####
ঝিনাইদহ সদর এলাকায় নাশকতার পরিকল্পনাকালে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের টার্গেট কিলিং গ্রুপের সদস্য উত্তর-পশ্চিমাঞ্চলের দাওয়াতি শাখার প্রধানসহ তিন জঙ্গিকে আটক করেছে বৃহষ্পতিবার রাতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-৬ এর একটি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝিনাইদহ সদর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।আটককৃতরা হলো-আনসার আল ইসলামের টার্গেট কিলিং গ্রুপের সদস্য ও উত্তর-পশ্চিমাঞ্চলের দাওয়াতি শাখার প্রধান পাবনার আতাইকোলার মোঃ ইয়াকুব হোসাইন @ ইয়াকুব হুজুর, চুয়াডাঙ্গার জীবননগরের মজনু মিয়ার ছেলে মোঃ রুবেল ওরফে জাহাদ খান ও চাঁপাইনবাবগঞ্জের জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ মাহিন। এ সময় বিভিন্ন উগ্রবাদী পুস্তিকা, গুরুত্বপূর্ণ নথিপত্র, চাঁদা আদায়ের প্রমাণপত্র এবং মোবাইল ফোন ও সীম কার্ড উদ্ধার করা হয়
র্যাব জানায়, আটককৃতরা বিভিন্ন সময় অনলাইনে বিভিন্ন উগ্রবাদী নেতাদের বক্তব্য দেখে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে সংগঠনের সদস্যদের মাধ্যমে উক্ত সংগঠনে যোগদান করে। পরবর্তীতে তারা ধর্মীয় অপব্যাখ্যার মাধ্যমে ভুল বুঝিয়ে সংগঠনের সদস্যদের তথাকথিত জিহাদের মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় আগ্রহী করে তোলে। এছাড়াও তারা ভুল তথ্য প্রদান করে তাদের আত্মীয়-স্বজন, বিভিন্ন মাদ্রাসা ও সদস্যদের নিকট থেকে নিয়মিত অর্থ সংগ্রহ করতো। আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত ইয়াকুব হোসাইন সংগঠনটির উত্তর-পশ্চিমাঞ্চলের দাওয়াতি শাখার দায়িত্বপ্রাপ্ত ছিলেন। আনসার আল ইসলামের এই সেলটি জুবায়ের নামক এক ব্যক্তির মাধ্যমে পরিচালিত হচ্ছে বলে জানা যায়। এই সেলের অন্যান্য সদস্যরা ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করছে। তারা বাংলাদেশের বিভিন্ন এলাকায় টার্গেট কিলিংয়ের জন্য প্রশিক্ষণের আয়োজনসহ অস্ত্র সংগ্রহের কাজ করতো। মূলত এই সেলের সদস্যরা অল্প বয়সী তরুণদের রিক্রুট করে দেশে নাশকতা সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ দিচ্ছে। এছাড়াও তারা সংগঠনের সদস্যদের একত্রিত করে বিভিন্ন প্রশিক্ষণের জন্য পার্শ্ববর্তী দেশে পাঠানোর পরিকল্পনা করছিল বলে গ্রেফতারকৃতরা জানায়। র্যাবের অভিযানে এই সেলের খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ, ঠাকুরগাঁও, দিনাজপুর ও রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা হতে ২৫ জনের অধিক সদস্যকে গ্রেফতার করা হয়। র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত ইয়াকুব হোসাইন @ইয়াকুব হুজুর স্থানীয় একটি মাদ্রাসায় অধ্যয়ণরত ছিল। পাশাপাশি চকবয়সা পূর্বপাড়া এলাকায় একটি মসজিদে ইমামতি করতেন। সে সংগঠনটির উত্তর-পশ্চিমাঞ্চলের দাওয়াতি শাখার দায়িত্বপ্রাপ্ত হয়। তার বিরুদ্ধে ইতিপূর্বে মামলা রয়েছে। গ্রেফতারকৃত জাহাদ খান ইয়াকুব এর মাধ্যমে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে সংগঠনের সাথে যুক্ত হয়। গ্রেফতারকৃত মাহিন ইয়াকুব হোসাইনের মাধ্যমে আনসার আল ইসলামের সাথে যুক্ত হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ঠ থানায় মামলা দায়ের করা হয়েছে। ##
অফিস : ৬৯/৭০ কেসিসি সুপার মার্কেট ( ২য় তলা ) খুলনা সদর, খুলনা। প্রকাশক - সম্পাদক : সুনীল দাস বার্তা সম্পাদক : তরিকুল ইসলাম ডালিম চিফ রিপোর্টার : মোঃ নাঈমুজ্জামান শরীফ । যোগাযোগ : dainikmadhumati@gmail.com, newsdainikmadhumoti@gmail.com Office No : Editor : 01712680702 / 01912067948
© All rights reserved by www.dainikmadhumati.com (Established in 2022)