০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দশমিনায় ছেলের প্রতি অভিমান করে বাবার আত্নহাত্যার চেস্টা

####
পটুয়াখালী দশমিনা উপজেলায় ছেলে কিস্তির টাকা না দেয়ায় বাবা বিষপান করে আত্নহত্যার চেস্টা করে। বুধবার সন্ধ্যায় বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিন দাসপাড়া গ্রামের বাসিন্দা মৃত. আজিজ হাওলাদারের ছেলে সহিদ হওলাদার(৫৫) এ ঘটনা ঘটায় ।
পরিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ঢাকায় কর্মরত ছেলে মোঃ রিপনের কাছে গ্রামীন ব্যাংকের কিস্তির টাকা  চাইলে ছেলে আবল-তাবল কথা বলে। তাই ছেলের কথায় বাবা মেনে নিতে না পেরে বৃহস্পতিবার সন্ধ্যা নিজ ঘরে ধানে চারায় দেয়া নাইট্রো বিষ পান করে। তার স্ত্রী দেখতে পেয়ে বিশেষ বোতল ফেলে দেয় এবং ডাক চিৎকার করে এতে বাড়ির পাশের লোক জন এসে দশমিনা হাসপাতালে নিয়ে আসে। দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ রাহুল বিন হালিমের চিকিৎসায় সুস্থ হয়। বর্তমানে দশমিনা হাসপাতালে ভর্তি আছে।
নাসির রাড়ী বলেন, সহিদ চাচার ছোট ছেলে আমাকে ঘুম থেকে উঠায়। বলে বাবা বিষ খাইছে তারা তারি আসেন। আমি গিয়ে তাকে টমটম যোগে দশমিনা হাসপাতালে নিয়ে আসি। কি কারনে বিষ খাইছে জানিনা।
ডাঃ রাহুল বিন হালিম বলেন, সহিদ হাওলাদা বিষ পান করে আসে প্রাথমিক চিকিৎসা করে ভর্তি করা হয় এখোন সুস্থ আছে। ##
Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ আটক -১ 

দশমিনায় ছেলের প্রতি অভিমান করে বাবার আত্নহাত্যার চেস্টা

প্রকাশিত সময় : ১১:৪৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
####
পটুয়াখালী দশমিনা উপজেলায় ছেলে কিস্তির টাকা না দেয়ায় বাবা বিষপান করে আত্নহত্যার চেস্টা করে। বুধবার সন্ধ্যায় বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিন দাসপাড়া গ্রামের বাসিন্দা মৃত. আজিজ হাওলাদারের ছেলে সহিদ হওলাদার(৫৫) এ ঘটনা ঘটায় ।
পরিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ঢাকায় কর্মরত ছেলে মোঃ রিপনের কাছে গ্রামীন ব্যাংকের কিস্তির টাকা  চাইলে ছেলে আবল-তাবল কথা বলে। তাই ছেলের কথায় বাবা মেনে নিতে না পেরে বৃহস্পতিবার সন্ধ্যা নিজ ঘরে ধানে চারায় দেয়া নাইট্রো বিষ পান করে। তার স্ত্রী দেখতে পেয়ে বিশেষ বোতল ফেলে দেয় এবং ডাক চিৎকার করে এতে বাড়ির পাশের লোক জন এসে দশমিনা হাসপাতালে নিয়ে আসে। দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ রাহুল বিন হালিমের চিকিৎসায় সুস্থ হয়। বর্তমানে দশমিনা হাসপাতালে ভর্তি আছে।
নাসির রাড়ী বলেন, সহিদ চাচার ছোট ছেলে আমাকে ঘুম থেকে উঠায়। বলে বাবা বিষ খাইছে তারা তারি আসেন। আমি গিয়ে তাকে টমটম যোগে দশমিনা হাসপাতালে নিয়ে আসি। কি কারনে বিষ খাইছে জানিনা।
ডাঃ রাহুল বিন হালিম বলেন, সহিদ হাওলাদা বিষ পান করে আসে প্রাথমিক চিকিৎসা করে ভর্তি করা হয় এখোন সুস্থ আছে। ##