০৬:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় মানববন্ধনে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে খুলনা গভঃ ল্যাবরেটরী হাইস্কুলের মানববন্ধন

####

ঢাকা শিক্ষা ভবনের সামনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধনে মতিঝিল সরকারি হাইস্কুলের সিনিয়র শিক্ষককে লাঞ্চিতের ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবীতে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) তেলিগাতী কুয়েট রোডে গভঃ ল্যাবরেটরী হাইস্কুলের উদ্যোগে শিক্ষা ভবন কর্মকর্তা-কর্মচারীদের হামলার প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তৃতা করেন ল্যাবরেটরী হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবু হানিফ, সিনিয়র শিক্ষক শিক্ষক এস.এম সাইফুজ্জামান, এস.এম জহুরুল ইসলাম, মো. সামসুর রহমান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক শামীমা হক, শিক্ষক মোস্তফা যুবাইর আলম, সঞ্জয় কুমার মন্ডল, শিউলি থান্দার, মো. লুৎফুর রহমান, তৈমুর আলম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ পাবলিক সার্ভিস কমিশনের(পিএসসি)মাধ্যমে গেজেটেড কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত। বিভিন্ন সময়ে কর্তৃপক্ষের কাছে পদসোপান ঘোষণা ও বাস্তবায়নের জন্য আমরা আবেদন করেছি। কিন্তু প্রশাসনিক বৈষম্যের শিকার হয়ে শিক্ষকগণ দীর্ঘদিন ধরে অর্থনৈতিক ও রাষ্ট্রীয় কিছু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। গত ১৭ সেপ্টেম্বর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ তাদের ন্যায্য দাবি-দাওয়া নিয়ে ঢাকা শিক্ষা ভবনে মানববন্ধন করেন। এ সময় সেখানে অতর্কিত উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং সেসিপ প্রকল্পের কর্মচারীরা শিক্ষকদের শান্তিপূর্ণ মানববন্ধনে হামলা চালায়। হামলায় মতিঝিল সরকারি হাইস্কুলের একজন সিরিয়র শিক্ষক মারাত্মকভাবে আহত হন।

শিক্ষকরা বলেন, দুর্নীতি করে ও অবৈধ উপায়ে শিক্ষা প্রশাসনে যে সকল নিয়োগ ও পদায়ন প্রদান করা হয়েছে সেখানে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ বৈষম্যের শিকার হয়েছেন। এমতাবস্থায় শিক্ষকদের উপর হামলার তীব্র নিন্দা ও ধিক্কার এবং দ্রুততম সময়ের মধ্যে তাদের গ্রেপ্তারপূর্বক বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।একই সাথে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ন্যায্য দাবি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের কাছে দাবিও জানান তারা। ##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

কেএমপি’র ০২ পুলিশ সদস্য জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত

ঢাকায় মানববন্ধনে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে খুলনা গভঃ ল্যাবরেটরী হাইস্কুলের মানববন্ধন

প্রকাশিত সময় : ১২:৩১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

####

ঢাকা শিক্ষা ভবনের সামনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধনে মতিঝিল সরকারি হাইস্কুলের সিনিয়র শিক্ষককে লাঞ্চিতের ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবীতে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) তেলিগাতী কুয়েট রোডে গভঃ ল্যাবরেটরী হাইস্কুলের উদ্যোগে শিক্ষা ভবন কর্মকর্তা-কর্মচারীদের হামলার প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তৃতা করেন ল্যাবরেটরী হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবু হানিফ, সিনিয়র শিক্ষক শিক্ষক এস.এম সাইফুজ্জামান, এস.এম জহুরুল ইসলাম, মো. সামসুর রহমান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক শামীমা হক, শিক্ষক মোস্তফা যুবাইর আলম, সঞ্জয় কুমার মন্ডল, শিউলি থান্দার, মো. লুৎফুর রহমান, তৈমুর আলম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ পাবলিক সার্ভিস কমিশনের(পিএসসি)মাধ্যমে গেজেটেড কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত। বিভিন্ন সময়ে কর্তৃপক্ষের কাছে পদসোপান ঘোষণা ও বাস্তবায়নের জন্য আমরা আবেদন করেছি। কিন্তু প্রশাসনিক বৈষম্যের শিকার হয়ে শিক্ষকগণ দীর্ঘদিন ধরে অর্থনৈতিক ও রাষ্ট্রীয় কিছু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। গত ১৭ সেপ্টেম্বর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ তাদের ন্যায্য দাবি-দাওয়া নিয়ে ঢাকা শিক্ষা ভবনে মানববন্ধন করেন। এ সময় সেখানে অতর্কিত উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং সেসিপ প্রকল্পের কর্মচারীরা শিক্ষকদের শান্তিপূর্ণ মানববন্ধনে হামলা চালায়। হামলায় মতিঝিল সরকারি হাইস্কুলের একজন সিরিয়র শিক্ষক মারাত্মকভাবে আহত হন।

শিক্ষকরা বলেন, দুর্নীতি করে ও অবৈধ উপায়ে শিক্ষা প্রশাসনে যে সকল নিয়োগ ও পদায়ন প্রদান করা হয়েছে সেখানে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ বৈষম্যের শিকার হয়েছেন। এমতাবস্থায় শিক্ষকদের উপর হামলার তীব্র নিন্দা ও ধিক্কার এবং দ্রুততম সময়ের মধ্যে তাদের গ্রেপ্তারপূর্বক বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।একই সাথে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ন্যায্য দাবি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের কাছে দাবিও জানান তারা। ##