####
পটুয়াখালী দশমিনা উপজেলায় পরিষদ নির্বাচনে বাছাই কমিটি একজনের প্রর্থীতা অবৈধ ঘোষনা করেন। ২৩ এপ্রিল মনোনায়ন বাছাই কমিটি চেয়ারম্যান পদে মোঃ আবু বককর ছিদ্দিক মনোনায়ন প্রাথমিক অবৈধ ঘোষনা করেন। উপজেলা নির্বাচন কমিশনার সাইফুল ইসলাম জানান, উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৮জন চেয়ারম্যান, ৩জন ভাইস চেয়ারম্যান ও ২ জন মহিলা ভাইস চেয়ারম্যান অনলাইনে মনোনয়ন দাখিল করেন তার মধ্যে মোঃ আবু বককর ছিদ্দিক এর দাখিলকৃত হলফনামায় গরমিল থাকায় সাময়িক প্রার্থীতা অবৈধ ঘোষনা করা হয়েছে। মোঃ আবু বককর ছিদ্দিক বলেন, উপজেলা নির্বাচন বাছাই কমিটি মনোনয়ন অবৈধ ঘোষনা করেন। আমাকে যে কারনে অবৈধ ঘোষনা করেন আমি আপিল করবো। আশা করি আপিলে আমার মনোনয়ন বৈধতা পাবো। আমার দাখিলকৃত কাগজের মধ্যে অন্য একজন প্রার্থীর কাগজ সংযোজন হয়েছে। জনগের সাথে আছি থাকবো।
জানা যায়, গত ২১ এপ্রিল আসন্ন ৬ষ্ঠ দশমিনা উপজেলা পরিষদ ২য় ধাপে নির্বাচনে দশমিনা উপজেলা পরিষদ নির্বাচনে ৮ জন চেয়ারম্যান পদে, ২ জন সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান, ৩ জন পরুষ ভাইস চেয়ারম্যান পদে অনলাইনে মনোনায়ন দখিল করেন।
অফিস : ৬৯/৭০ কেসিসি সুপার মার্কেট ( ২য় তলা ) খুলনা সদর, খুলনা। প্রকাশক - সম্পাদক : সুনীল দাস বার্তা সম্পাদক : তরিকুল ইসলাম ডালিম চিফ রিপোর্টার : মোঃ নাঈমুজ্জামান শরীফ । যোগাযোগ : dainikmadhumati@gmail.com, newsdainikmadhumoti@gmail.com Office No : Editor : 01712680702 / 01912067948
© All rights reserved by www.dainikmadhumati.com (Established in 2022)