১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

জাতিসংঘে নিন্দা প্রস্তাব পাশের জবাবে যা বলল রাশিয়া

  • সংবাদদাতা
  • প্রকাশিত সময় : ০৬:১৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
  • ৪৮ পড়েছেন

ইউক্রেনের চারটি অঞ্চল অধিগ্রহণ করায় বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ হয়েছে।

নিন্দা প্রস্তাবে রাশিয়ার বিপক্ষে বাংলাদেশসহ ১৪৩টি দেশ ভোট দিয়েছে।

এ নিন্দা প্রস্তাবে ভারত ও চীনসহ ৩৫টি দেশ ভোটদানে বিরত ছিল। রাশিয়াসহ এই প্রস্তাবের বিরোধিতা করেছে বেলারুশ, উত্তর কোরিয়া, সিরিয়া ও নিকারাগুয়া। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালানোর পর রাশিয়ার বিরুদ্ধে এটি সর্বোচ্চ ভোট।

নিন্দা প্রস্তাব পাশ হওয়ার পর বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে রাশিয়া।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ রাশিয়ান টেলিভিশনে বলেছেন, জাতিসংঘে নিন্দা প্রস্তাবের ওপর যে ভোট হয়েছে এটি রাশিয়া বিরোধী ভোট। তিনি বলেছেন, পশ্চিমারা ‘কূটনৈতিক সন্ত্রাসবাদ’ ব্যবহার করে উন্নয়নশীল দেশগুলোকে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিতে বাধ্য করেছে। যুক্তরাষ্ট্র যে বলেছে ভোট দিতে তারা কোনো দেশকে বাধ্য করেনি এমন দাবিও প্রত্যাখান করেছেন লাভরভ।

নিন্দা প্রস্তাব পাশ হওয়ার আগে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভাসিলি নেবেনজিয়া সাধারণ পরিষদের উদ্দেশে বলেছিলেন, এই প্রস্তাব রাজনীতিকরণ হয়ে গেছে এবং এটি সরাসরি উস্কানিমূলক। তিনি জানান, এ প্রস্তাব দ্বন্দ্ব নিরসনে সকল কূটনৈতিক পথ ধ্বংস করে দিতে পারে।

তবে তবুও রাশিয়ার বিরুদ্ধে এ প্রস্তাব পাশ হয়। রাশিয়া ইউক্রেনে হামলা করার পর যতগুলো প্রস্তাব ওঠেছে এবারের প্রস্তাবে সবচেয়ে বেশি দেশ রাশিয়ার বিরুদ্ধে গেছে।

সূত্র: আল জাজিরা, ভ্যাটিকান নিউজ

Tag :
লেখক তথ্য সম্পর্কে

dainik madhumati

জনপ্রিয়

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ আটক -১ 

জাতিসংঘে নিন্দা প্রস্তাব পাশের জবাবে যা বলল রাশিয়া

প্রকাশিত সময় : ০৬:১৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২

ইউক্রেনের চারটি অঞ্চল অধিগ্রহণ করায় বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ হয়েছে।

নিন্দা প্রস্তাবে রাশিয়ার বিপক্ষে বাংলাদেশসহ ১৪৩টি দেশ ভোট দিয়েছে।

এ নিন্দা প্রস্তাবে ভারত ও চীনসহ ৩৫টি দেশ ভোটদানে বিরত ছিল। রাশিয়াসহ এই প্রস্তাবের বিরোধিতা করেছে বেলারুশ, উত্তর কোরিয়া, সিরিয়া ও নিকারাগুয়া। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালানোর পর রাশিয়ার বিরুদ্ধে এটি সর্বোচ্চ ভোট।

নিন্দা প্রস্তাব পাশ হওয়ার পর বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে রাশিয়া।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ রাশিয়ান টেলিভিশনে বলেছেন, জাতিসংঘে নিন্দা প্রস্তাবের ওপর যে ভোট হয়েছে এটি রাশিয়া বিরোধী ভোট। তিনি বলেছেন, পশ্চিমারা ‘কূটনৈতিক সন্ত্রাসবাদ’ ব্যবহার করে উন্নয়নশীল দেশগুলোকে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিতে বাধ্য করেছে। যুক্তরাষ্ট্র যে বলেছে ভোট দিতে তারা কোনো দেশকে বাধ্য করেনি এমন দাবিও প্রত্যাখান করেছেন লাভরভ।

নিন্দা প্রস্তাব পাশ হওয়ার আগে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভাসিলি নেবেনজিয়া সাধারণ পরিষদের উদ্দেশে বলেছিলেন, এই প্রস্তাব রাজনীতিকরণ হয়ে গেছে এবং এটি সরাসরি উস্কানিমূলক। তিনি জানান, এ প্রস্তাব দ্বন্দ্ব নিরসনে সকল কূটনৈতিক পথ ধ্বংস করে দিতে পারে।

তবে তবুও রাশিয়ার বিরুদ্ধে এ প্রস্তাব পাশ হয়। রাশিয়া ইউক্রেনে হামলা করার পর যতগুলো প্রস্তাব ওঠেছে এবারের প্রস্তাবে সবচেয়ে বেশি দেশ রাশিয়ার বিরুদ্ধে গেছে।

সূত্র: আল জাজিরা, ভ্যাটিকান নিউজ