০৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পরিবহন ও ট্রলি (মাহিন্দা্র) সংঘর্ষ, এক পথচারী নিহত

  • সংবাদদাতা
  • প্রকাশিত সময় : ০৮:৪৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪
  • ৬৮ পড়েছেন

মো.বেল্লাল হোসেন,দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালী দশমিনা উপজেলায় পরিবহন ও ট্রলির (মাহিন্দ্রা ) সংঘর্ষে পরিবহনের ধাক্কায় এক পথচারি নিহতের ঘটনা ঘটে।

উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের মৃত.গহরআলী খাঁনের ছেলে মো.আমির হোসেন খাঁন(৮৫) নিহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা টু রনগোপালদী যাত্রি পরিবহন “অন্তরা ক্লাসিক “ উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর চৌরাস্তায় মোর ঘোরার সময় মঙ্গলবার সকাল ৯ টায় একটি মাল বাহি ট্রলি (মাহিন্দ্রা) মুখামুখি সংঘর্ষ হয় এতে করে পরিবহনের ধাক্কায় এক পথচারি ও আউলিয়া বাজার ব্যবসায়ী মো.আমির হোসেন কে ধাক্কাদেয়। ঘটনা স্থলে আমির হোসেন খান মারা যায়। মারা যাবার পর ঘটনা স্থল থেকে প্রতিবেশি ও আত্নীয়রা আমির হোসেন খাঁন এর মরদেহ বাড়ি নিয়ে যায়। এ ঘটনায় পরিবহন আন্তরা ক্লাসিক এর চালক মোঃ আরিফ হোসেন রানা ও ট্রলি (মাহিন্দ্রা) গড়ি চালক মো.মিলন ফকিরকে থানায় আনা হয়।
প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন ঢালি ও ফিরোজ হোসেন বলেন, অন্তরা ক্লাসিক ও ট্রলি(মাহিন্দ্রা) আউলিয়া চৌরাস্তার মোর দিয়ে দ্রুত গতিতে ক্রোস করার সময় পরিববহন অন্তরা ক্লাসিক ও ট্রলির(মাহিন্দ্রা) সাথে মুখামুখি সংঘর্ষ হয় এতে করে আন্তরা ক্লাসিক(ঢাকা মেট্রো —ব—১৫—৬৬৮৫ এর সাথে পথচারি মো.আমির হোসেন কে ধাক্কাদেয় এতে করে ঘটনা স্থলেই আউলিয়াপুর বাজারে ব্যবসায়ী আমি হোসেন খাঁন মারা যায়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরুল ইসলাম মজুমদার বলেন, ঘটনার বিষয়ে শুনে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনা স্থল থেকে পরিবহ ও মাহিন্দ্রা গাড়ি জব্দ ও চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

dainik madhumati

জনপ্রিয়

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ আটক -১ 

পরিবহন ও ট্রলি (মাহিন্দা্র) সংঘর্ষ, এক পথচারী নিহত

প্রকাশিত সময় : ০৮:৪৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪

মো.বেল্লাল হোসেন,দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালী দশমিনা উপজেলায় পরিবহন ও ট্রলির (মাহিন্দ্রা ) সংঘর্ষে পরিবহনের ধাক্কায় এক পথচারি নিহতের ঘটনা ঘটে।

উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের মৃত.গহরআলী খাঁনের ছেলে মো.আমির হোসেন খাঁন(৮৫) নিহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা টু রনগোপালদী যাত্রি পরিবহন “অন্তরা ক্লাসিক “ উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর চৌরাস্তায় মোর ঘোরার সময় মঙ্গলবার সকাল ৯ টায় একটি মাল বাহি ট্রলি (মাহিন্দ্রা) মুখামুখি সংঘর্ষ হয় এতে করে পরিবহনের ধাক্কায় এক পথচারি ও আউলিয়া বাজার ব্যবসায়ী মো.আমির হোসেন কে ধাক্কাদেয়। ঘটনা স্থলে আমির হোসেন খান মারা যায়। মারা যাবার পর ঘটনা স্থল থেকে প্রতিবেশি ও আত্নীয়রা আমির হোসেন খাঁন এর মরদেহ বাড়ি নিয়ে যায়। এ ঘটনায় পরিবহন আন্তরা ক্লাসিক এর চালক মোঃ আরিফ হোসেন রানা ও ট্রলি (মাহিন্দ্রা) গড়ি চালক মো.মিলন ফকিরকে থানায় আনা হয়।
প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন ঢালি ও ফিরোজ হোসেন বলেন, অন্তরা ক্লাসিক ও ট্রলি(মাহিন্দ্রা) আউলিয়া চৌরাস্তার মোর দিয়ে দ্রুত গতিতে ক্রোস করার সময় পরিববহন অন্তরা ক্লাসিক ও ট্রলির(মাহিন্দ্রা) সাথে মুখামুখি সংঘর্ষ হয় এতে করে আন্তরা ক্লাসিক(ঢাকা মেট্রো —ব—১৫—৬৬৮৫ এর সাথে পথচারি মো.আমির হোসেন কে ধাক্কাদেয় এতে করে ঘটনা স্থলেই আউলিয়াপুর বাজারে ব্যবসায়ী আমি হোসেন খাঁন মারা যায়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরুল ইসলাম মজুমদার বলেন, ঘটনার বিষয়ে শুনে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনা স্থল থেকে পরিবহ ও মাহিন্দ্রা গাড়ি জব্দ ও চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।