১০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর গাড়ীবহরে হামলাকারী ১৬বছরের সাজাপ্রাপ্ত সন্ত্রাসী আলাউদ্দিন গ্রেফতার

####

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশের উদ্দেশ্যে গাড়ীবহরে হামলাকারী ১৬ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত সন্ত্রাসী মো: আলাউদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব। ০৩ সেপ্টেম্বর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি টিম চুয়াডাঙ্গার দর্শনা থানার মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে সাতক্ষীরার কলারোয়ার কিসমত ইলিশপুরের মোকছেদ আলীর ছেলে।

র্যাব জানায়, গত ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরার কলারোয়া এলাকায় পৌছালে কতিপয় সন্ত্রাসী তাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র, হাত বোমাসহ তার  গাড়িবহরে হামলা চালায়।এই  হামলার ঘটনায় কলারোয়া থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনসহ পৃথক ০৩টি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত আসামী আলাউদ্দিন হামলার পরিকল্পনাকারী এবং বিস্ফোরক বহনকারীদের অন্যতম। সে তার সহযোগীদের নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করে। হামলায় অনেক নেতাকর্মী গুরুতর আহত এবং বেশ কয়েকটি সরকারী গাড়ি ক্ষতিগ্রস্থ হয়। মামলাগুলোর বিচার কাজ শেষে সাতক্ষীরার স্পেশাল ট্রাইবুনাল-৩ এর বিজ্ঞ বিচারক ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় গত ১৮ এপ্রিল আসামীদের দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। গ্রেফতারকৃত আলাউদ্দিনসহ ৪৮ জনকে যাবজ্জীবন সাজাসহ বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। আসামী আলাউদ্দিনকে তিনটি পৃথক মামলায় বিভিন্ন মেয়াদে ১৬ বছরের সাজা প্রদান করা হয়। রায়ের পরে আলাউদ্দিন আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবত পালিয়ে বেড়াচ্ছিল। র্যাবের তথ্য প্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসী আলাউদ্দিনের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করেছে র্যাব।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ আটক -১ 

প্রধানমন্ত্রীর গাড়ীবহরে হামলাকারী ১৬বছরের সাজাপ্রাপ্ত সন্ত্রাসী আলাউদ্দিন গ্রেফতার

প্রকাশিত সময় : ০৭:২৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩

####

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশের উদ্দেশ্যে গাড়ীবহরে হামলাকারী ১৬ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত সন্ত্রাসী মো: আলাউদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব। ০৩ সেপ্টেম্বর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি টিম চুয়াডাঙ্গার দর্শনা থানার মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে সাতক্ষীরার কলারোয়ার কিসমত ইলিশপুরের মোকছেদ আলীর ছেলে।

র্যাব জানায়, গত ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরার কলারোয়া এলাকায় পৌছালে কতিপয় সন্ত্রাসী তাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র, হাত বোমাসহ তার  গাড়িবহরে হামলা চালায়।এই  হামলার ঘটনায় কলারোয়া থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনসহ পৃথক ০৩টি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত আসামী আলাউদ্দিন হামলার পরিকল্পনাকারী এবং বিস্ফোরক বহনকারীদের অন্যতম। সে তার সহযোগীদের নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করে। হামলায় অনেক নেতাকর্মী গুরুতর আহত এবং বেশ কয়েকটি সরকারী গাড়ি ক্ষতিগ্রস্থ হয়। মামলাগুলোর বিচার কাজ শেষে সাতক্ষীরার স্পেশাল ট্রাইবুনাল-৩ এর বিজ্ঞ বিচারক ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় গত ১৮ এপ্রিল আসামীদের দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। গ্রেফতারকৃত আলাউদ্দিনসহ ৪৮ জনকে যাবজ্জীবন সাজাসহ বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। আসামী আলাউদ্দিনকে তিনটি পৃথক মামলায় বিভিন্ন মেয়াদে ১৬ বছরের সাজা প্রদান করা হয়। রায়ের পরে আলাউদ্দিন আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবত পালিয়ে বেড়াচ্ছিল। র্যাবের তথ্য প্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসী আলাউদ্দিনের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করেছে র্যাব।