১০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ডুমুরিয়ায় উপজেলা পরিষদের ভাগাভাগির ১২ লক্ষ টাকা ফেরত দিল আত্মসাতকারিরা

####
ডুমুরিয়ায় রাজস্ব ফান্ডের ১২ লাখ টাকা আত্মসাৎ করা খবর প্রকাশের পর হজম করতে পারলেন না উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ ও তার সহযোগী মুস্তাফিজ। অবশেষে উপজেলা পরিষদের ইমারত স্থাপনা নির্মাণ অনুমোদন প্রকল্পের ভাগাভাগির ১২ লাখ টাকা ফেরত দিয়েছেন তারা। গত মঙ্গলবার উপজেলা পরিষদের কৃষি ব্যাংক ডুমুরিয়া শাখা একাউন্টে আত্মসাৎকৃত ওই টাকা জমা দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত,বৃহত্তর ডুমুরিয়া উপজেলায় ইমারত নির্মাণ অনুমোদনের জন্য শত শত লোক উপজেলা পরিষদের দ্বারস্থ হয়ে থাকেন। তার‌ই ধারাবাহিকতায় ২০২৩-২৪ অর্থ বছরে কয়েকশ’ ইমারত নির্মাণ অনুমোদনের আবেদন পড়ে উপজেলা পরিষদে। নীতিমালা অনুযায়ী অনুমোদনকৃত ইমারত স্থাপনে প্রতি স্কয়ার ফুটে এক টাকা হারে উপজেলা পরিষদের কৃষি ব্যাংক একাউন্ট তহবিলে জমা দেয়ার নির্দেশনা রয়েছে। সে মোতাবেক ওই অর্থ বছরে একাউন্টে প্রায় ১৩ লাখ টাকা জমা হয় বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। কিন্তু দুঃখজনক বিষয় সাবেক উপজেলা পরিষদের দুর্নীতিবাজ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ জমাকৃত টাকা রাজস্ব খাতে জমা না দিয়ে তার একান্ত আস্থাভাজন সিএ-২ প্রশাসক মুস্তাফিজের সহায়তায় নিয়ম নীতির তোয়াক্কা না করে গোপনে গত ২৬ মে কৃষি ব্যাংক ডুমুরিয়া শাখার ৭৯৪ নম্বর একাউন্ট থেকে ১২ লক্ষ টাকা উত্তোলন করে ভাগাভাগি করে নেন,যা নিয়ম বহির্ভূত। এ নিয়ে দৈনিক জন্মভূমি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এরপর ওই দুর্নীতিবাজরা দৌড়ঝাঁপের এক পর্যায়ে মঙ্গলবার কৃষি ব্যাংকের ওই একাউন্টে উত্তোলন কৃত টাকা জমা দেন। ব্যাংকে টাকা ফেরত দেয়ার বিষয়ে জানতে চাইলে সিএ-২ প্রশাসক মুস্তাফিজুর রহমান সত্যতা স্বীকার করে বলেন, উত্তোলন কৃত টাকাগুলো ইউএনওর নির্দেশে জমা দেয়া হয়েছে।
ঘটনা প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল আমিন বলেন,১২ লাখ টাকা উত্তোলনের জন্য শোকজ করা হয়েছিল, মঙ্গলবার রাষ্ট্রের ওই অর্থ ফেরত দিয়েছে তারা।##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

মোংলায় জোরপূর্বক ক্রয়কৃত জমি দখলের অভিযোগ

ডুমুরিয়ায় উপজেলা পরিষদের ভাগাভাগির ১২ লক্ষ টাকা ফেরত দিল আত্মসাতকারিরা

প্রকাশিত সময় : ০১:৩৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

####
ডুমুরিয়ায় রাজস্ব ফান্ডের ১২ লাখ টাকা আত্মসাৎ করা খবর প্রকাশের পর হজম করতে পারলেন না উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ ও তার সহযোগী মুস্তাফিজ। অবশেষে উপজেলা পরিষদের ইমারত স্থাপনা নির্মাণ অনুমোদন প্রকল্পের ভাগাভাগির ১২ লাখ টাকা ফেরত দিয়েছেন তারা। গত মঙ্গলবার উপজেলা পরিষদের কৃষি ব্যাংক ডুমুরিয়া শাখা একাউন্টে আত্মসাৎকৃত ওই টাকা জমা দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত,বৃহত্তর ডুমুরিয়া উপজেলায় ইমারত নির্মাণ অনুমোদনের জন্য শত শত লোক উপজেলা পরিষদের দ্বারস্থ হয়ে থাকেন। তার‌ই ধারাবাহিকতায় ২০২৩-২৪ অর্থ বছরে কয়েকশ’ ইমারত নির্মাণ অনুমোদনের আবেদন পড়ে উপজেলা পরিষদে। নীতিমালা অনুযায়ী অনুমোদনকৃত ইমারত স্থাপনে প্রতি স্কয়ার ফুটে এক টাকা হারে উপজেলা পরিষদের কৃষি ব্যাংক একাউন্ট তহবিলে জমা দেয়ার নির্দেশনা রয়েছে। সে মোতাবেক ওই অর্থ বছরে একাউন্টে প্রায় ১৩ লাখ টাকা জমা হয় বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। কিন্তু দুঃখজনক বিষয় সাবেক উপজেলা পরিষদের দুর্নীতিবাজ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ জমাকৃত টাকা রাজস্ব খাতে জমা না দিয়ে তার একান্ত আস্থাভাজন সিএ-২ প্রশাসক মুস্তাফিজের সহায়তায় নিয়ম নীতির তোয়াক্কা না করে গোপনে গত ২৬ মে কৃষি ব্যাংক ডুমুরিয়া শাখার ৭৯৪ নম্বর একাউন্ট থেকে ১২ লক্ষ টাকা উত্তোলন করে ভাগাভাগি করে নেন,যা নিয়ম বহির্ভূত। এ নিয়ে দৈনিক জন্মভূমি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এরপর ওই দুর্নীতিবাজরা দৌড়ঝাঁপের এক পর্যায়ে মঙ্গলবার কৃষি ব্যাংকের ওই একাউন্টে উত্তোলন কৃত টাকা জমা দেন। ব্যাংকে টাকা ফেরত দেয়ার বিষয়ে জানতে চাইলে সিএ-২ প্রশাসক মুস্তাফিজুর রহমান সত্যতা স্বীকার করে বলেন, উত্তোলন কৃত টাকাগুলো ইউএনওর নির্দেশে জমা দেয়া হয়েছে।
ঘটনা প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল আমিন বলেন,১২ লাখ টাকা উত্তোলনের জন্য শোকজ করা হয়েছিল, মঙ্গলবার রাষ্ট্রের ওই অর্থ ফেরত দিয়েছে তারা।##