১২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে : আইজিপি

####

পুলিশের ইন্সপেক্টর জেনারেল(আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জঙ্গিবাদ নাশকতাসহ যেকোন অগণতান্ত্রিক অপশক্তির বিরুদ্ধে পুলিশ সদা সোচ্চার রয়েছে। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধে বাংলাদেশ পুলিশের ভূমিকা প্রশংসনীয়ভাবে সফল হয়েছে। তাই জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। এক সময় জাহানাবাদ খ্যাত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই জনপদ সন্ত্রাসীদের অভয়ারণ্য ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য দিক নির্দেশনায় বাংলাদেশ পুলিশ সেই সমস্ত সন্ত্রাসীদের দমন করতে সক্ষম হয়েছে। যার ফলে খুলনা এখন শান্তির জনপদ। খুলনার জনগণ এখন উৎফুল্ল চিত্তে নিরাপদে নির্বিঘ্নে তাদের ব্যবসা-বাণিজ্য ও অন্যান্য দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে পারছে। বুধবার (২৬ জুন) আনুষ্ঠানিকভাবে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সের ০৪ তলা অস্ত্রাগার ভবন, ০৬ তলা মাল্টিপারপাস ভবন, ৬০০ কেভি বৈদ্যুতিক উপকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ খালিশপুর থানার বড় বয়রা পুলিশ ফাঁড়ি এবং বয়রাস্থ পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডের শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উদ্বোধন শেষে তিনি কেএমপি’র পুলিশ লাইন্সে দুই নম্বর ফোর্স ব্যারাকের সামনে একটি বৃক্ষের চারা রোপণ করেন।

তিনি আরও বলেন, পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য বর্তমান সরকার আন্তরিক রয়েছে এবং ২০৪১ সালের স্মার্ট পুলিশ হিসেবে গড়ে তোলার জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অবকাঠামোগত যৌক্তিক উন্নয়ন ও লজিস্টিক সাপোর্ট বৃদ্ধির মাধ্যমে পুলিশের সেবাকে সহজীকরণ এবং জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তিনি বলেন, খুলনা পুলিশ লাইন্সে চারতলা অস্ত্রাগার ভবন, ছয় তলা মাল্টিপারপাস ভবন, ৬০০ কেভিএ বৈদ্যুতিক উপ-কেন্দ্রের ভৃত্তিপ্রস্তর স্থাপন সহ বড় বয়রা পুলিশ ফাঁড়ি ও মাল্টিপারপাস শেড উদ্বোধন করা হলো। গতকাল খুলনা জেলা পুলিশ লাইন্স এ নবনির্বিত সার্ভিস ব্লক এবং কেএমপি পুলিশ অফিসার্স মেস উদ্বোধন করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের অবকাঠামগত উন্নয়ন, আবাসন সমস্যার সমাধান, নান্দনিক পরিবেশে অবস্থান, সার্বিকভাবে অত্র মহানগরের এবং জেলার পুলিশের সেবার মানকে সমুন্নত করবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর স্বপ্নের সোনার বাংলায় জনবান্ধব পুলিশের যে স্বপ্ন দেখেছিলেন আমরা তা বাস্তবে রূপ দিতে চাই। সরকার যেমন পুলিশের জনবল বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে যত্নশীল, আমরা পুলিশ বাহিনীও তেমনি জনগণকে সেবার মাধ্যমে তার প্রতিদান দিতে চাই।

আইজিপি সাংবাদিকদেরকে পুলিশের পাশে থেকে পুলিশের ইতিবাচক কার্যক্রমে সহযোগিতা করার  প্রত্যাশা ব্যক্ত করে বলেন, আপনারা সমাজের দর্পণ। আশাকরি সামনের দিনগুলোতে আপনাদের সাথে আমাদের এই আন্তরিক বন্ধন অটুট থাকবে।

অনুষ্ঠানে কেএমপির পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, পিটিসি খুলনার ডিআইজি মো: নিশারুল আরিফ; খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডএফ) সরদার রকিবুল ইসলাম, এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছাঃ তাসলিমা খাতুন; খুলনার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমানসহ কেএমপি’র ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশে কর্মরত অফিসারদের আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। মতবিনিময় সভায় তিনি বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ও সেবা প্রদান আমাদের নৈতিক দায়িত্ব। পুলিশের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ায় আমাদের পবিত্র দায়িত্ব। এছাড়াও সামগ্রিকভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য উপস্থিত সংশ্লিষ্ট সকলকে গুরুত্বপূর্ণ ‍দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সকল প্রতিকূলতা ও সীমাবদ্ধতা উপেক্ষা করে পুলিশের সদস্যদের সততা, স্বচ্ছতা, দক্ষতা জবাবদিহিতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে আহবান জানান। ##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মতবিনিময় সভা দু’গ্রুপের হাতাহাতিতে ভন্ডুল

দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে : আইজিপি

প্রকাশিত সময় : ০২:৫২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪

####

পুলিশের ইন্সপেক্টর জেনারেল(আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জঙ্গিবাদ নাশকতাসহ যেকোন অগণতান্ত্রিক অপশক্তির বিরুদ্ধে পুলিশ সদা সোচ্চার রয়েছে। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধে বাংলাদেশ পুলিশের ভূমিকা প্রশংসনীয়ভাবে সফল হয়েছে। তাই জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। এক সময় জাহানাবাদ খ্যাত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই জনপদ সন্ত্রাসীদের অভয়ারণ্য ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য দিক নির্দেশনায় বাংলাদেশ পুলিশ সেই সমস্ত সন্ত্রাসীদের দমন করতে সক্ষম হয়েছে। যার ফলে খুলনা এখন শান্তির জনপদ। খুলনার জনগণ এখন উৎফুল্ল চিত্তে নিরাপদে নির্বিঘ্নে তাদের ব্যবসা-বাণিজ্য ও অন্যান্য দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে পারছে। বুধবার (২৬ জুন) আনুষ্ঠানিকভাবে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সের ০৪ তলা অস্ত্রাগার ভবন, ০৬ তলা মাল্টিপারপাস ভবন, ৬০০ কেভি বৈদ্যুতিক উপকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ খালিশপুর থানার বড় বয়রা পুলিশ ফাঁড়ি এবং বয়রাস্থ পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডের শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উদ্বোধন শেষে তিনি কেএমপি’র পুলিশ লাইন্সে দুই নম্বর ফোর্স ব্যারাকের সামনে একটি বৃক্ষের চারা রোপণ করেন।

তিনি আরও বলেন, পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য বর্তমান সরকার আন্তরিক রয়েছে এবং ২০৪১ সালের স্মার্ট পুলিশ হিসেবে গড়ে তোলার জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অবকাঠামোগত যৌক্তিক উন্নয়ন ও লজিস্টিক সাপোর্ট বৃদ্ধির মাধ্যমে পুলিশের সেবাকে সহজীকরণ এবং জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তিনি বলেন, খুলনা পুলিশ লাইন্সে চারতলা অস্ত্রাগার ভবন, ছয় তলা মাল্টিপারপাস ভবন, ৬০০ কেভিএ বৈদ্যুতিক উপ-কেন্দ্রের ভৃত্তিপ্রস্তর স্থাপন সহ বড় বয়রা পুলিশ ফাঁড়ি ও মাল্টিপারপাস শেড উদ্বোধন করা হলো। গতকাল খুলনা জেলা পুলিশ লাইন্স এ নবনির্বিত সার্ভিস ব্লক এবং কেএমপি পুলিশ অফিসার্স মেস উদ্বোধন করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের অবকাঠামগত উন্নয়ন, আবাসন সমস্যার সমাধান, নান্দনিক পরিবেশে অবস্থান, সার্বিকভাবে অত্র মহানগরের এবং জেলার পুলিশের সেবার মানকে সমুন্নত করবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর স্বপ্নের সোনার বাংলায় জনবান্ধব পুলিশের যে স্বপ্ন দেখেছিলেন আমরা তা বাস্তবে রূপ দিতে চাই। সরকার যেমন পুলিশের জনবল বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে যত্নশীল, আমরা পুলিশ বাহিনীও তেমনি জনগণকে সেবার মাধ্যমে তার প্রতিদান দিতে চাই।

আইজিপি সাংবাদিকদেরকে পুলিশের পাশে থেকে পুলিশের ইতিবাচক কার্যক্রমে সহযোগিতা করার  প্রত্যাশা ব্যক্ত করে বলেন, আপনারা সমাজের দর্পণ। আশাকরি সামনের দিনগুলোতে আপনাদের সাথে আমাদের এই আন্তরিক বন্ধন অটুট থাকবে।

অনুষ্ঠানে কেএমপির পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, পিটিসি খুলনার ডিআইজি মো: নিশারুল আরিফ; খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডএফ) সরদার রকিবুল ইসলাম, এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছাঃ তাসলিমা খাতুন; খুলনার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমানসহ কেএমপি’র ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশে কর্মরত অফিসারদের আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। মতবিনিময় সভায় তিনি বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ও সেবা প্রদান আমাদের নৈতিক দায়িত্ব। পুলিশের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ায় আমাদের পবিত্র দায়িত্ব। এছাড়াও সামগ্রিকভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য উপস্থিত সংশ্লিষ্ট সকলকে গুরুত্বপূর্ণ ‍দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সকল প্রতিকূলতা ও সীমাবদ্ধতা উপেক্ষা করে পুলিশের সদস্যদের সততা, স্বচ্ছতা, দক্ষতা জবাবদিহিতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে আহবান জানান। ##