০৭:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দশমিনায় শিশু শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

####

পটুয়াখালী দশমিনা উপজেলার বেতাগীসানকিপুর ইউনিয়নের রামভালক গ্রামের ৮ আছরের এক শিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে। বাড়ির পূর্বপাশের পরিত্যাক্ত ভীটা থেকে ৮বছরের শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।  উদ্ধারকৃত শিশু ৪৯নং রামভালক অগ্রনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী এবং বেতাগিসানকিপুর ইউনিয়নের ০৪নং ওয়ার্ড রামভালক গ্রামের মকবুল মৃধার ছোট মেয়ে মরিয়ম(৮)। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার(২৩ ফেব্রুয়ারী) সন্ধ্যার আগে মরিয়ম তার ফুফুর ঘরে বোন মরিয়মের সাথে মোবাইলে কাটুন দেখছিলো। সন্ধ্যা হয়ে যাওয়ায় মরিয়ম তাদের ঘরে চলে যায়। পরক্ষনে মরিয়মের মা তার দেবরের ঘরে মরিয়মকে খোঁজতে আসলে মরিয়ম চলে গেছে বলে তারা জানান। তার পর মরিয়মের মা সহ পরিবারের লোকজন মরিয়মকে পুকুরে, রাস্তার দোকানে খোঁজ করেন। না পেয়ে বাড়ির পূর্বপাশে ভিটায় মরিয়মের মা, বাবা, চাচা সহ ৪-৫ জন খোঁজতে যায় সেখানে গিয়ে মরিয়মকে রক্তাক্ত অবস্থায় মরদেহ পরে থাকতে দেখে ডাকচিৎকার করে। ভিটায় ডাকচিৎকার শুনে এলাকার লোকজন ছুটে গিয়ে মরিয়মকে রক্তাক্ত অবস্থায় দেখে দশমিনা থানায় জানালে। দশমিনা থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে মরিয়মের মরদেহ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসে।মরিয়মের মাথায় কোপ ও গলায় ওরনা পেচানোর চেহ্ন দেখা যায়। মরিয়মের মা মোসাঃ রিনা বেগম বলেন, দীর্ঘ ২ বছর রাজ্জাক, হারুন, বারেক, আবুল, শাহজাহান, জাকির মৃধা সাথে জমিজমা নিয়ে বিরোধ করে। সন্ধ্যার সময় হারুন মৃধার ছেলে, আবুল মৃধার ছেলে, শাহজাহান মৃধার ছেলে ও জাকির মৃধার ছেলেকে আমার ঘরের সামনে ঘুরতে দেখি। আমার সাথে জমিজমার বিরোধের কারনে ওই ছেলেরা আমার মেয়েকে সন্ধ্যায় জোরকরে বাড়ির পূর্বপাশের ভিটায় নিয়ে হত্যা করেছে। আমি এর বিচার চাই।  মরিয়মের বাবা মকবুল মৃধা বলেন, জমিজমা নিয়ে বিরোধ করে আমাকে রাজ্জাক, হারুন, বারেক, আবুল, শাহজাহান, জাকির মৃধা বহুবার মারধর করেছে। কয়েকদিন আগে মেরে ফেলার হুমকি দেয়। ওরাই আমার মেয়েকে আজ ভিটায় এনে হত্যা করেছে।

বেতাগিসানকিপুর ইউনিয়নের চেয়াম্যান মশিউর রহমান ঝন্টু বলেন, এটা একটি নিসংশ হত্যা কান্ড। সত্য উদগাটনে তদন্ত সহকারে এ হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করি। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুরুল ইসলাম মজুমদার বলেন, প্রাথমিক ভাবে শিশু মরিয়মের মাথায় কোপ ও গলায় ফাঁস দেয়ার চিহ্ন দেখা যায়। মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ আটক -১ 

দশমিনায় শিশু শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

প্রকাশিত সময় : ১২:৪৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪

####

পটুয়াখালী দশমিনা উপজেলার বেতাগীসানকিপুর ইউনিয়নের রামভালক গ্রামের ৮ আছরের এক শিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে। বাড়ির পূর্বপাশের পরিত্যাক্ত ভীটা থেকে ৮বছরের শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।  উদ্ধারকৃত শিশু ৪৯নং রামভালক অগ্রনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী এবং বেতাগিসানকিপুর ইউনিয়নের ০৪নং ওয়ার্ড রামভালক গ্রামের মকবুল মৃধার ছোট মেয়ে মরিয়ম(৮)। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার(২৩ ফেব্রুয়ারী) সন্ধ্যার আগে মরিয়ম তার ফুফুর ঘরে বোন মরিয়মের সাথে মোবাইলে কাটুন দেখছিলো। সন্ধ্যা হয়ে যাওয়ায় মরিয়ম তাদের ঘরে চলে যায়। পরক্ষনে মরিয়মের মা তার দেবরের ঘরে মরিয়মকে খোঁজতে আসলে মরিয়ম চলে গেছে বলে তারা জানান। তার পর মরিয়মের মা সহ পরিবারের লোকজন মরিয়মকে পুকুরে, রাস্তার দোকানে খোঁজ করেন। না পেয়ে বাড়ির পূর্বপাশে ভিটায় মরিয়মের মা, বাবা, চাচা সহ ৪-৫ জন খোঁজতে যায় সেখানে গিয়ে মরিয়মকে রক্তাক্ত অবস্থায় মরদেহ পরে থাকতে দেখে ডাকচিৎকার করে। ভিটায় ডাকচিৎকার শুনে এলাকার লোকজন ছুটে গিয়ে মরিয়মকে রক্তাক্ত অবস্থায় দেখে দশমিনা থানায় জানালে। দশমিনা থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে মরিয়মের মরদেহ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসে।মরিয়মের মাথায় কোপ ও গলায় ওরনা পেচানোর চেহ্ন দেখা যায়। মরিয়মের মা মোসাঃ রিনা বেগম বলেন, দীর্ঘ ২ বছর রাজ্জাক, হারুন, বারেক, আবুল, শাহজাহান, জাকির মৃধা সাথে জমিজমা নিয়ে বিরোধ করে। সন্ধ্যার সময় হারুন মৃধার ছেলে, আবুল মৃধার ছেলে, শাহজাহান মৃধার ছেলে ও জাকির মৃধার ছেলেকে আমার ঘরের সামনে ঘুরতে দেখি। আমার সাথে জমিজমার বিরোধের কারনে ওই ছেলেরা আমার মেয়েকে সন্ধ্যায় জোরকরে বাড়ির পূর্বপাশের ভিটায় নিয়ে হত্যা করেছে। আমি এর বিচার চাই।  মরিয়মের বাবা মকবুল মৃধা বলেন, জমিজমা নিয়ে বিরোধ করে আমাকে রাজ্জাক, হারুন, বারেক, আবুল, শাহজাহান, জাকির মৃধা বহুবার মারধর করেছে। কয়েকদিন আগে মেরে ফেলার হুমকি দেয়। ওরাই আমার মেয়েকে আজ ভিটায় এনে হত্যা করেছে।

বেতাগিসানকিপুর ইউনিয়নের চেয়াম্যান মশিউর রহমান ঝন্টু বলেন, এটা একটি নিসংশ হত্যা কান্ড। সত্য উদগাটনে তদন্ত সহকারে এ হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করি। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুরুল ইসলাম মজুমদার বলেন, প্রাথমিক ভাবে শিশু মরিয়মের মাথায় কোপ ও গলায় ফাঁস দেয়ার চিহ্ন দেখা যায়। মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।