০৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চিতলমারীতে পুর্ব শত্রুতার জের ধরে কৃষককে হত্যা

  • সংবাদদাতা
  • প্রকাশিত সময় : ০৭:৩৫:১১ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
  • ২৭৪ পড়েছেন

মোঃ একরামুল হক মুন্সী, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি :
পুর্ব শত্রুতার জের ধরে বাগেরহাটের চিতলমারীতে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত ও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে উপজেলার কলাতলা গ্রামে। ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
সরেজমিনে স্থানীয় ইউপি সদস্য খান আবেদুজ্জামান রিয়াজ সহ এলাকাবাসী জানান, বিগত ২০২২ সালে উপজেলার কলাতলা গ্রামের সুন্দর আলী শেখের পুত্র শাহীন শেখ (২৫) একই গ্রামের রশিকলাল হীরার পুত্র কৃষ্ণপদ হীরার গাছের সুপরী চুরি করার সময় তাকে হাতেনাতে আটক করে, স্থানীয় লোকজনের উপস্থিতিতে শাহীনের বাবার জিম্মায় ছেড়ে দেয়া হয়। বিগত বছরের ওই বিষয়টিকে পুঁজি করে, শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে কৃষ্ণপদ হীরা মেয়ের শ^^শুর বাড়ীর উদ্দেশ্যে বাড়ী থেকে রওয়ানা হলে পথিমধ্যে মসজিদের কাছে ওৎপেতে থাকা ঘাতক শাহীন শেখ পেছন দিক থেকে লোহার রড দিয়ে কৃষ্ণপদ হীরার মাথায় আঘাত করে। আঘাতে তিনি মারাত্মক জখম হয়ে মাটিতে লুটে পড়ে। এসময় পথ চারীরা গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
১৭ সেপ্টেম্বর সকাল ১১টায় গোপন সংবাদে চিতলমারী থানার ওসি তদন্ত সঙ্গীয় ফোর্স নিয়ে ঘাতক শাহীন শেখকে গ্রেফতারের জন্য অভিযান চালায়। অভিযান কালে শাহীন শেখ বাহির থেকে ঘরের তালা দিয়ে ভিতরে ঘুমিয়ে ছিলেন। এসময় পুলিশ ঘরের দরজা খুলতে বলায়, শাহীন দরজা খুলেই ওসি তদন্তর মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। এসময় সঙ্গীয় এক এসআই এগিয়ে এলে তাকেও রড দিয়ে আঘাত করে। এক পর্যায়ে অন্যান্য পুলিশ সদস্যরা শাহীনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

dainik madhumati

জনপ্রিয়

বাগেরহাটে এ্যাডভোকেট নয়নের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন

চিতলমারীতে পুর্ব শত্রুতার জের ধরে কৃষককে হত্যা

প্রকাশিত সময় : ০৭:৩৫:১১ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩

মোঃ একরামুল হক মুন্সী, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি :
পুর্ব শত্রুতার জের ধরে বাগেরহাটের চিতলমারীতে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত ও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে উপজেলার কলাতলা গ্রামে। ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
সরেজমিনে স্থানীয় ইউপি সদস্য খান আবেদুজ্জামান রিয়াজ সহ এলাকাবাসী জানান, বিগত ২০২২ সালে উপজেলার কলাতলা গ্রামের সুন্দর আলী শেখের পুত্র শাহীন শেখ (২৫) একই গ্রামের রশিকলাল হীরার পুত্র কৃষ্ণপদ হীরার গাছের সুপরী চুরি করার সময় তাকে হাতেনাতে আটক করে, স্থানীয় লোকজনের উপস্থিতিতে শাহীনের বাবার জিম্মায় ছেড়ে দেয়া হয়। বিগত বছরের ওই বিষয়টিকে পুঁজি করে, শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে কৃষ্ণপদ হীরা মেয়ের শ^^শুর বাড়ীর উদ্দেশ্যে বাড়ী থেকে রওয়ানা হলে পথিমধ্যে মসজিদের কাছে ওৎপেতে থাকা ঘাতক শাহীন শেখ পেছন দিক থেকে লোহার রড দিয়ে কৃষ্ণপদ হীরার মাথায় আঘাত করে। আঘাতে তিনি মারাত্মক জখম হয়ে মাটিতে লুটে পড়ে। এসময় পথ চারীরা গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
১৭ সেপ্টেম্বর সকাল ১১টায় গোপন সংবাদে চিতলমারী থানার ওসি তদন্ত সঙ্গীয় ফোর্স নিয়ে ঘাতক শাহীন শেখকে গ্রেফতারের জন্য অভিযান চালায়। অভিযান কালে শাহীন শেখ বাহির থেকে ঘরের তালা দিয়ে ভিতরে ঘুমিয়ে ছিলেন। এসময় পুলিশ ঘরের দরজা খুলতে বলায়, শাহীন দরজা খুলেই ওসি তদন্তর মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। এসময় সঙ্গীয় এক এসআই এগিয়ে এলে তাকেও রড দিয়ে আঘাত করে। এক পর্যায়ে অন্যান্য পুলিশ সদস্যরা শাহীনকে গ্রেফতার করতে সক্ষম হয়।