০৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ডুমুরিয়ায় মৎস্য ঘেরের ভেড়িবাঁধ কেটে জবরদখলের অভিযোগ

####

খুলনার ডুমুরিয়ায় এক ব্যক্তির হারিকৃত মৎস্য ঘেরের ভেড়িবাঁধ কেটে জবরদখল করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া মৌজার আগারব্যাড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
উপজেলার চাকুন্দিয়া গ্রামের মৃত আব্দুল গফুর শেখের ছেলে নুরহাসান শেখ জানায়, আমি লীজ চুক্তিপত্রের মাধ্যমে একই গ্রামের গোলজান বিবির ছেলে আব্দুস সবুর বিশ্বাসের কাছ থেকে চাকুন্দিয়া মৌজার আগারব্যাড় নামক স্থানে আর এস ২৮৮৯ দাগে ৫০শতক জমি হারি হিসেবে গ্রহন করি। সেই থেকে অদ্যাবধি আমি জমিটিতে মাছ চাষ করে আসছি। বৃহস্পতিবার একই গ্রামের আমজাদ হোসেন মোড়লের ছেলে রিপন মোড়ল, সুলতান গাজীর ছেলে সাবেক ইউপি সদস্য আসাদুজ্জামান আসাদ ও আনছার শেখের ছেলে মফিজুলের নেতৃত্বে ১০/১২ জন মিলে আমার মৎস্য ঘেরের ভেড়িবাঁধ কেটে তাদের ঘেরের সাথে এক করে দেয় এবং আমার হারিকৃত জমি জবরদখল করে নেয়। এতে আমার প্রায় ২লক্ষ টাকার বাগদা, গলদা ও সাদা মাছ তাদের ঘেরে চলে গেছে। এব্যাপারে তিনি আদালতে মামলা করবেন বলে জানিয়েছেন। জমির মালিক আব্দুস সবুর বিশ্বাস বলেন, আমার মাতা গোলজান বিবির নামে ৭২২০ নং দলিল মূলে বন্দোবস্তকৃত জমি আমি নুরহাসান নামে এক ব্যক্তিতে হারি হিসেবে দিয়েছি। তিনি দীর্ঘদিন ধরে সেখানে মাছ চাষ করে আসছে। কিন্তু বৃহস্পতিবার সকালে দেখি আমার জমির ভেড়িবাঁধ কেটে দিয়ে তা জবরদখল করে নেওয়া হয়েছে। এ ঘটনায় আমরা আদালতে মামলা করবো।
সাবেক ইউপি সদস্য আসাদুজ্জামান আসাদ বলেন, আমরা খালটি হারি হিসেবে নিয়েছি। আর খালের ভিতর বাঁধ ছিল তাই কেটে দিয়েছি। ##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ আটক -১ 

ডুমুরিয়ায় মৎস্য ঘেরের ভেড়িবাঁধ কেটে জবরদখলের অভিযোগ

প্রকাশিত সময় : ১০:৪৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪

####

খুলনার ডুমুরিয়ায় এক ব্যক্তির হারিকৃত মৎস্য ঘেরের ভেড়িবাঁধ কেটে জবরদখল করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া মৌজার আগারব্যাড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
উপজেলার চাকুন্দিয়া গ্রামের মৃত আব্দুল গফুর শেখের ছেলে নুরহাসান শেখ জানায়, আমি লীজ চুক্তিপত্রের মাধ্যমে একই গ্রামের গোলজান বিবির ছেলে আব্দুস সবুর বিশ্বাসের কাছ থেকে চাকুন্দিয়া মৌজার আগারব্যাড় নামক স্থানে আর এস ২৮৮৯ দাগে ৫০শতক জমি হারি হিসেবে গ্রহন করি। সেই থেকে অদ্যাবধি আমি জমিটিতে মাছ চাষ করে আসছি। বৃহস্পতিবার একই গ্রামের আমজাদ হোসেন মোড়লের ছেলে রিপন মোড়ল, সুলতান গাজীর ছেলে সাবেক ইউপি সদস্য আসাদুজ্জামান আসাদ ও আনছার শেখের ছেলে মফিজুলের নেতৃত্বে ১০/১২ জন মিলে আমার মৎস্য ঘেরের ভেড়িবাঁধ কেটে তাদের ঘেরের সাথে এক করে দেয় এবং আমার হারিকৃত জমি জবরদখল করে নেয়। এতে আমার প্রায় ২লক্ষ টাকার বাগদা, গলদা ও সাদা মাছ তাদের ঘেরে চলে গেছে। এব্যাপারে তিনি আদালতে মামলা করবেন বলে জানিয়েছেন। জমির মালিক আব্দুস সবুর বিশ্বাস বলেন, আমার মাতা গোলজান বিবির নামে ৭২২০ নং দলিল মূলে বন্দোবস্তকৃত জমি আমি নুরহাসান নামে এক ব্যক্তিতে হারি হিসেবে দিয়েছি। তিনি দীর্ঘদিন ধরে সেখানে মাছ চাষ করে আসছে। কিন্তু বৃহস্পতিবার সকালে দেখি আমার জমির ভেড়িবাঁধ কেটে দিয়ে তা জবরদখল করে নেওয়া হয়েছে। এ ঘটনায় আমরা আদালতে মামলা করবো।
সাবেক ইউপি সদস্য আসাদুজ্জামান আসাদ বলেন, আমরা খালটি হারি হিসেবে নিয়েছি। আর খালের ভিতর বাঁধ ছিল তাই কেটে দিয়েছি। ##