### রাজশাহীর পুঠিয়ায় আগাছা নাশক ওষুধ দিয়ে তিন বিঘা জমির গম খেত পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাতে পুঠিয়া উপজেলার সদর ইউনিয়নের কান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় থানায় ৪ জনের নামে সাধারণ ডায়েরি করেছেন ক্ষতিগ্রস্ত এক নারী কৃষক। ভুক্তভোগি রেখা বেগম বলেন, পারিবারিক কলহে এক বছরের বেশী সময় থেকে বাবার বাড়িতে থাকেন। তার স্বামি নকির উদ্দীন তার কোনো যোগাযোগ ও খোজ খবর রাখেন না। এখানে পিতার জমিতে চাষাবাদ করে দিন পার করেন। সম্প্রতি স্বামি নকির উদ্দীন তাকে বিভিন্ন ভাবে হুমকি ও ক্ষয়ক্ষতি করার হুমকি দিয়ে আসছিল। সে সূত্রে গত সোমবার দিবাগত রাতের যেকোনো সময় তিনি ও আরো দুই তিনজন সহযোগি মিলে আমার বপনকৃত তিন বিঘা গম খেতে আগাছা নাশক স্প্রে করেন। এরপর সকালে গিয়ে দেখি জমিতে থাকা সব গম গাছগুলো পুড়ে শুকিয়ে গেছে। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় আমার স্বামিসহ আরো তিন জনের নামে থানায় জিডি করেছি। অভিযুক্ত স্বামি নকির উদ্দীন বলেন, স্ত্রীর সাথে বিবাদ থাকলেও ফসলের ক্ষতি আমি করিনি। কেবা কাহারা করেছেন তাও আমার জানা নেই। এ ব্যাপারে পুঠিয়ায় থানার ওসি ফারুক হোসেন বলেন, ফসল পুড়িয়ে দেয়ায় অভিযোগে এক মহিলা তার স্বামির বিরুদ্ধে থানায় ডায়েরিভুক্ত করেছেন। আমরা বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।##
অফিস : ৬৯/৭০ কেসিসি সুপার মার্কেট ( ২য় তলা ) খুলনা সদর, খুলনা। প্রকাশক - সম্পাদক : সুনীল দাস বার্তা সম্পাদক : তরিকুল ইসলাম ডালিম চিফ রিপোর্টার : মোঃ নাঈমুজ্জামান শরীফ । যোগাযোগ : dainikmadhumati@gmail.com, newsdainikmadhumoti@gmail.com Office No : Editor : 01712680702 / 01912067948
© All rights reserved by www.dainikmadhumati.com (Established in 2022)