০১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দেশ পুনর্গঠনের পরই নির্বাচন : ড. ইউনূস

  • অফিস ডেক্স :
  • প্রকাশিত সময় : ০৮:৪০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
  • ৯ পড়েছেন

####

দেশে দুর্নীতিতে ছেয়ে গেছে। ঠিক করতে সময় লাগবে। আশা করি নতুন বাংলাদশ তৈরিতে সবাই পাশে থাকবেন। অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করতে চায় অন্তর্বর্তী সরকার। তবে দেশের আইন থেকে শুরু করে প্রশাসনসহ বিভিন্ন সংস্থা পুনর্গঠনের পর নির্বাচনের ব্যবস্থা করবে অন্তর্বর্তী সরকার। রোববার (১৮ আগস্ট) ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ছাত্র আন্দোলনে শত শত মানুষ মারা গেছে। হাজারো মানুষ আওয়ামী লীগ ও তার দলবলের দ্বারা আহত হয়েছে। অনেক ছাত্র চোখে গুলি খেয়েছে, আমি তাদের দেখতে গিয়েছিলাম। আমরা জানি না ওদের কি হবে।

ড. ইউনূস বলেন, ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। এই সরকারের অগ্রাধিকার হলো আইন শৃংখলা বাহিনীর দ্বারা সমাজে শান্তি ফিরিয়ে আনা। তিনি আরও বলেন, পৃথিবীর কোনো দেশের ছাত্রদেরকে এত ত্যাগ করতে হয়নি। পৃথিবীর কোথাও নাগিরকেরা এতটা মানবাধিকার বঞ্চিত হয়নি।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। ওই আন্দোলনে ঢাকাসহ সারাদেশে কয়েকশ মানুষের প্রাণহানি হয়। সরকার পতনের পর ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মতবিনিময় সভা দু’গ্রুপের হাতাহাতিতে ভন্ডুল

দেশ পুনর্গঠনের পরই নির্বাচন : ড. ইউনূস

প্রকাশিত সময় : ০৮:৪০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪

####

দেশে দুর্নীতিতে ছেয়ে গেছে। ঠিক করতে সময় লাগবে। আশা করি নতুন বাংলাদশ তৈরিতে সবাই পাশে থাকবেন। অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করতে চায় অন্তর্বর্তী সরকার। তবে দেশের আইন থেকে শুরু করে প্রশাসনসহ বিভিন্ন সংস্থা পুনর্গঠনের পর নির্বাচনের ব্যবস্থা করবে অন্তর্বর্তী সরকার। রোববার (১৮ আগস্ট) ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ছাত্র আন্দোলনে শত শত মানুষ মারা গেছে। হাজারো মানুষ আওয়ামী লীগ ও তার দলবলের দ্বারা আহত হয়েছে। অনেক ছাত্র চোখে গুলি খেয়েছে, আমি তাদের দেখতে গিয়েছিলাম। আমরা জানি না ওদের কি হবে।

ড. ইউনূস বলেন, ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। এই সরকারের অগ্রাধিকার হলো আইন শৃংখলা বাহিনীর দ্বারা সমাজে শান্তি ফিরিয়ে আনা। তিনি আরও বলেন, পৃথিবীর কোনো দেশের ছাত্রদেরকে এত ত্যাগ করতে হয়নি। পৃথিবীর কোথাও নাগিরকেরা এতটা মানবাধিকার বঞ্চিত হয়নি।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। ওই আন্দোলনে ঢাকাসহ সারাদেশে কয়েকশ মানুষের প্রাণহানি হয়। সরকার পতনের পর ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়।