে ভিড় জমাতে থাকেন স্থাণীয় উৎসুক জনতা। পূর্ব থেকে নিরাপত্তা নিশ্চিত করণের জন্য বিদ্যালয় মাঠে পুলিশ মোতায়েন করা হয়।

বেলা ৩ টার দিকে ইমপ্রেস এভিয়েশনের একটি হেলিকপ্টরে করে পার্শ্ববর্তী উপজেলা নাজির পুরের চরমাটি ভাঙ্গা গ্রাম থেকে মাঠে অবতরণ করেন ডাঃ রুহুল আমীনের ছেলে বর রায়হান আমীন (২৮)। এ সময় বর রায়হান আমীনের সাথে তার নানী সহ আরো ৪ জন আত্মীয় ছিলেন। হেরিকপ্টর থেকে নামার পর কনে পক্ষের লোকজন বর ও তার আত্মীয় দের ফুল দিয়ে বরণ করে নেন।

এ সময় শতশত উৎসুক জনতা বরকে দেখতে ভিড় জমান। হেলিকপ্টর থেকে নেমে নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বর রায়হান আমীন বলেন, আমি যখন ছোট ছিলাম তখন আমার দাদী আনোয়ারা বেগম ইচ্ছা পোষণ করে বলতেন, তার নাতিকে হেলিকপ্টরে করে বিয়ে করাতে নিয়ে যাবেন। দাদী আনোয়ারা বেগম ২০০৫ সালে মারা গেলেও তাঁর ইচ্ছা পূরণ করতে তিনি হেলিকপ্টরে করে বিয়ে করতে এসেছেন।

বরের পিতা ডাঃরুহুল আমিন জানান, পূর্ব থেকে পারিবারিক ভাবে চিতলমারী উপজেলার আড়ুয়াবর্ণী গ্রামের অবসর প্রাপ্ত নৌ সেনা সদস্য সাইফুর রহমানের কন্যা সাজিয়া আমিনের (১৯) সাথে তার ছেলে ডেভেলপার্স ব্যবসায়ী রায়হান আমীনের বিয়ে ঠিক হয়। বিয়ের নির্ধারিত দিনে হেলিকপ্টরে করে তার ছেলে বিয়ে করতে আসে। তিনি সকলের কাছে নব দম্পতির জন্য দোয়া কামনা করেণ।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

dainik madhumati

জনপ্রিয়

গোপালগঞ্জে অপচিকিৎসায় রোগীর মৃত্যু, কথিত ডাক্তার আটক

চিতলমারীতে দাদীর ইচ্ছা পূরণ করতে হেলিকপ্টার চড়ে বিয়ে করতে এলেন রায়হান

প্রকাশিত সময় : ০৯:২৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪

মোঃ একরামুল হক মুন্সী,চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের চিতলমারীতে এই প্রথম বারের মত হেলিকপ্টরে চড়ে বিয়ে করতে এলেন বর রায়হান আমীন। হেলিকপ্টরে করে বর আসার সংবাদ ছড়িয়ে পড়লে শুক্রবার (২১ জুন) দুপুর থেকে চিতলমারী একে ফজলুলহক সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে ভিড় জমাতে থাকেন স্থাণীয় উৎসুক জনতা। পূর্ব থেকে নিরাপত্তা নিশ্চিত করণের জন্য বিদ্যালয় মাঠে পুলিশ মোতায়েন করা হয়।

বেলা ৩ টার দিকে ইমপ্রেস এভিয়েশনের একটি হেলিকপ্টরে করে পার্শ্ববর্তী উপজেলা নাজির পুরের চরমাটি ভাঙ্গা গ্রাম থেকে মাঠে অবতরণ করেন ডাঃ রুহুল আমীনের ছেলে বর রায়হান আমীন (২৮)। এ সময় বর রায়হান আমীনের সাথে তার নানী সহ আরো ৪ জন আত্মীয় ছিলেন। হেরিকপ্টর থেকে নামার পর কনে পক্ষের লোকজন বর ও তার আত্মীয় দের ফুল দিয়ে বরণ করে নেন।

এ সময় শতশত উৎসুক জনতা বরকে দেখতে ভিড় জমান। হেলিকপ্টর থেকে নেমে নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বর রায়হান আমীন বলেন, আমি যখন ছোট ছিলাম তখন আমার দাদী আনোয়ারা বেগম ইচ্ছা পোষণ করে বলতেন, তার নাতিকে হেলিকপ্টরে করে বিয়ে করাতে নিয়ে যাবেন। দাদী আনোয়ারা বেগম ২০০৫ সালে মারা গেলেও তাঁর ইচ্ছা পূরণ করতে তিনি হেলিকপ্টরে করে বিয়ে করতে এসেছেন।

বরের পিতা ডাঃরুহুল আমিন জানান, পূর্ব থেকে পারিবারিক ভাবে চিতলমারী উপজেলার আড়ুয়াবর্ণী গ্রামের অবসর প্রাপ্ত নৌ সেনা সদস্য সাইফুর রহমানের কন্যা সাজিয়া আমিনের (১৯) সাথে তার ছেলে ডেভেলপার্স ব্যবসায়ী রায়হান আমীনের বিয়ে ঠিক হয়। বিয়ের নির্ধারিত দিনে হেলিকপ্টরে করে তার ছেলে বিয়ে করতে আসে। তিনি সকলের কাছে নব দম্পতির জন্য দোয়া কামনা করেণ।