১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বটিয়াঘাটায় দ্রব্য মূল্যবৃদ্ধি প্রতিরোধ এবং গণতন্ত্র-ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে বাম জোটের সমাবেশ

###    খুলনার বটিয়াঘাটায় চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও সমন্বয়ের নামে প্রতি মাসে গ্যাস-বিদ্যুৎ-জ্বালানির দাম বৃদ্ধি বন্ধ করা, কৃষি ফসলের লাভজনক দাম নিশ্চিত করা, গ্রাম-শহরের শ্রমজীবীদের জন্য আর্মি রেটে রেশনিং ও ন্যায্যমূল্যের দোকান চালু করা, অবিলম্বে ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন দেয়া এবং সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালুসহ টাকা, পেশীশক্তি, সাম্প্রদায়িকতামুক্ত নির্বাচনের জন্য নির্বাচন ব্যবস্থার আমুল সংস্কার করা প্রভৃতি দাবীতে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বটিয়াঘাটা উপজেলা শাখার উদ্যোগে বটিয়াঘাটা বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জোটের বটিয়াঘাটা উপজেলা সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বটিয়াঘাটা উপজেলা সভাপতি কৃষকনেতা অশোক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জোটের খুলনা জেলা সমন্বয়ক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা আহ্বায়ক জনার্দন দত্ত নান্টু, সিপিবি খুলনা জেলা সাধারণ সম্পাদক এস এ রশীদ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ খুলনা জেলা সম্পাদকম-লীর সদস্য মোজাম্মেল হক খান, মোস্তফা খালিদ খসরু, কৃষক সমিতি খুলনা জেলা সভাপতি ও বটিয়াঘাটা উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, সিপিবি বটিয়াঘাটা উপজেলা সদস্য মুকুল হালদার, নারায়ণ জোদ্দার, পরিমল ম-ল, জয়ন্ত গোলদার, কমিউনিস্ট লীগ বটিয়াঘাটা উপজেলা সভাপতি জনক সাহা, সদস্য পলাশ ম-ল প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বর্তমানে নিত্যপয়োজনীয় সকল জিনিসের দাম শ্রমজীবী-মধ্যবিত্ত মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। সার-বীজ-কীটনাশক-জ্বালানি তেলসহ সকল কৃষি উপকরণের দাম বৃদ্ধি পেয়েছে। বিপরীতে কৃষক উৎপাদিত ফসলের যথাযথ দাম পাচ্ছে না। সরকার সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি খাতে আর ভর্তুকী দেয়া হবে না। প্রতি মাসে বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ছে। বৈশ্বিক অর্থনৈতিক সংকটকালে দেশের অভ্যন্তরে নিজস্ব বাজার রক্ষার লক্ষ্যে শ্রমিক-কৃষকের ক্রয়ক্ষমতা বৃদ্ধির পরিবর্তে সরকার সিন্ডিকেট ব্যবসায়ীদের যথেচ্ছ মুনাফার করার সুযোগ করে দিয়েছে। ফলে, হাজার হাজার কোটি টাকা লুট-পাট ও বিদেশে পাচার হচ্ছে, রাতারাতি তৈরি হচ্ছে হাজার হাজার কোটিপতি। এ অবস্থায় জনবিচ্ছিন্ন সরকার ক্ষমতা কুক্ষিগত রাখার জন্য জনমতের তোয়াক্কা না করে নির্বাচন নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু করেছে। নেতৃবৃন্দ আরও বলেন, ভূমি অফিসের দুর্নীতি সীমাহীন পর্যায়ে পৌঁছেছে, ফলে অনেক কৃষক সর্বশান্ত হচ্ছে। খনন ও সংরক্ষণের অভাবে নদীগুলো আজ শুকিয়ে যাচ্ছে। পর্যাপ্ত পানির অভাবে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। নেতৃবৃন্দ দুঃশাসন প্রতিরোধ ও পুঁজিবাদী শোষণ ব্যবস্থা উচ্ছেদ করে মেহনতী মানুষের সরকার প্রতিষ্ঠার জন্য সকল শ্রমজীবী ও দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik adhumati

জনপ্রিয়

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ আটক -১ 

বটিয়াঘাটায় দ্রব্য মূল্যবৃদ্ধি প্রতিরোধ এবং গণতন্ত্র-ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে বাম জোটের সমাবেশ

প্রকাশিত সময় : ০৮:৪৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩

###    খুলনার বটিয়াঘাটায় চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও সমন্বয়ের নামে প্রতি মাসে গ্যাস-বিদ্যুৎ-জ্বালানির দাম বৃদ্ধি বন্ধ করা, কৃষি ফসলের লাভজনক দাম নিশ্চিত করা, গ্রাম-শহরের শ্রমজীবীদের জন্য আর্মি রেটে রেশনিং ও ন্যায্যমূল্যের দোকান চালু করা, অবিলম্বে ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন দেয়া এবং সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালুসহ টাকা, পেশীশক্তি, সাম্প্রদায়িকতামুক্ত নির্বাচনের জন্য নির্বাচন ব্যবস্থার আমুল সংস্কার করা প্রভৃতি দাবীতে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বটিয়াঘাটা উপজেলা শাখার উদ্যোগে বটিয়াঘাটা বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জোটের বটিয়াঘাটা উপজেলা সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বটিয়াঘাটা উপজেলা সভাপতি কৃষকনেতা অশোক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জোটের খুলনা জেলা সমন্বয়ক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা আহ্বায়ক জনার্দন দত্ত নান্টু, সিপিবি খুলনা জেলা সাধারণ সম্পাদক এস এ রশীদ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ খুলনা জেলা সম্পাদকম-লীর সদস্য মোজাম্মেল হক খান, মোস্তফা খালিদ খসরু, কৃষক সমিতি খুলনা জেলা সভাপতি ও বটিয়াঘাটা উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, সিপিবি বটিয়াঘাটা উপজেলা সদস্য মুকুল হালদার, নারায়ণ জোদ্দার, পরিমল ম-ল, জয়ন্ত গোলদার, কমিউনিস্ট লীগ বটিয়াঘাটা উপজেলা সভাপতি জনক সাহা, সদস্য পলাশ ম-ল প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বর্তমানে নিত্যপয়োজনীয় সকল জিনিসের দাম শ্রমজীবী-মধ্যবিত্ত মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। সার-বীজ-কীটনাশক-জ্বালানি তেলসহ সকল কৃষি উপকরণের দাম বৃদ্ধি পেয়েছে। বিপরীতে কৃষক উৎপাদিত ফসলের যথাযথ দাম পাচ্ছে না। সরকার সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি খাতে আর ভর্তুকী দেয়া হবে না। প্রতি মাসে বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ছে। বৈশ্বিক অর্থনৈতিক সংকটকালে দেশের অভ্যন্তরে নিজস্ব বাজার রক্ষার লক্ষ্যে শ্রমিক-কৃষকের ক্রয়ক্ষমতা বৃদ্ধির পরিবর্তে সরকার সিন্ডিকেট ব্যবসায়ীদের যথেচ্ছ মুনাফার করার সুযোগ করে দিয়েছে। ফলে, হাজার হাজার কোটি টাকা লুট-পাট ও বিদেশে পাচার হচ্ছে, রাতারাতি তৈরি হচ্ছে হাজার হাজার কোটিপতি। এ অবস্থায় জনবিচ্ছিন্ন সরকার ক্ষমতা কুক্ষিগত রাখার জন্য জনমতের তোয়াক্কা না করে নির্বাচন নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু করেছে। নেতৃবৃন্দ আরও বলেন, ভূমি অফিসের দুর্নীতি সীমাহীন পর্যায়ে পৌঁছেছে, ফলে অনেক কৃষক সর্বশান্ত হচ্ছে। খনন ও সংরক্ষণের অভাবে নদীগুলো আজ শুকিয়ে যাচ্ছে। পর্যাপ্ত পানির অভাবে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। নেতৃবৃন্দ দুঃশাসন প্রতিরোধ ও পুঁজিবাদী শোষণ ব্যবস্থা উচ্ছেদ করে মেহনতী মানুষের সরকার প্রতিষ্ঠার জন্য সকল শ্রমজীবী ও দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ##