০৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

দশমিনায় অঞ্জান পার্টির খপ্পরে একই পরিবের ৫ সদস্য, স্বর্নলংকারসহ নগদ অর্থ লুট

####

পটুয়াখালী দশমিনা উপজেলায় অঞ্জান পার্টির খপ্পরে একই পরিবারে ৫ সদস্য ও স্বর্নলংকার সহ নগদ অর্থ লুট হবার ঘটনা ঘটে। গত বৃস্পতিবার রাত আনুমানি ১১ ঘটিকার সময় উপজেলার রনগোপালদী ইউনিয়েনের আউলিয়াপুর গ্রামে সেরাজ হাওলাদর এর বাড়িতে এ ঘটনা ঘটে।ভূক্তভোগীরা হলেন উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিপুর হওলাদর বাড়ির মোসাঃ সাথী আকতার(৩০), মনসুর হাওলাদার(২৭), আলমগীর হাওলার(৫০), শাহনাজ বেগম(৬০) ও মহিন হওলাদার(২২)

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কোন এক সময় অজ্ঞাত লোকজন আমাদের অগোচরে ঘরের মধ্যে লুকিয়ে ছিলো খাবারের সাথে চেতনাশক ঔষধ মিশিয়ে খাটের নিচে লুকিয়ে থাকে। ওই খাবার খেয়ে সকলে অচেতন হয়ে ঘরের বিভিন্ন স্থায়নে অঞ্জান হয়ে পরে থাকে। শুক্রবার সকালে ওই পরিবারে ৬ বছরের শিশু কন্যা শামিমা কান্নাকরলে প্রতিবেশীরা  এসে দেখে পরিবারে ৫ সদস্য এলোমেলো হয়ে শুয়ে আছে। কাহারো কোন বোধশক্তি নাই। ঘরের মালামল এলোমেলো পরে আছে। প্রতিবেশিবরা উদ্ধার করে দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে শুক্রবার সকাল ৭ টায় ভর্তি করেন। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্য রত চিকিৎসক ডাঃ মিঠুন চন্দ্র হালদার এর চিকিৎসাধীন আছে। ভূক্তভোগী ঐ পরিবারের সদস্য আলমগীর হালদার জানান, প্রতিদিনের মতো  রাতে খাবার খেয়ে বসতেই শরীর ঝিমঝিম করে আমি খাট পর্যন্ত যেতে পারিনি ঘরের মেঝেতে শুয়ে পরি সকাল ১১ টায় স্বাভাবিক হলে দেখি হাসপাতালে। সাথী আকতার  জানান, কিছুই বুজে উঠতে পারছিনা। খাবারের সাথে কে বা কাহারা হয়তো কিছু মিশিয়েছে তা না হলে সকলের অবস্থা এম হবার না। আমি শুক্রবার দুপুর ২ টায় হাসপাতাল থেকে বাড়ি গিয়ে বাসায়  দেখি মালামাল এলেমেলো আলমিরায় থাকা ৩(তিন) ভরি স্বর্ন(চেইন, ঝুমকা, হাতের রুলি) ও জমি কেনার তিন লাখ টাকা পাই না ছিলো তা পাইনা। ডাঃ মিঠুন চন্দ্র হালদার জানান,   শুক্রবার সকালে আসা ৫ জন রোগীকেই চেতনানাশক ঔষধ খাওয়াইছে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। সকলে বিপদ মুক্ত।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুল ইসলাম মজুমদার  জানান, ঘটনার বিষয় বিস্তারিত আবগত হয়েছি। ঘটনা স্থলে পুলিশ পাঠানে হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

গোপালগঞ্জে অপচিকিৎসায় রোগীর মৃত্যু, কথিত ডাক্তার আটক

দশমিনায় অঞ্জান পার্টির খপ্পরে একই পরিবের ৫ সদস্য, স্বর্নলংকারসহ নগদ অর্থ লুট

প্রকাশিত সময় : ০৭:২৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪

####

পটুয়াখালী দশমিনা উপজেলায় অঞ্জান পার্টির খপ্পরে একই পরিবারে ৫ সদস্য ও স্বর্নলংকার সহ নগদ অর্থ লুট হবার ঘটনা ঘটে। গত বৃস্পতিবার রাত আনুমানি ১১ ঘটিকার সময় উপজেলার রনগোপালদী ইউনিয়েনের আউলিয়াপুর গ্রামে সেরাজ হাওলাদর এর বাড়িতে এ ঘটনা ঘটে।ভূক্তভোগীরা হলেন উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিপুর হওলাদর বাড়ির মোসাঃ সাথী আকতার(৩০), মনসুর হাওলাদার(২৭), আলমগীর হাওলার(৫০), শাহনাজ বেগম(৬০) ও মহিন হওলাদার(২২)

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কোন এক সময় অজ্ঞাত লোকজন আমাদের অগোচরে ঘরের মধ্যে লুকিয়ে ছিলো খাবারের সাথে চেতনাশক ঔষধ মিশিয়ে খাটের নিচে লুকিয়ে থাকে। ওই খাবার খেয়ে সকলে অচেতন হয়ে ঘরের বিভিন্ন স্থায়নে অঞ্জান হয়ে পরে থাকে। শুক্রবার সকালে ওই পরিবারে ৬ বছরের শিশু কন্যা শামিমা কান্নাকরলে প্রতিবেশীরা  এসে দেখে পরিবারে ৫ সদস্য এলোমেলো হয়ে শুয়ে আছে। কাহারো কোন বোধশক্তি নাই। ঘরের মালামল এলোমেলো পরে আছে। প্রতিবেশিবরা উদ্ধার করে দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে শুক্রবার সকাল ৭ টায় ভর্তি করেন। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্য রত চিকিৎসক ডাঃ মিঠুন চন্দ্র হালদার এর চিকিৎসাধীন আছে। ভূক্তভোগী ঐ পরিবারের সদস্য আলমগীর হালদার জানান, প্রতিদিনের মতো  রাতে খাবার খেয়ে বসতেই শরীর ঝিমঝিম করে আমি খাট পর্যন্ত যেতে পারিনি ঘরের মেঝেতে শুয়ে পরি সকাল ১১ টায় স্বাভাবিক হলে দেখি হাসপাতালে। সাথী আকতার  জানান, কিছুই বুজে উঠতে পারছিনা। খাবারের সাথে কে বা কাহারা হয়তো কিছু মিশিয়েছে তা না হলে সকলের অবস্থা এম হবার না। আমি শুক্রবার দুপুর ২ টায় হাসপাতাল থেকে বাড়ি গিয়ে বাসায়  দেখি মালামাল এলেমেলো আলমিরায় থাকা ৩(তিন) ভরি স্বর্ন(চেইন, ঝুমকা, হাতের রুলি) ও জমি কেনার তিন লাখ টাকা পাই না ছিলো তা পাইনা। ডাঃ মিঠুন চন্দ্র হালদার জানান,   শুক্রবার সকালে আসা ৫ জন রোগীকেই চেতনানাশক ঔষধ খাওয়াইছে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। সকলে বিপদ মুক্ত।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুল ইসলাম মজুমদার  জানান, ঘটনার বিষয় বিস্তারিত আবগত হয়েছি। ঘটনা স্থলে পুলিশ পাঠানে হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।