১০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বটিয়াঘাটায় উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

###    বটিয়াঘাটায় প্রথমবারের মত উদ্যোক্তা সমাবেশ এবং তাদের পণ্য প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ সোমবার বটিয়াঘাটা উপজেলা মাঠে দিনব্যাপী  অনুষ্ঠিত উদ্যোক্তা সমাবেশ ও প্রদর্শনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার শেখ নূরুল আলম। সম্মানিত অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিতাই গাইন ও চঞ্চলা মণ্ডল, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, বটিয়াঘাাটা প্রেস ক্লাবের সভাপতি কবীর আহমেদ খান। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রবিউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক। রূপান্তর-এর কর্মসূচী পরিচালক ফারুক আহমেদের সভাপতিত্বে এবং কর্মসূচী সমন্বয়কারী অসীম আনন্দ দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্যোক্তাদের মধ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেন সাবিনা ইয়াসমিন, সমাপ্তি মিস্ত্রি, পঞ্চানন দাস ও বিশ্বনাথ দাস।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শেখ নূরুল আলম বলেন, করোনায় ক্ষতিগ্রস্ত মানুষদের প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তা দিয়ে স্বাবলম্বী করার এ উদ্যোগটি প্রশংসনীয়। এই মেলায় আসা কিছু উদ্যোক্তার সাথে কথা বলে যে তথ্য পাওয়া গেছে তা’ খুবই আশাব্যঞ্জক। এভাবে বটিয়াঘাটা উপজেলার যে সব উদ্যোক্তা রূপান্তর-এর কাছ থেকে প্রশিক্ষণ ও সহযোগিতা পেয়েছেন তারা সবাই সফল হলে দারিদ্র্য নিরসনে এটা অন্যদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

উদ্যোক্তারা জানান, করোনা মহামারি প্রান্তিক জনগোষ্ঠীকে হতদরিদ্র অবস্থায় নিয়ে গিয়েছিল। জীবিকার সংস্থানের ক্ষেত্র ও সুযোগ ছিল সংকুচিত। অর্থনৈতিক তীব্র সংকটে তারা ছিলেন দিশেহারা। তৃণমূলের সেই সব মানুষেরাই এখন উদ্যোক্তা। বটিয়াঘাটার আমিরপুরের হুমায়রা বেগম ইনকিউবেটর দিয়ে হাঁস-মুরগীর ডিম ফোটাচ্ছেন, ভাদালবুনিয়ার আশ্রয়ন প্রকল্পের ফরিদা বেগম, আমেনা বেগম, খাদিজা বেগমরা প্রাণিপালন করছেন, ভেন্নাবুনিয়ার ভক্তি দাস, সুখদাড়ার মহেশ^রী দাস, সদরের অঞ্জনা দাস পোশাকের ব্যবসা করছেন, গঙ্গারামপুরের সুপ্রিয়া বিশ্বাস, লিপিকা বিশ্বাস, বসুরাবাদের আরতী কবিরাজ গৃহকর্মে ব্যবহৃত লৌহজাত পণ্য উৎপাদন ও বিক্রয় করছেন। খারাপ সময় কাটিয়ে এখন তারা ঘুরে দাঁড়িয়েছেন, নতুন দিনের স্বপ্ন দেখছেন। উল্লেখ্য, সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় রূপান্তর পরিচালিত ‘করোনা অতিমারীতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরি পুনর্বাসন উদ্যোগ’ প্রকল্পের পক্ষ থেকে খুলনা ও বাগেরহাট জেলার ৫টি উপজেলা এবং খুলনা সিটি কর্পোরেশনে দক্ষ উদ্যোক্তা সৃষ্টির জন্য বিষয়ভিত্তিক প্রশিক্ষণ এবং স্থিতিশীল জীবিকা নির্বাহের জন্য ২৭০০ পরিবারকে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বটিয়াঘাটা উপজেলার তিনশ’ ৪৮জন উদ্যোক্তাকে এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ প্রদান ও ২৫ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। এই উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনীতে ৩০ জন উদ্যোক্তা তাদের নানাবিধ পণ্য উপস্থাপন করেন। ##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik adhumati

জনপ্রিয়

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ আটক -১ 

বটিয়াঘাটায় উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

প্রকাশিত সময় : ০৮:৪৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩

###    বটিয়াঘাটায় প্রথমবারের মত উদ্যোক্তা সমাবেশ এবং তাদের পণ্য প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ সোমবার বটিয়াঘাটা উপজেলা মাঠে দিনব্যাপী  অনুষ্ঠিত উদ্যোক্তা সমাবেশ ও প্রদর্শনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার শেখ নূরুল আলম। সম্মানিত অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিতাই গাইন ও চঞ্চলা মণ্ডল, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, বটিয়াঘাাটা প্রেস ক্লাবের সভাপতি কবীর আহমেদ খান। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রবিউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক। রূপান্তর-এর কর্মসূচী পরিচালক ফারুক আহমেদের সভাপতিত্বে এবং কর্মসূচী সমন্বয়কারী অসীম আনন্দ দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্যোক্তাদের মধ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেন সাবিনা ইয়াসমিন, সমাপ্তি মিস্ত্রি, পঞ্চানন দাস ও বিশ্বনাথ দাস।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শেখ নূরুল আলম বলেন, করোনায় ক্ষতিগ্রস্ত মানুষদের প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তা দিয়ে স্বাবলম্বী করার এ উদ্যোগটি প্রশংসনীয়। এই মেলায় আসা কিছু উদ্যোক্তার সাথে কথা বলে যে তথ্য পাওয়া গেছে তা’ খুবই আশাব্যঞ্জক। এভাবে বটিয়াঘাটা উপজেলার যে সব উদ্যোক্তা রূপান্তর-এর কাছ থেকে প্রশিক্ষণ ও সহযোগিতা পেয়েছেন তারা সবাই সফল হলে দারিদ্র্য নিরসনে এটা অন্যদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

উদ্যোক্তারা জানান, করোনা মহামারি প্রান্তিক জনগোষ্ঠীকে হতদরিদ্র অবস্থায় নিয়ে গিয়েছিল। জীবিকার সংস্থানের ক্ষেত্র ও সুযোগ ছিল সংকুচিত। অর্থনৈতিক তীব্র সংকটে তারা ছিলেন দিশেহারা। তৃণমূলের সেই সব মানুষেরাই এখন উদ্যোক্তা। বটিয়াঘাটার আমিরপুরের হুমায়রা বেগম ইনকিউবেটর দিয়ে হাঁস-মুরগীর ডিম ফোটাচ্ছেন, ভাদালবুনিয়ার আশ্রয়ন প্রকল্পের ফরিদা বেগম, আমেনা বেগম, খাদিজা বেগমরা প্রাণিপালন করছেন, ভেন্নাবুনিয়ার ভক্তি দাস, সুখদাড়ার মহেশ^রী দাস, সদরের অঞ্জনা দাস পোশাকের ব্যবসা করছেন, গঙ্গারামপুরের সুপ্রিয়া বিশ্বাস, লিপিকা বিশ্বাস, বসুরাবাদের আরতী কবিরাজ গৃহকর্মে ব্যবহৃত লৌহজাত পণ্য উৎপাদন ও বিক্রয় করছেন। খারাপ সময় কাটিয়ে এখন তারা ঘুরে দাঁড়িয়েছেন, নতুন দিনের স্বপ্ন দেখছেন। উল্লেখ্য, সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় রূপান্তর পরিচালিত ‘করোনা অতিমারীতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরি পুনর্বাসন উদ্যোগ’ প্রকল্পের পক্ষ থেকে খুলনা ও বাগেরহাট জেলার ৫টি উপজেলা এবং খুলনা সিটি কর্পোরেশনে দক্ষ উদ্যোক্তা সৃষ্টির জন্য বিষয়ভিত্তিক প্রশিক্ষণ এবং স্থিতিশীল জীবিকা নির্বাহের জন্য ২৭০০ পরিবারকে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বটিয়াঘাটা উপজেলার তিনশ’ ৪৮জন উদ্যোক্তাকে এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ প্রদান ও ২৫ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। এই উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনীতে ৩০ জন উদ্যোক্তা তাদের নানাবিধ পণ্য উপস্থাপন করেন। ##