১০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে জমাজমি বিরোধে দোকান ঘরে আগুন

####

বরিশাল জেলা বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বড়িয়া বাজারে রাতে জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে দোকান ঘরে আগুন দেয়।দোকান ঘর পুড়ে ছাই হইয়ে যায়, কাঞ্চন আলী হাওলাদার বলেন আমার প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।

অভিযোগ সুত্রে স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বড়িয়া বাজারে কাঞ্চন আলী হাওলাদারের একটি টিনের দোকান ঘর রয়েছে, উক্ত দোকান ঘর টি তিনি এক‌ই এলাকার খালেক হাওলাদারের পুত্র হেমায়েত হাওলাদারের নিকট একশত টাকার স্টাম্পে লিখিত করে তিন বছর মেয়াদে প্রতিমাসে একহাজার টাকায় ভাড়া দেন। দোকান ঘর টি যে জমিতে অবস্থিত ঐ জমিটা (২৮ মার্চ ২৩) বিক্রি করেন মিজানুর রহমানের নিকট । জমি বিক্রয়ের পরে মিজানুর রহমান কে সরজমিনে বুঝিয়ে দিতে যান জমি কাঞ্চন আলী,ঐ সময়ে হেমায়েত হাওলাদারকে দোকান ঘর টি ছেড়ে দিতে বলেন। কিন্তু দোকান ঘরটি ছাড়বেন না হেমায়েত তখনি বাজে বিপত্তি, এনিয়ে শালিস বৈঠক‌ও হয় ।এর‌ই মাঝে জমিতে ফলের গাছ লাগান মিজানুর রহমান । মিজানুর রহমানের লাগানো গাছ ফেলে দিয়ে হেমায়েত গাছ লাগানোর চেষ্টা করে বাঁধা দেয় বাঁধা দেয় মিজানুর । মিজানুরের বাঁধ উপেক্ষা করে গাছ লাগাতে যান হেমায়েত , মিজানুর আইনের আশ্রয় নিয়ে আদালতে ১৪৪/১৪৫ ধারায় মামলা দায়ের করেন , আদালত সরজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য বাকেরগঞ্জ উপজেলা সহকারী ভূমিকে নির্দেশ দেন। কাগজ পত্র অনুযায়ী দেখা যায় রেকর্ডিও মালিক কাঞ্চন আলী হাওলাদার , তার নিজ নামে রেকর্ড অনুযায়ী তিনি জমি বিক্রি করেন মিজানুর রহমানের নিকট। মিজানুর রহমান যখন জমি ক্রয় করেছেন তাহলে তার জমির উপর ভাড়া নেয়া ঘর টি ছেড়ে দিতে হবে। আর ছেড়ে দেয়ার আগে কিছু একটা করা যায় কিনা ভেবে এরকম ঘটনা ঘটাতে পারে ,তার জের ধরে কাঞ্চন আলীর দোকান ঘর টি পুড়িয়ে দিতে পারে বলে স্থানীয়রা ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান।

কাঞ্চন আলী গনমাধ্যমকে জানান আমার জমি বিক্রি করে দেয়ার পর জমিতে আমার ভাড়া দেয় ঘর টি হেমায়েতকে ছেড়ে দিতে বলেই শুরু হয় তার সাথে বিরোধ । তারই জের ধরে ১৪ সেপ্টেম্বর রাতে কাঞ্চন আলীর দোকান ঘরে অগ্নিসংযোগ করে। এতে প্রায় লক্ষাধিক টাকার দোকান ঘর পুড়ে ভস্মীভূত হয়। কাঞ্চন আলী হাওলাদার ও খালেক হাওলাদারের পুত্র হেমায়েত হাওলাদার এক‌ই গ্রামের বাসিন্দা

এবিষয়ে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন একে অপরকে দোষারোপ করে দুই পক্ষই অভিযোগ দিয়েছেন তদন্ত করে দুই পক্ষের মধ্যে যাদের বিরুদ্ধে অপরাধের প্রমান পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ আটক -১ 

বাকেরগঞ্জে জমাজমি বিরোধে দোকান ঘরে আগুন

প্রকাশিত সময় : ০১:০১:০৫ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩

####

বরিশাল জেলা বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বড়িয়া বাজারে রাতে জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে দোকান ঘরে আগুন দেয়।দোকান ঘর পুড়ে ছাই হইয়ে যায়, কাঞ্চন আলী হাওলাদার বলেন আমার প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।

অভিযোগ সুত্রে স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বড়িয়া বাজারে কাঞ্চন আলী হাওলাদারের একটি টিনের দোকান ঘর রয়েছে, উক্ত দোকান ঘর টি তিনি এক‌ই এলাকার খালেক হাওলাদারের পুত্র হেমায়েত হাওলাদারের নিকট একশত টাকার স্টাম্পে লিখিত করে তিন বছর মেয়াদে প্রতিমাসে একহাজার টাকায় ভাড়া দেন। দোকান ঘর টি যে জমিতে অবস্থিত ঐ জমিটা (২৮ মার্চ ২৩) বিক্রি করেন মিজানুর রহমানের নিকট । জমি বিক্রয়ের পরে মিজানুর রহমান কে সরজমিনে বুঝিয়ে দিতে যান জমি কাঞ্চন আলী,ঐ সময়ে হেমায়েত হাওলাদারকে দোকান ঘর টি ছেড়ে দিতে বলেন। কিন্তু দোকান ঘরটি ছাড়বেন না হেমায়েত তখনি বাজে বিপত্তি, এনিয়ে শালিস বৈঠক‌ও হয় ।এর‌ই মাঝে জমিতে ফলের গাছ লাগান মিজানুর রহমান । মিজানুর রহমানের লাগানো গাছ ফেলে দিয়ে হেমায়েত গাছ লাগানোর চেষ্টা করে বাঁধা দেয় বাঁধা দেয় মিজানুর । মিজানুরের বাঁধ উপেক্ষা করে গাছ লাগাতে যান হেমায়েত , মিজানুর আইনের আশ্রয় নিয়ে আদালতে ১৪৪/১৪৫ ধারায় মামলা দায়ের করেন , আদালত সরজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য বাকেরগঞ্জ উপজেলা সহকারী ভূমিকে নির্দেশ দেন। কাগজ পত্র অনুযায়ী দেখা যায় রেকর্ডিও মালিক কাঞ্চন আলী হাওলাদার , তার নিজ নামে রেকর্ড অনুযায়ী তিনি জমি বিক্রি করেন মিজানুর রহমানের নিকট। মিজানুর রহমান যখন জমি ক্রয় করেছেন তাহলে তার জমির উপর ভাড়া নেয়া ঘর টি ছেড়ে দিতে হবে। আর ছেড়ে দেয়ার আগে কিছু একটা করা যায় কিনা ভেবে এরকম ঘটনা ঘটাতে পারে ,তার জের ধরে কাঞ্চন আলীর দোকান ঘর টি পুড়িয়ে দিতে পারে বলে স্থানীয়রা ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান।

কাঞ্চন আলী গনমাধ্যমকে জানান আমার জমি বিক্রি করে দেয়ার পর জমিতে আমার ভাড়া দেয় ঘর টি হেমায়েতকে ছেড়ে দিতে বলেই শুরু হয় তার সাথে বিরোধ । তারই জের ধরে ১৪ সেপ্টেম্বর রাতে কাঞ্চন আলীর দোকান ঘরে অগ্নিসংযোগ করে। এতে প্রায় লক্ষাধিক টাকার দোকান ঘর পুড়ে ভস্মীভূত হয়। কাঞ্চন আলী হাওলাদার ও খালেক হাওলাদারের পুত্র হেমায়েত হাওলাদার এক‌ই গ্রামের বাসিন্দা

এবিষয়ে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন একে অপরকে দোষারোপ করে দুই পক্ষই অভিযোগ দিয়েছেন তদন্ত করে দুই পক্ষের মধ্যে যাদের বিরুদ্ধে অপরাধের প্রমান পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ##