০৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে গরু চুরির হিড়িক, 

  • সংবাদদাতা
  • প্রকাশিত সময় : ০২:৫১:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩
  • ৪৯ পড়েছেন

বাকেরগঞ্জ (প্রতিনিধি) বরিশাল :

 

বরিশালের বাকেরগঞ্জে গারুড়িয়া ইউনিয়নে গরু চুরির হিড়িক পড়েছে। খামারে রাত জেগে পাহারা দিয়েও চুরি ঠেকানো যাচ্ছে না। এমনকি থানা পুলিশকে খবর দিলেও আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। তবে পুলিশ বলছে, গরু চুরি রোধে চেষ্টা অব্যাহত আছে।

বাকেরগঞ্জ উপজেলা গারুড়িয়া ইউনিয়নের চর‌আউলিয়াপুর, হেলেঞ্চা, সাহেবপুর, দেউলি ,ডিংঙ্গারহাট সহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিভিন্ন খামার থেকে যেন গরু চুরির হিড়িক পড়েছে,একের পর এক ঘটছে চুরির ঘটনা।

এলাকাবাসীর অভিযোগ, গভীর রাতে পিকআপ ভ্যান নিয়ে বিভিন্ন রাস্তার পাশের খামার থেকে গরু চুরি করে নিয়ে যাচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। বাকেরগঞ্জ তুলাতলা ব্রিজ- পটুয়াখালী-বরিশাল হাইওয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায় চোরাই গরুবাহী পিকআপ। রাত জেগে পাহারা দিয়েও নিস্তার মিলছে না। এমন পরিস্থিতিতে চুরি আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের।

 

খামারিরা বলছে, আমরা আতঙ্কে থাকি, কারণ প্রতি রাতেই চোর আসে। ৪ থেকে ৫ জনের চক্র গোপনে রাস্তায় বসে সুযোগের অপেক্ষায় থাকে। পরে সুযোগ মতো গরু চুরি করে পালায়।

 

 

অদ্য ২৮ জানুয়ারি মধ্যরাতে ইউনিয়নের এলাকাবাসী পাহারায় থাকা অবস্থায় গরু চোরের চক্র,গরু চুরি করতে চর‌আউলিয়াপুর গ্রামে প্রবেশ করে, ইউপি সদস্য ফারুক হাওলাদার সহ স্থানীয়রা পাহারায় থাকা অবস্থায় চোরদের টের পেয়ে ধাওয়া দিলে চোরের চক্র পালিয়ে যেতে সক্ষম হয়।

 

এবিষয়ে গারুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান এসএম কাইয়ূম খান জানান আমরা ইউপি সদস্য, চৌকিদার ও স্থানীয়দের নিয়ে একটি কমিটি গঠন করি,গত এক সপ্তাহে ডজন খানিক গরু চুরি হয়েছে আমার ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে। তাই আমরা একটি কমিটি গঠন করেছি চোর চক্রকে ধরতে।

 

তবে পুলিশ বলছে, গরু চুরি রোধে হাইওয়েতে রাতের বেলা গরুবাহী পিকআপ দেখলেই চেকপোস্টে তল্লাশি চালানো হয়।

 

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এস‌ এম মাকসুদুর রহমান বলেন, ‘গারুড়িয়া ইউনিয়নে ইউপি সদস্য, গ্রাম চৌকিদার, স্থানীয় লোকজনসহ থানা পুলিশ নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে এ কমিটির সদস্যরা এলাকায় পাহারা দেয়, গরু চোর চক্রকে ধরে আইনের আওতায় আনা জন্য।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

dainik madhumati

জনপ্রিয়

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ আটক -১ 

বাকেরগঞ্জে গরু চুরির হিড়িক, 

প্রকাশিত সময় : ০২:৫১:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩

বাকেরগঞ্জ (প্রতিনিধি) বরিশাল :

 

বরিশালের বাকেরগঞ্জে গারুড়িয়া ইউনিয়নে গরু চুরির হিড়িক পড়েছে। খামারে রাত জেগে পাহারা দিয়েও চুরি ঠেকানো যাচ্ছে না। এমনকি থানা পুলিশকে খবর দিলেও আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। তবে পুলিশ বলছে, গরু চুরি রোধে চেষ্টা অব্যাহত আছে।

বাকেরগঞ্জ উপজেলা গারুড়িয়া ইউনিয়নের চর‌আউলিয়াপুর, হেলেঞ্চা, সাহেবপুর, দেউলি ,ডিংঙ্গারহাট সহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিভিন্ন খামার থেকে যেন গরু চুরির হিড়িক পড়েছে,একের পর এক ঘটছে চুরির ঘটনা।

এলাকাবাসীর অভিযোগ, গভীর রাতে পিকআপ ভ্যান নিয়ে বিভিন্ন রাস্তার পাশের খামার থেকে গরু চুরি করে নিয়ে যাচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। বাকেরগঞ্জ তুলাতলা ব্রিজ- পটুয়াখালী-বরিশাল হাইওয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায় চোরাই গরুবাহী পিকআপ। রাত জেগে পাহারা দিয়েও নিস্তার মিলছে না। এমন পরিস্থিতিতে চুরি আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের।

 

খামারিরা বলছে, আমরা আতঙ্কে থাকি, কারণ প্রতি রাতেই চোর আসে। ৪ থেকে ৫ জনের চক্র গোপনে রাস্তায় বসে সুযোগের অপেক্ষায় থাকে। পরে সুযোগ মতো গরু চুরি করে পালায়।

 

 

অদ্য ২৮ জানুয়ারি মধ্যরাতে ইউনিয়নের এলাকাবাসী পাহারায় থাকা অবস্থায় গরু চোরের চক্র,গরু চুরি করতে চর‌আউলিয়াপুর গ্রামে প্রবেশ করে, ইউপি সদস্য ফারুক হাওলাদার সহ স্থানীয়রা পাহারায় থাকা অবস্থায় চোরদের টের পেয়ে ধাওয়া দিলে চোরের চক্র পালিয়ে যেতে সক্ষম হয়।

 

এবিষয়ে গারুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান এসএম কাইয়ূম খান জানান আমরা ইউপি সদস্য, চৌকিদার ও স্থানীয়দের নিয়ে একটি কমিটি গঠন করি,গত এক সপ্তাহে ডজন খানিক গরু চুরি হয়েছে আমার ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে। তাই আমরা একটি কমিটি গঠন করেছি চোর চক্রকে ধরতে।

 

তবে পুলিশ বলছে, গরু চুরি রোধে হাইওয়েতে রাতের বেলা গরুবাহী পিকআপ দেখলেই চেকপোস্টে তল্লাশি চালানো হয়।

 

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এস‌ এম মাকসুদুর রহমান বলেন, ‘গারুড়িয়া ইউনিয়নে ইউপি সদস্য, গ্রাম চৌকিদার, স্থানীয় লোকজনসহ থানা পুলিশ নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে এ কমিটির সদস্যরা এলাকায় পাহারা দেয়, গরু চোর চক্রকে ধরে আইনের আওতায় আনা জন্য।