০১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থার অবদান কম নয়

####

খুলনা বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক খান মোতাহের হোসেন বলেছেন, দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানের অবদান কম না। সরকার এবং বেসরকারি প্রচেষ্টায় দেশ অগ্রগতির পথে এগিয়ে চলছে। বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে রূপান্তর তার কর্মকা- দিয়ে দেশে এবং দেশের বাইরে প্রভূত সুনাম অর্জন করতে পেরেছে। বিশেষ করে উন্নয়ন যোগাযোগ মাধ্যমে পটগানের সংযোজন এবং তা’ দেশের বাইরে বিভিন্ন দেশে ছড়িয়ে দেয়ার জন্য রূপান্তর মানুষের কাছে নন্দিত সংগঠন হিসেবে স্থায়ী আসনে অধিষ্টিত হতে পেরেছে। আগামী দিনগুলোয় রূপান্তর অতীতের মতো তার কর্মপরিধি বাড়াবে এবং উদ্ভাবনী শক্তি দিয়ে আরও মানুষের কল্যাণে ভূমিকা পালন করতে সক্ষম হবে এটা আমরা আশা করি। তিনি শনিবার সকালে রূপান্তর-এর বার্ষিক সাধারণ সভা ২০২৩-২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন। খুলনা মহানগরীর শিরিশনগরস্থ রূপান্তর প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থার চেয়ার পার্সন তোফাজ্জেল হোসেন মঞ্জু। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সফিকুল ইসলাম। রূপান্তর-এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সংস্থার অপর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। বার্ষিক সাধারণ সভার শুরুতে জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। গত এক বছরে রূপান্তর-এর সাধারণ পরিষদের প্রয়াত দুই সদস্য বীর মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত সাংবাদিক এ কে হিরু এবং নারীনেত্রী এ্যাডভোকেট কানিজ ফাতেমা আমিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের প্রতিকৃতিতে পুষ্প অর্পন করা হয়। এ ছাড়া গত এক বছরে রূপান্তরের সাবেক সাধারণ পরিষদ সদস্য প্রয়াত নারীনেত্রী এ্যাডভোকেট অলোকানন্দা দাস, সাবেক কর্মী ও সুন্দরবন সুরক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনকারী প্রয়াত জ্যোতির্ময় মল্লিকসহ রূপান্তর কর্মী এবং তাদের আত্মীয়-স্বজনদের মৃত্যুতে সভায় শোক জ্ঞাপন করা হয়।

অনুষ্ঠানে রূপান্তর-এর বিগত এক বছরের কর্মকা- উপস্থাপন করেন সংস্থার সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। আর্থিক বিবরণী তুলে ধরেন সংস্থার কোষাধ্যক্ষ ও নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন। রূপান্তর সাধারণ পরিষদের সদস্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা মিনা রাজীব হোসেন, মামুন আল হাসান নাজু, এ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু, তৃণমূল নারীনেত্রী দান কুমারী, কাজী হাফিজুর রহমান, আব্দুস সবুর বিশ্বাস, অসীম কুমার পাল, নাছরিন সুলতানা লিমা, রুকসানা পারভীন প্রমূখ। সভায় রূপান্তর-এর বিগত এক বছরের কর্মকা ও বিভিন্ন নীতিমালার সংশোধন সহ বিভিন্ন কার্যক্রমের অনুমোদন দেয়া হয় এবং পরিবর্তী সময়ের জন্য কৌশলগত পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত এবং রূপান্তর সঙ্গীত পরিবেশন করেন রূপান্তর থিয়েটারের শিল্পীবৃন্দ।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মতবিনিময় সভা দু’গ্রুপের হাতাহাতিতে ভন্ডুল

দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থার অবদান কম নয়

প্রকাশিত সময় : ০৭:৫০:৩২ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪

####

খুলনা বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক খান মোতাহের হোসেন বলেছেন, দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানের অবদান কম না। সরকার এবং বেসরকারি প্রচেষ্টায় দেশ অগ্রগতির পথে এগিয়ে চলছে। বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে রূপান্তর তার কর্মকা- দিয়ে দেশে এবং দেশের বাইরে প্রভূত সুনাম অর্জন করতে পেরেছে। বিশেষ করে উন্নয়ন যোগাযোগ মাধ্যমে পটগানের সংযোজন এবং তা’ দেশের বাইরে বিভিন্ন দেশে ছড়িয়ে দেয়ার জন্য রূপান্তর মানুষের কাছে নন্দিত সংগঠন হিসেবে স্থায়ী আসনে অধিষ্টিত হতে পেরেছে। আগামী দিনগুলোয় রূপান্তর অতীতের মতো তার কর্মপরিধি বাড়াবে এবং উদ্ভাবনী শক্তি দিয়ে আরও মানুষের কল্যাণে ভূমিকা পালন করতে সক্ষম হবে এটা আমরা আশা করি। তিনি শনিবার সকালে রূপান্তর-এর বার্ষিক সাধারণ সভা ২০২৩-২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন। খুলনা মহানগরীর শিরিশনগরস্থ রূপান্তর প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থার চেয়ার পার্সন তোফাজ্জেল হোসেন মঞ্জু। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সফিকুল ইসলাম। রূপান্তর-এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সংস্থার অপর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। বার্ষিক সাধারণ সভার শুরুতে জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। গত এক বছরে রূপান্তর-এর সাধারণ পরিষদের প্রয়াত দুই সদস্য বীর মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত সাংবাদিক এ কে হিরু এবং নারীনেত্রী এ্যাডভোকেট কানিজ ফাতেমা আমিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের প্রতিকৃতিতে পুষ্প অর্পন করা হয়। এ ছাড়া গত এক বছরে রূপান্তরের সাবেক সাধারণ পরিষদ সদস্য প্রয়াত নারীনেত্রী এ্যাডভোকেট অলোকানন্দা দাস, সাবেক কর্মী ও সুন্দরবন সুরক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনকারী প্রয়াত জ্যোতির্ময় মল্লিকসহ রূপান্তর কর্মী এবং তাদের আত্মীয়-স্বজনদের মৃত্যুতে সভায় শোক জ্ঞাপন করা হয়।

অনুষ্ঠানে রূপান্তর-এর বিগত এক বছরের কর্মকা- উপস্থাপন করেন সংস্থার সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। আর্থিক বিবরণী তুলে ধরেন সংস্থার কোষাধ্যক্ষ ও নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন। রূপান্তর সাধারণ পরিষদের সদস্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা মিনা রাজীব হোসেন, মামুন আল হাসান নাজু, এ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু, তৃণমূল নারীনেত্রী দান কুমারী, কাজী হাফিজুর রহমান, আব্দুস সবুর বিশ্বাস, অসীম কুমার পাল, নাছরিন সুলতানা লিমা, রুকসানা পারভীন প্রমূখ। সভায় রূপান্তর-এর বিগত এক বছরের কর্মকা ও বিভিন্ন নীতিমালার সংশোধন সহ বিভিন্ন কার্যক্রমের অনুমোদন দেয়া হয় এবং পরিবর্তী সময়ের জন্য কৌশলগত পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত এবং রূপান্তর সঙ্গীত পরিবেশন করেন রূপান্তর থিয়েটারের শিল্পীবৃন্দ।