১২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছায় জোয়ারের প্রবল পানির চাপে বাঁধ ভেঙ্গে ১৩গ্রাম প্লাবিত

####

খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের কালিনগর এলাকায় জোয়ারের অতিরিক্ত পানির চাপে ভদ্রা নদীর ওয়াপদার বাঁধ ভেঙ্গে গেছে। এতে দেলুটি ইউনিয়নের ২২নং পোল্ডারের ১৩টি গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে অর্ধলক্ষাধিক মানুষ। ডুবে গেছে ফসলের ক্ষেত ও আমনের বীজতলা-ভেসে গেছে মাছের ঘের ও পুকুর।

দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলের দিকে প্রবল জোয়ারে ভদ্রা নদীর পানির উচ্চতা অতিরিক্ত বৃদ্ধি পেয়ে দেলুটি ইউনিয়নের ২২নং পোল্ডারের কালিনগর বাওয়ালি বাড়ির দক্ষিণ পাশের প্রায় ৩শ’ ফুটের বেশি এলাকা জুড়ে ওয়াপদার বাঁধ ভেঙ্গে যায়্ সেখান দিয়ে নদীল পানির প্রবল স্রোতে লোকালয় প্লাবিত হয়েছে।এই পোল্ডারের আওতাধীন এলাকাকার কালিনগর, গোপী পাগলা, তেলিখালী, সৈয়দখালী, খেজুরতলা, সেনের বেড়, হাটবাড়ী, ফুলবাড়ি, বাগীরদানা, র্দূগাপুর, নোয়াই, হরিনখোলা, দারুলমল্লিকসহ ১৩টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিতে রোপণকৃত ধান ও বীজতলাসহ বাড়ি-ঘর তলিয়ে গেছে। এলাকার প্রায় সবগুরো মাছের ঘের ও পুকুর ভেসে গেছে।

দারুণমল্লিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকৃতি মোহন সরকার জানান, এলাকাবাসীর সহায়তায় বাঁধ মেরামতের চেষ্টা করেও প্রবল পানির তোড়ে বাঁধ মেরামত করা সম্ভব হচ্ছে না। বাঁধ মেরামতে এলাকাবাসী দ্রুত পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

খুলনা পানি উন্নয়ণ র্বোডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী বিদ্যুত কুমার সাহা জানান, বাঁধ ভেঙ্গে যাওয়ার খবর পেয়ে সংশ্লিষ্ঠ কমকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। অতি দ্রুতই ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামত করা হবে বলেও জানান তিনি। ##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মতবিনিময় সভা দু’গ্রুপের হাতাহাতিতে ভন্ডুল

পাইকগাছায় জোয়ারের প্রবল পানির চাপে বাঁধ ভেঙ্গে ১৩গ্রাম প্লাবিত

প্রকাশিত সময় : ১১:৩২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪

####

খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের কালিনগর এলাকায় জোয়ারের অতিরিক্ত পানির চাপে ভদ্রা নদীর ওয়াপদার বাঁধ ভেঙ্গে গেছে। এতে দেলুটি ইউনিয়নের ২২নং পোল্ডারের ১৩টি গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে অর্ধলক্ষাধিক মানুষ। ডুবে গেছে ফসলের ক্ষেত ও আমনের বীজতলা-ভেসে গেছে মাছের ঘের ও পুকুর।

দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলের দিকে প্রবল জোয়ারে ভদ্রা নদীর পানির উচ্চতা অতিরিক্ত বৃদ্ধি পেয়ে দেলুটি ইউনিয়নের ২২নং পোল্ডারের কালিনগর বাওয়ালি বাড়ির দক্ষিণ পাশের প্রায় ৩শ’ ফুটের বেশি এলাকা জুড়ে ওয়াপদার বাঁধ ভেঙ্গে যায়্ সেখান দিয়ে নদীল পানির প্রবল স্রোতে লোকালয় প্লাবিত হয়েছে।এই পোল্ডারের আওতাধীন এলাকাকার কালিনগর, গোপী পাগলা, তেলিখালী, সৈয়দখালী, খেজুরতলা, সেনের বেড়, হাটবাড়ী, ফুলবাড়ি, বাগীরদানা, র্দূগাপুর, নোয়াই, হরিনখোলা, দারুলমল্লিকসহ ১৩টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিতে রোপণকৃত ধান ও বীজতলাসহ বাড়ি-ঘর তলিয়ে গেছে। এলাকার প্রায় সবগুরো মাছের ঘের ও পুকুর ভেসে গেছে।

দারুণমল্লিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকৃতি মোহন সরকার জানান, এলাকাবাসীর সহায়তায় বাঁধ মেরামতের চেষ্টা করেও প্রবল পানির তোড়ে বাঁধ মেরামত করা সম্ভব হচ্ছে না। বাঁধ মেরামতে এলাকাবাসী দ্রুত পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

খুলনা পানি উন্নয়ণ র্বোডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী বিদ্যুত কুমার সাহা জানান, বাঁধ ভেঙ্গে যাওয়ার খবর পেয়ে সংশ্লিষ্ঠ কমকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। অতি দ্রুতই ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামত করা হবে বলেও জানান তিনি। ##