০৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নারী ফুটবলারদের উপর হামলাকারীদের জামিন বাতিলপূবর্ক গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শান্তির দাবীতে মানববন্ধন

####

খুলনায় বটিয়াঘাটায় নারী ফুটবলার সাদিয়া নাসরিন, মঙ্গলী বাগচী, জুই মন্ডল, হাজেরা খাতুনদের উপর হামলাকারীদের জামিন বাতিল পূর্বক দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে খুলনা সম্মিলিত নারী অধিকার সুরক্ষা ফোরামের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে সম্মিলিত নারী অধিকার সুরক্ষা ফোরামের সভানেত্রী এ্যাড. তাসলিমা খাতুন ছন্দার সভাপতিত্বে ও নারী নেত্রী ‍সুতপা বেদজ্ঞের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন সুজনের আহবায়ক এ্যাড. কুদরত-ই খুদা, সাবেক ফুটবলার এসএম. সোহরাব হোসেন, এ্যাড. অশোক ‍কুমার সাহা, সিপিবির এসএ. রশীধ, মিজানুর রহমান বাবু, আব্দুল করিম, অধ্যাপক রমা রহমান, মেরিনা যুথি, মাসুদুর রহমান রঞ্জু, অধ্যাপক অজন্তা দাস, নাগরিক নেতা মাহুববুর রহমান খোকন, এ্যাড. এটিএম মনিরুজ্জামান, নারী নেত্রী এ্যাড. সাবিত্রী চক্রবর্তী, কাকন মল্লিক, মমতা বিশ্বাস, জাহানারা আক্তারী, শ্রমিক নেতা ণূর ইসলাম, আফজাল হোসেন রাজু, সাবেক ফুটবরার শেখ আইনাল হক, খেলোয়াড় কল্যান সমিতির নেতা মো: জাহিদুল ইসলাম টোটন প্রমুখ।

মানববন্ধনে নারী নেতৃবৃন্দ বলেন, দেশের মেয়েরা যখন আন্তর্জাতিক অঙ্গনে খেলায় সুনাম অর্জন করছে। কিন্তু একটি সাম্প্রদায়িক গোষ্টি এটাকে সহ্য করতে না পেরে তাদের উপর হামলা করেছে। এ হামলা নারী ফুটবলারদের উপরই শুধু নয়-এটা দেশের উন্নয়ণ-অগ্রগতির উপর হামলা। দূর্বত্তরা শুধু হামলা করেই থেমে থাকেনি। আসামীরা জামিন পেয়ে নারী ফুটবলারদের উপর হামলার মামলা তুলে নিতে এসিড নিক্ষেপ করার হুমকিও দিচ্ছে। সন্ত্রাসীদের হুমকীর কারণে খেরোয়াড়রা এখন প্রশিক্ষনে যেতে ভয় পাচ্ছে। ইতিমধ্যেই তাদের প্রাকটিস বন্ধ হয়ে গেছে। এ ঘটনা অত্যন্ত নিন্দনীয়। নারী খেলোয়ারদের হুমকি দেওয়া ও হামলাকারীদের জামিন বাতিল করে দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবী জানান নারী নেতৃবৃন্দ।

উল্লেখ্য,গত ২৭জুলাই বৃহষ্পতিবার তেঁতুলতলা সুপারকুইন ফুটবল একাডেমীর নারী খেলোয়াড়রা প্রতিদিনের ন্যায় মাঠে অনুশীলন করার সময় দুবৃর্ত্তরা নারী খেলোয়াড়দের ছবি মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া এবং সেটা তার পিতা-মাতাকে দেখিয়ে নানা কুরুচিপূর্ণ মন্তব্য ও গালিগালাজ করে। এ সময় ছবি তোলা ও তা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে অশালীন মন্তব্যের প্রতিবাদ করতে গেলে স্থানীয় দূর্বৃত্ত নূর আলম, তার মেয়ে নুপুর খাতুন ফুটবলার সাদিয়কে বেপরোয়া মারপিট করে। বিষয়টি তার মা রাবেয়া বেগম ও ক্লাবের কোচ মো: মোস্তাকুজ্জামানকে জানায়। পরে ফুটবল টিমের খেরোয়াড়সহ নূর আলমের বাড়ীতে গিয়ে মারপিটের ঘটনা জানতে চাইলে নূর আলম, তার ছেলে আলাউদ্দিন ও সালাউদ্দিন, মেয়ে নুপুর, স্ত্রী রঞ্জি বেগম এবং মনোয়ারা বেগম সংঘবদ্ধ হয়ে নারী ফুটবলারদের উপর আবারও দা, কুড়াল, লাঠিসোটা, রড ও অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। এ সময় খুলনা জেলা অনুর্ধ-১৭ দলের অন্যতম নারী ফুটবল খেলোয়াড় মঙ্গলী বাগচীর মাথায় ফেটে যায়। এছাড়া জুই মন্ডল সাদিয়া নাসরিন, মলঙ্গী বাগচী, হাজেরা খাতুন রক্তাক্ত জখম হয়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ হামলার ঘটনায় বটিয়াঘাটা থানায় মামলা হলেও হামলাকারীরা জামিন পেয়ে মামলা তুলে নিতে ভয়ভীতিসহ হত্যার হুমকি দেয়। ##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ আটক -১ 

নারী ফুটবলারদের উপর হামলাকারীদের জামিন বাতিলপূবর্ক গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শান্তির দাবীতে মানববন্ধন

প্রকাশিত সময় : ০২:৪৩:১৬ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩

####

খুলনায় বটিয়াঘাটায় নারী ফুটবলার সাদিয়া নাসরিন, মঙ্গলী বাগচী, জুই মন্ডল, হাজেরা খাতুনদের উপর হামলাকারীদের জামিন বাতিল পূর্বক দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে খুলনা সম্মিলিত নারী অধিকার সুরক্ষা ফোরামের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে সম্মিলিত নারী অধিকার সুরক্ষা ফোরামের সভানেত্রী এ্যাড. তাসলিমা খাতুন ছন্দার সভাপতিত্বে ও নারী নেত্রী ‍সুতপা বেদজ্ঞের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন সুজনের আহবায়ক এ্যাড. কুদরত-ই খুদা, সাবেক ফুটবলার এসএম. সোহরাব হোসেন, এ্যাড. অশোক ‍কুমার সাহা, সিপিবির এসএ. রশীধ, মিজানুর রহমান বাবু, আব্দুল করিম, অধ্যাপক রমা রহমান, মেরিনা যুথি, মাসুদুর রহমান রঞ্জু, অধ্যাপক অজন্তা দাস, নাগরিক নেতা মাহুববুর রহমান খোকন, এ্যাড. এটিএম মনিরুজ্জামান, নারী নেত্রী এ্যাড. সাবিত্রী চক্রবর্তী, কাকন মল্লিক, মমতা বিশ্বাস, জাহানারা আক্তারী, শ্রমিক নেতা ণূর ইসলাম, আফজাল হোসেন রাজু, সাবেক ফুটবরার শেখ আইনাল হক, খেলোয়াড় কল্যান সমিতির নেতা মো: জাহিদুল ইসলাম টোটন প্রমুখ।

মানববন্ধনে নারী নেতৃবৃন্দ বলেন, দেশের মেয়েরা যখন আন্তর্জাতিক অঙ্গনে খেলায় সুনাম অর্জন করছে। কিন্তু একটি সাম্প্রদায়িক গোষ্টি এটাকে সহ্য করতে না পেরে তাদের উপর হামলা করেছে। এ হামলা নারী ফুটবলারদের উপরই শুধু নয়-এটা দেশের উন্নয়ণ-অগ্রগতির উপর হামলা। দূর্বত্তরা শুধু হামলা করেই থেমে থাকেনি। আসামীরা জামিন পেয়ে নারী ফুটবলারদের উপর হামলার মামলা তুলে নিতে এসিড নিক্ষেপ করার হুমকিও দিচ্ছে। সন্ত্রাসীদের হুমকীর কারণে খেরোয়াড়রা এখন প্রশিক্ষনে যেতে ভয় পাচ্ছে। ইতিমধ্যেই তাদের প্রাকটিস বন্ধ হয়ে গেছে। এ ঘটনা অত্যন্ত নিন্দনীয়। নারী খেলোয়ারদের হুমকি দেওয়া ও হামলাকারীদের জামিন বাতিল করে দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবী জানান নারী নেতৃবৃন্দ।

উল্লেখ্য,গত ২৭জুলাই বৃহষ্পতিবার তেঁতুলতলা সুপারকুইন ফুটবল একাডেমীর নারী খেলোয়াড়রা প্রতিদিনের ন্যায় মাঠে অনুশীলন করার সময় দুবৃর্ত্তরা নারী খেলোয়াড়দের ছবি মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া এবং সেটা তার পিতা-মাতাকে দেখিয়ে নানা কুরুচিপূর্ণ মন্তব্য ও গালিগালাজ করে। এ সময় ছবি তোলা ও তা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে অশালীন মন্তব্যের প্রতিবাদ করতে গেলে স্থানীয় দূর্বৃত্ত নূর আলম, তার মেয়ে নুপুর খাতুন ফুটবলার সাদিয়কে বেপরোয়া মারপিট করে। বিষয়টি তার মা রাবেয়া বেগম ও ক্লাবের কোচ মো: মোস্তাকুজ্জামানকে জানায়। পরে ফুটবল টিমের খেরোয়াড়সহ নূর আলমের বাড়ীতে গিয়ে মারপিটের ঘটনা জানতে চাইলে নূর আলম, তার ছেলে আলাউদ্দিন ও সালাউদ্দিন, মেয়ে নুপুর, স্ত্রী রঞ্জি বেগম এবং মনোয়ারা বেগম সংঘবদ্ধ হয়ে নারী ফুটবলারদের উপর আবারও দা, কুড়াল, লাঠিসোটা, রড ও অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। এ সময় খুলনা জেলা অনুর্ধ-১৭ দলের অন্যতম নারী ফুটবল খেলোয়াড় মঙ্গলী বাগচীর মাথায় ফেটে যায়। এছাড়া জুই মন্ডল সাদিয়া নাসরিন, মলঙ্গী বাগচী, হাজেরা খাতুন রক্তাক্ত জখম হয়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ হামলার ঘটনায় বটিয়াঘাটা থানায় মামলা হলেও হামলাকারীরা জামিন পেয়ে মামলা তুলে নিতে ভয়ভীতিসহ হত্যার হুমকি দেয়। ##